![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
আম্মু আগে বাড়িতে অনেক কবুতর পুশতো। আম্মু ২টা কবুতরের বাচ্চা নানীবাড়ির কাজের মেয়ে শরিফাকে দিয়েছিল পুশতে। শরিফা কবুতরের বাচ্চা দুইটাকে খুব যত্ন করতো। চেপে চেপে খাওয়াতো। একদিন আমি নানীবাড়িতে গেছি তখন দেখি শরিফার সৎ ভাই এসেছে। সে একটা কবুতর চাইল, কিন্তু শরিফা দিল না। ওর ভাই বলল, পরে তোকে দেখে নিবো। একদিন শরিফা কবুতর দুইটাকে খাওয়াচ্ছিল, তখন হঠাৎ নানী ডাকলো ওকে। ও কবুতর দুটোকে ফেলে ভিতরে গেছে তখন কয়েকটা কাক এসে কবুতর দুটোকে ছোবল মেরে নিয়ে গেল। শরিফা খুব দুঃখ পেল। ও নানীর কাছে কান্নাকাটিও করলো অনেক। নানী শান্ত্বণা দিয়ে বলল, ঠিক আছে, তোকে ওদের বাড়ি থেকে আবার কবুতর এনে দিবো। এরই মধ্যে শরিফার ভাই আসলো, এবং যেই শুনলো কবুতর দুটোকে কাকরা ধরে নিয়ে গেছে, শরিফাকে আচ্ছা করে মারলো।
শরিফা রাগে ক্রোধে অন্ধ হয়ে গেল এবার। আমার কাছে একটা দড়ি চাইলো। কিন্তু আমি কোথায় দড়ি পাবো?!! আমি বললাম, আম্মুর কাছে গিয়ে দেখগা, থাকতে পারে হয়ত। আমাদের বাড়িতে যেয়ে আম্মুর কাছ থেকে নিয়ে এলো। আমি ভাবতেও পারছিলাম না ও এর পর কি করতে পারে! সে কোথা থেকে যেন ঘুমের ওষুধ যোগার করলো, আমার সামনেই ও ওষুধগুলোকে গুড়ো করে আটার সাথে মিশালো। তারপর রুটি করতে লাগলো। বিস্কুটের মত ছোট ছোট রুটি। আমি এত জিজ্ঞেস করি, কি করবি শরিফা এগুলো দিয়ে? শরিফাটা কোনো কথাই বলেনা।
তাই আমিও কৌতুহলী মন নিয়ে চুলার পাশে শরিফার সাথে বসে ছিলাম। এরই মধ্যে শরিফার ভাই আবার এল। কেড়ে কেড়ে রুটিগুলো খাওয়া শুরু করলো। যখন ওর ভাই রুটিগুলো খাচ্ছিল শরিফা তখন একটা কথাও বলেনি। বাকী রুটিগুলো সব কাকদের মধ্যে বিলি করে দিলো। শরিফার ভাই রুটিগুলো খেয়ে হাই তুলতে লাগলো। তাকে দেখে মনে হচ্ছিল সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। অন্যদিকে, কাকগুলো ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে গেল।
এরপর শরিফা যা করলো তা বর্ণনাতীত!! শরিফা তখন আম্মুর কাছ থেকে আনা সেই দড়িটা দিয়ে ফাঁসির মতো করলো!!
তারপর সেই অজ্ঞান হওয়া কাকগুলোর গলায় পেঁচিয়ে ফাসি দিয়ে দিয়ে মারতে লাগলো। এভাবেই আমার চোখের সামনেই খুন হয়ে গেল ৫টা জীবন্ত কাক!!
(রিপোস্ট)
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫
চানাচুর বলেছেন: হুমমমমমমমমমমমম
২| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:০৮
রিমন রনবীর বলেছেন: ভয়ে মাথার চুল আলগা হয়ে এলো :-& :-&
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৭
চানাচুর বলেছেন: চুল রাবার ব্যান্ড দিয়ে টাইট করে বেঁধে ফেলুন
৩| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:২১
শুঁটকি মাছ বলেছেন: বোন দেশের সব আজব লোকগুলার সাথে কি খামি তোমার আর আমারই দেখা হয়?
