![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর।
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর॥
কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে,
অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর।
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর।
তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে--
বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে।
তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া,
হয় সে আমার অশ্রুজলে সুন্দরবিধুর।
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর॥
Click This Link
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৭
চানাচুর বলেছেন: হুমম সাধারন বুবু!! আমি ভালো আছি। তোমার খবর কিতা?
২| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০২
সাধারন বলেছেন: আমিও ভালো আছিগো ছুডু বাই। তুমারে খুঁইজা পাইয়া ব্যাফক ভাল্লাগলো..
০৮ ই মে, ২০১৪ সকাল ১১:১২
চানাচুর বলেছেন: আমিও তো আমার বাড়িতেই থাকি। তুমাকেই তো খুঁজে পাই না গো বুবু
৩| ১০ ই মে, ২০১৪ রাত ৯:২৬
আমি তুমি আমরা বলেছেন: এটা কি কোন গান?
১২ ই মে, ২০১৪ বিকাল ৩:০০
চানাচুর বলেছেন: জ্বি ভাইয়া, এটা রবীন্দ্রসঙ্গীত। একটা লিঙ্ক দিয়েছি। শুনে দেখেন, ভাল্লাগবে
উল্লেখ করতে ভুলে গেছি। স্যরি :!>
৪| ২০ শে মে, ২০১৪ রাত ২:০০
সাধারন বলেছেন: কথা অবশ্য সত্য,বলগ দিয়া এখন আর আগের মতো ইন্টারনেট চালানো হয়না..
২৬ শে মে, ২০১৪ রাত ১০:০৮
চানাচুর বলেছেন: খেগেগখেকখেক
৫| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
Ash৯৪ বলেছেন: Rabindrasangeet ami kokhono shuni ni, but eta shunlam kebol. Besh bhaloi laglo. Thank you for sharing miss chanachuuuurrrr.
১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৯
চানাচুর বলেছেন: Rabindranath Tagore was a man of many talents... he was the only person to have composed the national anthems of three countries... we should follow him...thanks
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৬
সাধারন বলেছেন: চানাচুর মিয়া,ভালো আছো?
চিনতে পারসো আমারে?