নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

আজগুবি-১৬

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৫

ভাল কাজের বুয়া হওয়ার অন্যতম পূর্বশর্ত হল সব কাজ করে যেতে হবে। ছুতা নাতা যে যা বলে সব করে যেতে হবে কিন্তু কাউকে কিছু বলা যাবে না, কোন অভিযোগ করা যাবে না। যে বুয়া যত ঘাপ্টি মেরে থাকতে পারবে, সে ততো ভাল হবে। খুব যদি কারো কাছে অভিযোগ জানাতে ইচ্ছা করে তবে যার সম্পর্কে অভিযোগ জানাতে ইচ্ছা হবে তার অতি অতি দূরের মানে চেনেও না এমন কাউকে জানাতে হবে।
তারপরেও বুয়াদের উপর আমরা নির্ভরশীল। অভিযোগের কথা ভেবে যতই ছ্যাতছ্যাত করে উঠিনা কেন শেষ পর্যন্ত বুয়া ছাড়া দিশেহারা হতে হয়। ঘরের ছেলে আমরা, আমাদেরকে ঘরেই ফিরে আসতে হয়।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
নামকরন পুরাই স্বার্থক, আমি পুরাই তাজ্জব হৈসি! :|
আপনার পোস্টের চেয়ে আমার কমেন্ট বড়! :D

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৭

চানাচুর বলেছেন: এভাবে লজ্জা দিবেন না। এমনিতেই বয়স হয়েছে, ব্লগ ফেইসবুক এগুলো করা মানায় না কিন্তু তাও মাঝে মাঝে আসি :(

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
এইজ ইস জাস্ট অ্যা নাম্বার!
গুরু এরশাদের দীক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেন না, আফসোস /:)

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৫

চানাচুর বলেছেন: "নাম্বার" বলতে শুধু একটা জিনিসই বুঝি ভাই। এই বয়সে নতুন করে বেশি জিনিস মাথায় নেওয়া পসিবল না :(

৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৭

ইমরাজ কবির মুন বলেছেন:
কি আর করা তাইলে। দিন গুনেন || :-<

৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩২

চানাচুর বলেছেন: কবরে এক পা দিছি আমি। আপনি আপনার দিন গুণেন /:)

৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৭

ইমরাজ কবির মুন বলেছেন:
বয়স হয়নাই বলে স্কুলে ভর্তি করায়নাই, গুনতে পারিনা :-B

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০৬

চানাচুর বলেছেন: অসুবিধা নাই। আসেন কবরে পাঠাই দেই আপনাকে B-)

৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

বিজন রয় বলেছেন: কাজের মেয়ে রাখার দরকার কি?

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১২

চানাচুর বলেছেন: সব জায়গাতে কিছু মানুষ ফাঁকি দিয়ে ফাপড় বাজী করবে আর কিছু মানুষ বুয়ার ভূমিকা পালন করবে, এটাই স্বাভাবিক

৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বয়সের সাথে ফেসবুক, ব্লগিং করা যাবে না!!! এটা তো প্রথম শুনলাম।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩

চানাচুর বলেছেন: আমিও :|

১০| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩

রাজসোহান বলেছেন: ঢাকায় ভালো কাজের বুয়া কোনদিন পাইছি বলে মনে পড়ে না। বুয়া যেভাবে রান্না করে দিসে সেভাবেই খাইছি বিনা বাক্য ব্যায়ে /:)

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০

চানাচুর বলেছেন: সবই কপাল :(

১১| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: চানাচুর বলেছেন: এভাবে লজ্জা দিবেন না। এমনিতেই বয়স হয়েছে, ব্লগ ফেইসবুক এগুলো করা মানায় না কিন্তু তাও মাঝে মাঝে আসি :(

=p~ =p~ =p~

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

চানাচুর বলেছেন: :(

১২| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭

আমি তুমি আমরা বলেছেন: অনেককাল আগে বুয়া নিয়ে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। গৃহসুখ প্রাইভেট লিমিটেড। লেখাটা পড়ে হঠাত ওই নাটকের কথা মনে পড়ে গেল।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

চানাচুর বলেছেন: আমি কিন্তু এটা কিছু ভেবে লিখিনি। ওই দিন প্রচণ্ড মাথা গরম ছিল তাই এটা লিখে কিছুটা রাগ মিটিয়েছি আরকি :P :P

১৪| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯

চানাচুর বলেছেন: কোন বুয়ার উপরও রাগ করে লিখিনি @আম্রাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.