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৯
চানাচুর বলেছেন: হুমম বোন!! আরও একটা ব্যাপার খেয়াল করেছি, আমাদের সাথে যারা মেলামেশা করতে আসে, তারাও একটা পর্যায়ে পাগল হয়ে যায়!! আনিকার কথাই ধরো!! কত ভালো একটা মেয়ে ছিল
৪| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:২৩
শুঁটকি মাছ বলেছেন: শরীফা নামটা শুনে পেয়ারের শরিফ স্যারের কথা মনে পরে গেল!!!
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১২
চানাচুর বলেছেন: হ্যাঁ বোন!!
আমার তো উনাকে দেখলেই এখন মাথায় ঘুরে... কেন তুমি বোঝো না!! ও মাই সুইটহার্ট!! তুমি ছাড়া জীবনটা একেবারে ডাল!!
৫| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:২৯
লিংকন১১৫ বলেছেন: খাইছে আমারে
গাও ছাড়া ভাবনিয়া পরতেছিলাম মনে করছিলাম শরীফা গলায় ফাঁস নিব বা হেতের ভাইরে ঘুমের বড়ি খাওয়াইয়া ফাঁস দিব
কিন্তু লাস্টে আইয়া হোঁচট খাইলাম
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৪
চানাচুর বলেছেন: আহারে আপনের দু:খে চোক্ষে কান্দন আয়া পড়লো
৬| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৭
অর্পণ! বলেছেন:
একদিনে এতো পোস্ট দিয়া আপনে দেখি আপনের ব্লগেই আমারে আটকায়া রাখতেছেন !
আচ্ছা যান, পিলাচ দিলাম
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৫
চানাচুর বলেছেন: আপনি সত্যি আমারে প্লাস দিছেন!!
৭| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কি সাংঘাতিক
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৬
চানাচুর বলেছেন:
৮| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:৩৬
মনিরা সুলতানা বলেছেন: আজিব ... এত রাগ
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৬
চানাচুর বলেছেন: হুমম
৯| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:৩৬
শোশমিতা বলেছেন: আর যাই হোক শরীফার বুদ্ধির প্রসংশা করতে হয়
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৮
চানাচুর বলেছেন: জ্বি আপু, তার সেই লেভেলের শয়তানী বুদ্ধি ছিল
১০| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৯
বুঝিনাই বলেছেন: এত দেখি একেবারে ঠাণ্ডা মাথার খুনি... ভয়াবহ ব্যাপার :-& :-& :-&
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৯
চানাচুর বলেছেন: এই কমেন্টটা পারফেক্ট কমেন্ট এই পোস্টটার জন্য!!
১১| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
রিমঝিম বর্ষা বলেছেন:
:-& এতটা ভয়ঙ্কর ঘটনা হবে ভাবিনি পড়তে শুরু করার আগে।
০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫৯
চানাচুর বলেছেন: আপু প্লিজ আর ভয় পাবেন্না!!
১২| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৪৩
আমিভূত বলেছেন:
০৭ ই জুন, ২০১৩ রাত ১২:০০
চানাচুর বলেছেন: :#> :#> :!>
১৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :-& :-& :-& :-& :-& :-& :-& :-&
০৭ ই জুন, ২০১৩ রাত ১২:০০
চানাচুর বলেছেন: :#> :#>
১৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:০৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা হা হা হা। শরিফা তো অনেক বুদ্ধিমান। এই শরিফাই কি আপনি? :#> :#>
কবুতর নিয়ে ক্লাস ফাইভে একটা গল্প ছিল, 'রাজা'।
কেমন আছেন?
০৭ ই জুন, ২০১৩ রাত ১:০৭
চানাচুর বলেছেন: শরিফা আমি না বাট শরিফ ভাইয়ের এখন আমি ক্লাস করি :#>
এই তো আমি ভালো। আপনি কেমন আছেন????
১৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:১০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শরিফ ভাই, না শরিফ স্যার? :#>
ভাল
০৭ ই জুন, ২০১৩ রাত ১:১৬
চানাচুর বলেছেন: স্যার আমাদেরকে প্রায়ই কথা বিভিন্ন কথা বলতে বলতে বলে...
ভাই শোনেন!!
ভাই আপনারা বুঝতেছেন না!!
ভাই আপনারা প্লিজ পড়ালেখাটা ঠিক মতো করেন!!
