![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারাকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত
এ রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি
আলো আলো আলো
আধার ভরা আলো
আমার এ প্রাণ বৃথা উড়ে বেড়ায় তোমারঈ ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার সাঝের মেঘ ভেসে যায় ভেসে যায়
সাঁঝের মেঘ ভেসে যায়, ভেসে যায়
আমিও জেনেছি যে হায় শিশুর মত হতে হয় সরল হয়ে
আমিও বুঝেছি যে হায় শিশুর মত হতে হয় সরল হয়ে।
যা কিছু সব আঁকা হয়,
তবু সে মুখ আসে না যে মায়ায়!
আসলে এরকম কোন মুখ নেই যে,
আসলে এরকম মানুষ নেই যে,
সবই আছে মায়ায় -
মায়াবাদী নই আমি এই ধরায়।
আমার এ প্রাণ বৃথা উড়ে বেড়ায় তোমারঈ ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার সাঝের মেঘ ভেসে যায় ভেসে যায়
সাঁঝের মেঘ ভেসে যায়, ভেসে যায়
আমিও জেনেছি যে হায় শিশুর মত হতে হয় সরল হয়ে
আমিও বুঝেছি যে হায় শিশুর মত হতে হয় সরল হয়ে
যা কিছু সব আঁকা হয়,
তবু সে মুখ আসে না যে মায়ায়!
আসলে এরকম কোন মুখ নেই যে,
আসলে এরকম মানুষ নেই যে,
সবই আছে মায়ায় -
মায়াবাদী নই আমি এই ধরায়।
http://doridro.net/download/All time Bangla Hits [By RaNa]/Warfaze - Aalo.mp3.html
গান: কি আশা নিয়ে জেগেছি সকালে
আর্টিস্ট: ওয়ারফেইজ
এ্যালবাম: আলো
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০
চানাচুর বলেছেন: তোমাকেও ধন্যবাদ বৃষ্টি
২| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪০
এম এ কাশেম বলেছেন: ভালো লাগলো.............।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০
চানাচুর বলেছেন: ধন্যবাদ
৩| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৬
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার খুবই পছন্দের ||
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২২
চানাচুর বলেছেন: ধন্যবাদ মুনন ভাই
৪| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৫
উজবুক ইশতি বলেছেন: ওয়ারফেইজ
আমার খুব প্রিয় ব্যান্ড। ধুপছায়া, বন্ধু আমার খুব প্রিয় গান
গানের লিরিক্স শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার নিক টা আমার খুব পছন্দ হয়েছে
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২২
চানাচুর বলেছেন: আমারও অনেক প্রিয় এরা। একেকটা গান একেক রকম সুন্দর। ধন্যবাদ মন্তব্যের জন্য
৫| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৩
চানাচুর বলেছেন: ধন্যবাদ আপা
৬| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭
রায়হান চৌঃ বলেছেন: গানের কথা গুলো খুব ই সুন্দর..
কিন্তু সমস্যা টা হলো গানের চেয়ে বাজনা বেশি...!! যখন ই বাংলা ব্যন্ড এর গান শুনতাম তখন আমার বাবা বলতেন, কি গান রে বাবা..!! মনে হয় যেন চাউল ভাজা চাবাইতে পারলে আরো ভালো হতো.... হা হা হা হা
সন্জিব দা গান গুলো শুনে দেখবেন... সত্যি বলছি মন টা সুখে ভরে যাবে...
ভালো থাকবেন....
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১
চানাচুর বলেছেন: আমার আম্মুও আমার গান শোনা নিয়ে অনেক কথা বলে। তার মতে, হেমন্ত, আরডি বর্মন, মান্না দে আরো কে কে যেন আছে, তারা যেসব গান করেছে সেগুলো ছাড়া আর কোনো ভালো গানই নাকি নাই! এই যুগে এতো ভালো গান কেউই করতে পারে না। তাদের মতো গলা নাই কারো। কিন্তু এভাবে বললে কি হয়
সঞ্জীব চৌধুরীর গান আমিও শুনি। কিন্তু আমার গান শোনাটা নির্ভর করে মুডের উপর। একেক সময় একেক টাইপ গান ভালো লাগে। এমন বস্তাপচা গানও আমার শোনা হয় যা শুনলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মনে হতে পারে আমার বড় ধরনের প্রবলেম আছে। কিন্তু কি করবো। বিনোদনের মধ্যে এই একটা জিনিসেই বিনোদন নিতে চেষ্টা করি
আপনিও ভালো থাকবেন
৭| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮
শুঁটকি মাছ বলেছেন: http://www.youtube.com/watch?v=5bH_p9giTRc এইটা শুনো।
০৮ ই মে, ২০১৪ সকাল ১১:১৭
চানাচুর বলেছেন: সায়ানের কণ্ঠ আমি ভালো লাগাতে পারিনা। তার চেয়ে তুমি বরং https://www.youtube.com/watch?v=bdYEfDg7tls এটা শোনো। সোলসের গান যে আমার কি ভালোটা লাগে!! যদিও এটা পুরানো গান অনেক।
৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৯
ছবিঘর বলেছেন: ভালো লাগলো
০৮ ই মে, ২০১৪ সকাল ১১:১৮
চানাচুর বলেছেন: ধন্যবাদ
৯| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
Ash৯৪ বলেছেন: Very nice song. Shona hoy ni age. Thank you for sharing miss chanachuurrr.
১৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০৭
চানাচুর বলেছেন: ওয়েল্কাম জনাব
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩২
বৃষ্টিধারা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।