নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

আজগুবি-১৩

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৭

সুবর্ণা মোস্তফাকে আগে আমি ভীষণ অপছন্দ করতাম। এই কারণে না যে উনি বিয়ে করেছেন উনার চেয়ে অনেক অল্প বয়সী একজনকে তাই। উনাকে ভাল লাগতো না কারণ আচরণ অত্যন্ত নেতিবাচক মনেহত আমার কাছে। হেয় করার টেন্ডেন্সি তো আছেই কথার ধরণ শুনলেই বোঝা যায়।
তবে উনার অভিনয় আমার সবসময়ই অসাধারণ লাগে।
এখন কথা হল উনি হচ্ছেন সেলিব্রেটি। আমার আপনার ভাললাগায় মন্দলাগায় উনার যে কিছু যায় আসবে তাও না।
মাঝে রেডিওতে উনার একটা প্রোগ্রাম শুনতাম "সুবর্ণ সময়" নামে। সেখানে কম বয়সী ছেলেমেয়েরা প্রেম ভালবাসা সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান চেয়ে উনাকে ইমেইল/এসেমেস করে থাকে। উনি সমাধান দেন। কিন্তু কথা হল ব্যক্তিগতজীবনে উনি তো সম্পর্কের ব্যাপারে তেমন যত্নশীল কখনোই ছিলেন না। নীতির দিক থেকেও ভাবতে গেলে দেখা যায় উনি বেশ নিচু স্তরের মানুষ। যেমন হুমায়ূন ফরিদীর প্রথম স্ত্রীর সাথে ঘর ভাংগিয়ে উনি তাঁর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরে আবার হুমায়ূন ফরিদীকে রেখে দ্বিতীয় বিবাহ করেছিলেন। এখন কথা হল, যেই ব্যক্তি এমন সব কর্মকাণ্ড করে আসছে সে কিভাবে মানুষকে ভাল উপদেশ দিতে পারবে?? কিন্তু উনি উপদেশ ভালই দেন।

ইদানীংকালে আমার আবার উনাকে ভাল লাগা শুরু হয়েছে। কারণ পৃথিবীর যত আকাম আছে তা করে উনাকে বললে দেখা যায়, কিছুই না টাইপ ভাব নিয়ে উড়ায় দেন। যদিও অনেক বড় সেলিব্রেটি এভাবে বলা ঠিক না কিন্তু উনার এই ভাব ভংগিমা দেখলে মনেহয় উনিও বোধহয় বিশিষ্ট আকাম করা লোক। এই বিষয়টা ভেবেই ভাল লাগে।

রাগ থাকলে যে রোম্যান্টিক হওয়া যাবে না তা না। কিন্তু উনার ওই কাব্যিক সুরে কথা বলা ছাড়া উনার মধ্যে কোন রোম্যান্স খুজে পাওয়া যায় না। বরং মনে হয় খুবই বাস্তববাদী মানুষ। "সুবর্ণ সময়" তে উনার কথা শুনলেও মনে হবে কত গোছালো অথচ উনি হলেন চরম অগোছালো এবং ধামাচাপা দিতে দক্ষ ব্যক্তি।

উনাকে বেশ সুখী মনেহয়। উনাকে দেখে একটা কথাই মাথায় আসে, জীবনে যদি ভাল থাকতে চাও তবে যতই ভেতরে ভেতরে অগোছালো থাকো না কেন সেটা প্রকাশ করো না বরং অস্বীকার করো, চক্ষুলজ্জাবোধ কমাও এবং মুহূর্তের মধ্যে সব ভুলে যাও! :)

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


কি হলো, শিল্পি মিল্পির পেছেন লাগছেন কেন?

মনে মনে ভালোবাসতেন নাকি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

চানাচুর বলেছেন: এক নং কথা হল আপনার কমন সেন্স অত্যন্ত কম এবং দুই নং কথা হল চিন্তাভাবনায় সমস্যা আছে।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫০

সায়েল বলেছেন: চাঁদগাজী বলেছেন:


কি হলো, শিল্পি মিল্পির পেছেন লাগছেন কেন?

মনে মনে ভালোবাসতেন নাকি?