তাঁর আমাদেরকে এরকম ভাই ভাই ডাকার কারণে আমরা উনাকে পিছে শরীফ ভাই ডাকি আরকি!!
আর কি অবস্থা আপনার? ব্লগে এখন তেমন দেখিনা যে!!
১৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৩৯
আমি তুমি আমরা বলেছেন: অ্যাঁ
০৭ ই জুন, ২০১৩ রাত ১:৪৪
চানাচুর বলেছেন: এইটা আমার অনেক পুরানো এবং প্রিয় একটা লেখা!! আবার দিয়ে একটু আতঙ্ক তৈরি করলাম ভাই!!
১৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৫৩
খাটাস বলেছেন: কি সাংঘাতিক ব্যাপার !!! :-& :-& কবুতরের প্রতি এত ভালবাসা, কাকের প্রতি এত রাগ !!
কাক আমার ফেভরেট পাখি।
০৭ ই জুন, ২০১৩ রাত ৩:০৮
চানাচুর বলেছেন: কাকও আমার খুব প্রিয় একটা পাখি!! আমার পোষা একটা কাকও ছিল
আর আমার আম্মু খুব সৌখিন মানুষ হওয়ায় আমাদের বাড়িতে একটা সময় প্রচুর কবুতর ছিল। কবুতর পাখিটাকে দেখতে ভালো লাগে। কিন্তু ঘর বাড়ি খুব নোংরা কর এজন্য কবুতর আমার ভালো লাগে না
১৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:০৬
হৃদছায়া বলেছেন: এটা কি সত্যি ঘটনা?
০৭ ই জুন, ২০১৩ রাত ৩:০৯
চানাচুর বলেছেন: জ্বি ভাই এটা সত্যি ঘটনা। তবে একটু ভাব নিয়ে লিখছি বলে গল্প গল্প মনে হচ্ছে
১৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ৩:৩২
সমানুপাতিক বলেছেন: চানাচুর, আপনার ব্লগ পড়ে তো আপনার ফ্যান হয়ে যাচ্ছি!!! আমার স্বল্পজ্ঞানে কেন যে ভাবলাম শরিফার ভাইয়ের কিছু হবে । দারুণ টুইস্ট দিলেন!
০৭ ই জুন, ২০১৩ রাত ৩:৪২
চানাচুর বলেছেন: ভাই আপনার কমেন্ট পড়ে লজ্জা পেলাম :!>
আসলে এটা আমার অনেক পুরানো এবং প্রিয় একটা লেখা। আর ঐরকম অর্থে কোনো সিরিয়াসর্মী লেখা লিখিনাই জীবনে। আমার সব লেখাতেই "আমি-আমি-আর-আমি"!! আমার ফ্যান হওয়ার কিছু নাই
ধন্যবাদ!!
২০| ০৭ ই জুন, ২০১৩ রাত ৩:৪০
সমানুপাতিক বলেছেন: রিমন রনবীর এর সাথে আমিও একমত । ভয়ে মাথার চুল আলগা হয়ে এলো :-&
০৭ ই জুন, ২০১৩ রাত ৩:৪৩
চানাচুর বলেছেন: তাহলে আপনিও রাবার ব্যান্ড দিয়ে চুল বেঁধে ফেলুন
২১| ০৭ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৭
আশাবাদী ডলার বলেছেন: আমি আগেই বুঝসি যে, রেসিপিটা কাকের জন্যই বানানো হইতেসে জাউকগা, যেই বিশেষ জিনিসে অবাক হইলাম-ওইটা হল, কাউয়ারে আপনি পছন্দ করেন আর কইতর ভাল্লাগে না!!!
০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৫
চানাচুর বলেছেন: কইতারও ভালো লাগে!! কইতরের গ্রিল হেব্বি মজা!!
২২| ০৭ ই জুন, ২০১৩ ভোর ৫:১৫
খেয়া ঘাট বলেছেন: ভয়ংকর ব্যাপার।
০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৬
চানাচুর বলেছেন: জ্বি আপু
২৩| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠক দের আকাশে তুলে পাতালে ফেললেন দেখছি --
নিজের বাড়ী ছেড়ে কোথাও জাননা বুঝি ?
