নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

জ্বিন!!!!!!!!!!!!!!!!

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

অনেকদিন আগের কথা। একদিন সন্ধ্যাবেলায় আমি আর আমার দুই বান্ধবী নিলয় আর আনিকাকে সাথে নিয়ে ক্যাম্পাসের নির্জন এলাকার ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাত একটা মোটাসোটা ছেলে দেখে নিলয় বলে উঠলো, হায় ইরেশ জাকের হায়! :#>

কথা প্রসঙ্গে তখন উঠলো কার কেমন ছেলে পছন্দ।

আনিকা বললো, আমার তো ড্যাসিং হিরো টাইপ ছেলে পছন্দ!! 8-| কিন্তু আমি নিশ্চিত কোনো মোটাসোটা নাদুস নুদুস গরিব গরিব চেহারার ছেলের সাথে আমার বিয়ে হবে :(

নিলয় বলছিল, আমার ইরেশ জাকেরের মতোই মোটাসোটা গরিব গরিব চেহারার ছেলেই কিউট লাগে :!>

ওরা বলছিল আর আমি চুপচাপ শুনছিলাম:)

যেই না বলতে গেছি আমার নিজের পছন্দের কথা ঠিক সেই মুহূর্তে ওরা খ্যাকখ্যাক করে হেসে বললো,

জানি তো তোর কেমন ছেলে পছন্দ:D

গুইসাপের মতো দেখতে!:D

গুইসাপের মতো পার্সোনালিটি!:D

গম্ভীর পার্সোনালিটি!:D

গুইসাপের মতো টাকলু!:D

গুইসাপ নাকি চানার সালমান খানের মতো লাগে!:D

হাহাহা:D

গুইসাপের সাথে সে ফটোও তুলেছে!:D

হাহাহা:D



ওরা আমাকে নিয়ে মজা করেই চলেছে আর আমি মুখ বুজে শুনে যাচ্ছিলাম। একসময় একটু অন্যমনষ্ক হয়েও গেলাম। অন্যমনষ্ক হয়ে দাঁড়িয়েই পড়লাম। আর ওরা দুইটা সামনে এগিয়ে চললো আর আমাকে পচানি দিতে থাকলো। আমি ওদের একটু পিছনে পরে থাকলাম।



হঠাত আমার হুশ হলো... আয় হায় আমি কোথায় আর ওরা কোথায়!:-*



ওদেরকে থামাতে চিতকার দিয়ে বললাম, এই মেয়েরা! সন্ধ্যার সময় মাথায় ওড়না না দিয়ে ঘুরঘুর করছো কোন সাহসে!X(



ওরাও পেছন ফিরে আমাকে দেখে হতভম্ব হয়ে বললো, তুই!! তুই ওখানে কেন!! আর তুইও তো মাথায় ওড়না দিসনি:|



আমি ওখানে দাঁড়িয়েই চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলাম, আমি দেইনি কারণ আমার এসবের দরকার নেই! বন বাঁদারের জ্বিন আমাকে ধরবে না!X(



এরপর ওরা দুইজন আমাকে অবাক করে দিয়ে আরো দ্রুত হাঁটতে লাগলো। আমি তো অবাক না হয়ে হতবাক হয়ে গেলাম!:|



আমি "এই এই" বলে ওদের পিছু জোরে হাঁটতে লাগলাম। আর ওরাও দ্রুত হাঁটতে লাগলো!! পারলে দৌড়ই মারে এমন অবস্থা!!:|



পরে শুনলাম ওরা দুইটা আমাকে দেখে ভয় পাচ্ছিল:DB-)



ওদেরকে থামাতে আর ভড়কে দিতে সে সময় মাথায় ওড়না দিতে বলেছিলাম। আর "আমি মাথায় ওড়না দেইনি কারণ আমার এসবের দরকার নেই! বন বাঁদারের জ্বিন আমাকে ধরবে না!" বলেছিলাম কারণ আমার চুলে ঝুটি করা ছিল! B-)B-)



আর ওরা এটা শুনেই ভেবেছিল আমি একটা জ্বিন B-)



খুব মজা পেয়েছিলাম সেদিন :#)

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

চানাচুর বলেছেন: ইমোর ব্যবহারে লেখাটা গাম্ভীর্য হারালো :(

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: মেয়েরা এমনিতেই ভুতের ভয়ে ব্যাপক ভিতু হয়! :#)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২

চানাচুর বলেছেন: কই আমার তো ভয় লাগে না!! আমার তো মনেহয় ভূতই আমার ভয়ে ভীত থাকে :#)

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: হুমমমমমম.....অনেকদিন পর.....সব ভাল জ্বীন আপা?