=p~

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

চানাচুর বলেছেন: X(




৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুবর্ণা মুস্তফার অভিনয় অসাধারণ লাগে।

তবে আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে উনার অগোছালো ইমেজটাকে গোছালোভাবে আড়াল করতে পারেন। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

চানাচুর বলেছেন: আমি আসলে বলতে চেয়েছি উনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আপনাকে ধন্যবাদ :)

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬

বিজন রয় বলেছেন: তার অভিনয় ভাল লাগে। অনেক পছন্দও করতাম। কিন্ত চরিত্র.................??

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

চানাচুর বলেছেন: চরিত্র ভাল কিনা খারাপ তা ওভাবে বলা যায় না। তবে যেটা ইচ্ছা হয় সেটাই করেন এবং ভুলে যান এই বিষয়টা ভাল লেগেছে। এরকম হতে চাই। :(

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পর্যবেক্ষন সঠিক। উনি শিল্পী হিসেবে দুর্দান্ত। তবে ব্যক্তিজীবন নিয়ে আসলে পছন্দ করার তেমন কোন কারন নেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

চানাচুর বলেছেন: ভাল লাগাতে হবে। এমন মনোভাব থাকলে কখনো কেউ খারাপ থাকে না। ইচ্ছা হল খুব আগ্রহ দেখালাম, দুইদিন পর সব কিছু ভুলে গিয়ে বললাম, না না কিছুই না :)

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: সায়েল বলেছেন: চাঁদগাজী বলেছেন:
কি হলো, শিল্পি মিল্পির পেছেন লাগছেন কেন?
মনে মনে ভালোবাসতেন নাকি?


সেই ৫২ সাল থেকে তোমাকে এই অপবাদ শুনতে হচ্ছে। হাহা!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

চানাচুর বলেছেন: :| :|

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ফার্স্ট!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

চানাচুর বলেছেন: yes B-)


thanks B-))

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

বিপরীত বাক বলেছেন: দুর্দান্ত একজন অভিনেত্রী।
অসাধারণ বক্তা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

চানাচুর বলেছেন: ধন্যবাদ পোস্ট পড়ার জন্য :)

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২

আরজু পনি বলেছেন: জীবনে যদি ভাল থাকতে চাও তবে যতই ভেতরে ভেতরে অগোছালো থাকো না কেন সেটা প্রকাশ করো না বরং অস্বীকার করো, চক্ষুলজ্জাবোধ কমাও এবং মুহূর্তের মধ্যে সব ভুলে যাও! ... দারুণ! পুরাই কোট করার মতো কথা বলেছেন ।

চানাচুররর...আপনি চাঁদগাজীর কথায় খেপলেন ক্যান? হাহাহাহাহাহা
বরং মজা নিতে পারেন ;)
উনিতো আপনারে বুঝতে পারেনাই :P =p~

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২

চানাচুর বলেছেন: আমি যদি আসলেই ছেলে হতাম তাও তো উনার বলার কথা না যে আমি প্রেমে পড়ছি তাঁর! কারণ উনি অনেক বড়। আব্বুরা যখন ইউনিভার্সিটিতে পড়ত তখন উনিও পড়তেন তাই বলছি যে উনার চিন্তাভাবনায় সমস্যা আছে। আর প্রোফাইলে মেয়ে পুতুলের ছবি তাও দেখে কেন বুঝলেন না যে আমি মেয়ে তাই বলেছি উনার কমন সেন্স কম। রাগ টাগ কিছু করিনি তো আপা :| :| শুধু ইমো দেইনি।

আপনাকে ধন্যবাদ :)

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

প্লাবন২০০৩ বলেছেন: অযথাই একটা লেখা। কারও ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে লেখা কি "সামু" সমর্থন করে?
অভিনেত্রী হিসেবে সূবর্ণা মোস্তফার অভিনয়ের খুঁত বিষয়ক লেখা হলেও ভালো লাগত। কিংবা তার উপদেশের কোন অসংলগ্নতা উল্লেখ থাকলে।
আমি শুধু আমার মতামত টুকু দিয়ে গেলাম। এর মধ্যে কারও প্রতি ব্যক্তিগত আক্রোশ বা একচেটিয়া সমর্থন কিছুই নেই।
ধন্যবাদ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

চানাচুর বলেছেন: জ্বি আমি এটা জানি :) সামু এরকম পোস্ট কখনোই সমর্থন করে না। তাই আপনার প্রতি আমার বিনীত আবেদন থাকলো দয়া করে আপনি আমাকে ব্যান করতে মডুদের কাছে ইমেইল করুন। একটু অনুতসাহিত হওয়া দরকার আমার। তাহলে আর ব্লগে আসবো না :)

ধন্যবাদ আপনাকে :)

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২

গেম চেঞ্জার বলেছেন: হাসান মাহবুব বলেছেন: সায়েল বলেছেন: চাঁদগাজী বলেছেন:
কি হলো, শিল্পি মিল্পির পেছেন লাগছেন কেন?
মনে মনে ভালোবাসতেন নাকি?