০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৬
চানাচুর বলেছেন: জ্বিনা, নিজের বাড়ি ছেড়েছি দুই বছর হয়ে গেল
২৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৩
রেজোওয়ানা বলেছেন: কাকের শাস্তিটা পছন্দ হইসে। আমার তিনটা ঘুঘু পাখি আছে, প্রতিদিন একটা কাক এসে ঠোকরায় এদের খাঁচার ফাঁক দিয়ে!
এমন শাস্তি দেয়া দরকার ঐটারেও।
০৭ ই জুন, ২০১৩ রাত ১০:১০
চানাচুর বলেছেন: আপু ঐটাকে শুধু ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে খাঁচায় বন্দি করে রাখেন এক সপ্তাহ!! এক সপ্তাহেই কাক ব্যাটার শিক্ষা হয়ে যাবে
২৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ৩:৩৩
আশাবাদী ডলার বলেছেন: কবুতরের গ্রিল হেব্বি মজা, না? আমার ক্ষমতা থাকলে সবগুলা কাকরে মাইরা গ্রিল করে আপনার বাসায় পাঠায়ে দিতাম
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৯
চানাচুর বলেছেন: ওয়াও!!! জিহ্বায় পানি এসে গেল :!> :!>
২৬| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৪
শুঁটকি মাছ বলেছেন: বোন শরীফ ডারলিং-এর কথা বলে একটা কথা মনে করায়ে দিলা।তার একটা কথা আমার খুব মনে ধরেছে!
শরীফ ডারলিং ক্লাসের ভিতর মাঝে মাঝেই বলে,"আপনি একা কখনও ভাল থাকতে পারবেন না।আপনাকে ভাল থাকতে হলে আপনার আশে পাশের মানুষগুলো ভালো আছে কিনা সেটা নজর দিতে হবে!"
আমার মনে হয়,উনি একাউন্টিং-এ যদিও যথেষ্ট শাইন করে ফেলেছেন অলরেডি।কিন্তু ফিলোসফি পড়লে আরো শাইন করতেন!এরিস্টটল হয়ে যাওয়ারও পসিবিলিটি ছিল!!!!!!!!
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৬
চানাচুর বলেছেন: আমরা তাঁর ফিলসফিকাল কথাবার্তাই বুঝলাম ভালো মতো!! পড়ালেখা আর বোঝা হলো না!!
ফিলোসফার হতে গেলে কি ফিলোসফিই পড়তে হতে হয় নাকি!! ভার্সিটিতে ফিলোসফির পোলাপান একটু দেইখো
আচ্ছা, এই লোককে নিয়ে আমরা এতো আলোচনা করি কেন!!!!!
২৭| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১
শুঁটকি মাছ বলেছেন: আমরা তাকে ম্যালা ভালোবাসি যে এই কারণে আলোচনা করি!!!!!!!বাট এই লোক আমাদের আজো ভালোবাসতে পারল না!!!!!!!!!!
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৩
চানাচুর বলেছেন: একদিন তিনি রিয়ালাইজ করবেন!!!!!!
২৮| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৮
আমি কবি নই বলেছেন: আউচ !! এটা কিছু হইল??
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৭
চানাচুর বলেছেন:
২৯| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:৪২
শশী হিমু বলেছেন: সাসপেন্সে ভরপুর পোষ্ট।
শরিফা মরে, নাকি শরিফার ভাই মরে এই নিয়ে দ্বন্দ্ব! প্রথমে বুঝছিলাম যে কবুতর মরবেই, মরছেও, কিন্তু শেষে কাউয়াও মরবে এইটা পুরাই আচানক!
১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:০১
চানাচুর বলেছেন: ধন্যবাদ ভাইয়া!!!
এটা আমার অনেক পুরানো এবং প্রিয় একটা পোস্ট!! পড়ার জন্য অনেক ধন্যবাদ
৩০| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৯
Ash৯৪ বলেছেন: Oh my! such a scary incident. You must have been very little back then miss chanachuurrrr and it must have been even scarier for you. Shorifa is an absolutely crazy person.
১৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৫৭
চানাচুর বলেছেন: you're absolutely right Ashy... at that time, everybody laughed at Shorifa for her craziness... but that was indeed a scary moment for me
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫৪
শীলা শিপা বলেছেন: ভয়ংকর ব্যপার!!!