![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
এতদিন জেনে আসছি বয়সে যারা বড় এবং রক্তের সম্পর্ক নাই যাদের সাথে তাদেরকে তাদের বয়স এবং জেন্ডার অনুযায়ী ভাই/আপু/আংকেল/আন্টি ডাকতে হয়। স্বাভাবিকভাবে এভাবেই ছোটরা বড়দেরকে রেস্পেক্ট দেখায়। কিন্তু ইদানীংকালে কতিপয় আধুনিক লোকজনকে ভাই ডাকলেই ছ্যাত করে উঠে বলে, আমি তোমার ভাই হলাম কবে!!
আজকে একজনের কাছে একটা নতুন জিনিস শিখলাম সেটা হলো "বয়েজ রুল"। এই রুল অনুযায়ী আমার বয়সী এক ছেলে তাকে ভাই ডাকতে পারবে কিন্তু আমি পারবো না। আমি
প্রশ্ন করলাম, আমি তাহলে কি ডাকবো? তার উত্তর ছিল, স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেই তো হয় কেমন আছেন! ভাই ডাকার কি দরকার
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫
চানাচুর বলেছেন: কি যে বলবো, এই যুগের পোলাপানের ব্যাপার স্যাপার কিছুই বুঝি না।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০
আমি তুমি আমরা বলেছেন: অ্যাঁ
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
আহমেদ সাব্বির পল্লব বলেছেন:
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
শাহিন আলম পলক বলেছেন: পোস্টটি পড়ে খুব ভাল লাগল।
আজকে আমি নতুন একাউন্ট খুলে একটি পোস্ট দিয়েছি কিন্তুপ্রথম পাতায় আসল না কার কী একটু বলবেন?
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০১
চানাচুর বলেছেন: আপনাকে ব্লগ কর্তৃপক্ষ এখনও নিরাপদ ব্লগার ভেবে উঠতে না পারায় পোস্ট প্রথম পাতায় যাচ্ছে না।
ধন্যবাদ। শুভ ব্লগিং
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
শাহিন আলম পলক বলেছেন: আরেকটা মমস্যা। আমার আইডি লগ ইন করেছি কিন্তু অনেক চেস্টা করেও লগ আউট করতে পারি নাই। কিভাবে লগ আউট করব একটু বলবেন?
২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
চানাচুর বলেছেন: আপনি আপনার ব্রাউজারের হিস্ট্রি, কুকিজ, ক্যাশ আরো যা যা আছে সব ক্লিয়ার করেন ফেলেন, সব জায়গা থেকে লগ আউট হয়ে যাবেন
৬| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:৫৫
Ash৯৪ বলেছেন: Tobe miss chanachuuurrr girls rule o kintu ashe. Jemon srabonty apu ke apu daka jaba na haha.
১৫ ই জুন, ২০১৮ রাত ২:৩৭
চানাচুর বলেছেন: হাহাহা ঠিক বলছো! শ্রাবন্তী আপুর বানানো গার্ল'স রুল
৭| ১৫ ই জুন, ২০১৮ রাত ৩:১০
এলিয়ানা সিম্পসন বলেছেন: ভাই, আপু ডাকা ফালতু। অপরিচিতকে নাম ধরে ডাকেন অথবা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেন, কেমন আছেন!
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
হাসান মাহবুব বলেছেন: এই নিয়মের কথা তো আগে শুনি নাই!