B-))

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

চানাচুর বলেছেন: X(

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৯

প্লাবন২০০৩ বলেছেন: "লেখক বলেছেন: জ্বি আমি এটা জানি :) সামু এরকম পোস্ট কখনোই সমর্থন করে না। তাই আপনার প্রতি আমার বিনীত আবেদন থাকলো দয়া করে আপনি আমাকে ব্যান করতে মডুদের কাছে ইমেইল করুন। একটু অনুতসাহিত হওয়া দরকার আমার। তাহলে আর ব্লগে আসবো না :)

ধন্যবাদ আপনাকে :)"

-ভাই, ব্যান করতে অনুরোধ করব কেন? আমরা একই ছায়াতলে কয়েকজন ব্লগার, কয়েকজন পরমাত্মীয়। আপনি আপনার কথা লিখেছেন, আমি আমার মতামত দিয়েছি। ব্যস।

নাকি শুধু আপনি আপনার কথাই লিখে যাবেন আর আমরা পড়েই যাব? যদি তা'ই চান, তা'ও সই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০২

চানাচুর বলেছেন: আপনি এত মন খারাপ করে কমেন্টটা দিলেন তাই ভাবলাম ব্যান করতে অনুরোধ করলে আপনি শান্তি পাবেন। আর তাছাড়া মন খারাপ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। প্রিয় সেলিব্রেটিকে নিয়ে এরকম কথা শুনলে আমারো রাগ হয়। পোস্ট দেওয়ার শুরুতে ভেবেছিলাম তাই নাম উল্লেখ না করে দিব, পরে লিখে আর আলসেমি করে এডিট করা হয়নি

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

আরণ্যক রাখাল বলেছেন:
উনাকে বেশ সুখী মনেহয়। উনাকে দেখে একটা কথাই মাথায় আসে, জীবনে যদি ভাল থাকতে চাও তবে যতই ভেতরে ভেতরে অগোছালো থাকো না কেন সেটা প্রকাশ করো না বরং অস্বীকার করো, চক্ষুলজ্জাবোধ কমাও এবং মুহূর্তের মধ্যে সব ভুলে যাও[/sb
চরম বচন

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৪

চানাচুর বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল ব্রাদার :)

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২

প্লাবন২০০৩ বলেছেন: ভাই @চানাচুর, উনি আমার মোটেই প্রিয় সেলিব্রেটি নন X((
আপনি যে ধরণের কথা বলেছেন তা গীবতের পর্যায়ে চলে আসে। এই খানটাতেই আমার খারাপ লেগেছে। আমার দ্বারাও যে গীবত হয়ে যায় না, তা না। তবে সরাসরি গীবত টাকে পাশ কাটিয়ে যাই, একই সাথে গীবত শ্রবণ করাটাকেও পাশ কাটিয়ে যাই।

আপনার লেখাটা সম্পূর্ণ পড়ে ফেলেছি, তাই কস্ট পেয়ে কমেন্ট টা লিখেছিলাম। উনার মত হাজারো মানুষ যদি আরও লক্ষাধিক খারাপ কাজ করে (ব্যাক্তিগত), আমার কিছু আসে যায় না। কারও কিছু আসে যায় না। মাঝখান দিয়ে আমরা অযথাই বিশাল একটা গুনাহের কাজ করে ফেলছি।

জানি, বিষয়টা ধর্মীয় হয়ে যাচ্ছে। তারপরও, ধর্মীয় ছায়াতলেই আছি যে?

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পোস্ট আমার যেমন তেমন কমেন্ট হইলো সেরা!
ভাই প্রথম মন্তব্য আর তার উত্তর পইড়া হাসি যে থামাইতারি না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.