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

চানাচুর বলেছেন: ভালো না! মনটা ব্যাপক উদাস!! গতকাল অনেক দু:খজনক একটা ব্যাপার ঘটেছে। ভুলতে পারছি না তাই আসলাম ব্লগে। দেখি মন ভালো হয় কিনা :| :|

আপনার কি খবর?:)

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: আছি এইতো....

দূঃখজনক ঘটনার জন্য সমবেদনা রইল..... ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

চানাচুর বলেছেন: সমবেদনা জানালে মন থেকে জানাবেন। চোখ টিপি দিয়ে খুশি খুশি হয়ে জানালে আরো উদাস লাগে /:)

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: হুম এক শীতের মাঝ রাতে আমি সত্যি সত্যি একবার ভূত দেখেছিলাম কামাল উদ্দিন হল আর এসএসবির মাঝামাঝি রাস্তায়। কিন্তু সেই ভূতের গল্প আর কাউকে বলনি কারণ শুনে সবাই আমার সাথে যদি ফান করে এই ভয়ে। :D


যাইহোক, কি খবর তোমার? এতদিন পরে কোত্থেকে উদয় হইলা? সবাই মন মেজাজ উদাসের কারণে ব্লগ থেকে চলে যায় আর তুমি দেখি পুরা উল্টা, মন মেজাজ উদাস হইলে ব্লগে আস :||

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

চানাচুর বলেছেন: গতকালকে আমার মোবাইল ফোন আবার ছিনতাই হয়েছে। আমি অনেক ভয় পেয়েছি। কোনোভাবেই ভুলতে পারছি না ব্যাপারটা :( রাতের বেলায় ঘুমাতে পারিনি। আজকে ভার্সিটিতে গেলে তাও ভাল্লাগতো কিন্তু হরতালে কিভাবে যাই!! তাই আর কাজ কাম না পেয়ে ব্লগে আসলাম। :(

এদিকে আমার ফেইসবুকের পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারছি না। আগে তো ফেইসবুকে দরকার পড়লে ফোন থেকেই ঢুকতাম। এখনও ফোন ছাড়া ফেইসবুকে ঢুকতে পারিনা। পাস পরিবর্তন করতে চাইলে আগের পাস দিতে বলে /:)

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

পুংটা বলেছেন: ভুতের ফাসি চাই। :-P

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

চানাচুর বলেছেন: ঠিকাছে /:)

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: এখানে আপনার উপস্হিতি জরুরী .....

পুংটা মামা তো বেবাক জায়গায় ভালই মজা নিতাছ.... পুংটার ফাঁসী চাই... X(

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

চানাচুর বলেছেন: কমেন্ট দিয়ে আসছি :(

পুংটা মামাটা কে? :-*

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

কস্কি বলেছেন: ম্যালা দিন পরে দেখলাম.!!


আপনার নিক দেখলেই, থোট্ট বেলার চানা....নাচুররররর.....র ডাকটা মনে পইড়া যায়!! :( :( X((

অ ট : জ ....( যদি ভুল করে না থাকি ;) ) আবার নির্জন জায়গা কুনডা? ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

চানাচুর বলেছেন: ঐটা আপনাকে বলা যাবে না। নির্জন জায়গার একটা লিস্টই আছে আমার কাছে। সেইসব জায়গায় আমি সময় পাইলে মাঝেমাঝেই যাই লোকজন নিয়ে। তাই বলা যাইবে না /:)/:)

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাহ।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

হাসান মাহবুব বলেছেন: হাহাহা!

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৭

চানাচুর বলেছেন: :)

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

বোকামানুষ বলেছেন: ভূত ভয় পাই :| :(

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪

শীলা শিপা বলেছেন: অনেক দিন পর আসলেন। শিরোনামে একটু ভুল আছে। সেখানে ভুত না পেত্নি হবে। B-) 8-| :P

ভাল নেই বুঝতে পারছি। শুভকামনা রইল আপনার জন্য।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১১

চানাচুর বলেছেন: শিরোনাম এক্কেবারে পাল্টিয়ে দিয়েছি আপু। ধন্যবাদ আপনাকে :D

১৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৮

আমি তুমি আমরা বলেছেন: এতদিন ধরে জ্বিনের সাথে এক প্লাটফর্মে ব্লগিং করলাম আর বুঝতেই পারলাম না কিছু। আফসুস, পুরাই টাইউবলাইট হয়ে গেছি :P :P :P

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৩

চানাচুর বলেছেন: সেঁকিঁ!! B-)) B-))

১৪| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৪

Ash৯৪ বলেছেন: Very funny incident indeed miss chanchuurrr.

১৫ ই জুন, ২০১৮ ভোর ৬:২৪

চানাচুর বলেছেন: আমার আশেপাশের মানুষগুলো আসলে ফানি। চিন্তা করো, কতটা পাগল না হলে জ্বলজ্যান্ত একটা মানুষকে ভূত ভাবতে পারে এশি :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.