নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

আজগুবি-১৮

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮

আগে কিছু ক্ষেত্রে অনেক সাহসী ছিলাম। যেমন অনলাইনে যেসব মানুষ তাদের আসল পরিচয় দেয় না তাদেরকে নিয়ে আমার বিশেষ মাথা ব্যাথা ছিল না। বয়স কম ছিল, ভাবতাম, আমার সাথে তো সে খারাপ কিছু বলছে না তাই আমি কি করব সে কে, কোথায় থাকে এসব দিয়ে! ২০১২ সালের দিকে আমার এইরকম টাইপ একজনকে নিয়ে একটা চরম উচিত শিক্ষা হয়েছিল। তারপর আমি আর দুইবার বেলতলায় যাইনি। আমি এই ধরণের লোকজনকে অনেক ভয় পাই। ২০১২ সালের ওই ব্যক্তি কে এখনো জানিনা। সে একজন পুরুষ সে ব্যাপারে ৮০% নিশ্চিত এবং আমার খুব কাছের একজন সেটাও নিশ্চিত।

আপনার হয়ত আমার কথা শুনে হাসি পেতে পারে কিন্তু এই ধরণের মানুষগুলো খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ধীরে ধীরে কখন যে কিভাবে আপনার ক্ষতি করবে করবে তা আপনি নিজেও জানবেন না। যখন বুঝবেন এবং ধরতে যাবেন তখন তাদেরকে খুঁজেও পাবেন না। এরা হল স্লো পয়জনের মত।

আমার সাথে কেউ আন্তরিকতা নিয়ে কথা বলতে আসলে আমিও যথেষ্ট আন্তরিকতা দেখাই। কিন্তু প্রথমবার বেলতলায় যাবার পর পরিচয় গোপন করা এই ধরণের মানুষকে আর সহ্য করতে পারিনা। কেউ নিজের সঠিক নাম পরিচয় ফোন নাম্বার দিতে গিয়ে কোন রকম নখরামী করতে দেখলেই মনেহয় এইটার মধ্যে ঘাপলা আছে। যদি এমন হয় আমি একজনের সাথে ব্যক্তিগত কোন বিষয় নিয়ে আলাপ করছি না অথবা তার সাথে শুধু মজা করেই চ্যাট করছি, সেক্ষেত্রেও তাকে ভাল ভাবে জানা আমার জন্য অত্যাবশ্যক। কারণ মজার্চ্ছলেই সে আমার ফেবুতে অথবা ব্লগে কমেন্ট করবে তখন অন্যান্য সবাই ভাববে তার সাথে আমার দহরম মহরম। এরপরে সে আমার বন্ধুদের নির্বাচন করে খাতির জমানো শুরু করবে। আস্তে আস্তে কখন কিভাবে আমাকে কোথা থেকে কোথায় নামিয়ে আনবে যা সবসময় ধারণার বাইরে থাকবে।

২০১২ সালের উনার মুখে একটা সাধারণ গালি লেগে থাকত সেটা হল "হারামজাদা"। পরে যার সাথে পরিচয় হয়েছিল, কিন্তু বেলতলায় যাবো না বলে পাত্তা দেইনি সে আমাকে গত পরশু গালি দিল "গিরগিটি" বলে! :|

গুছিয়ে লিখতে পারিনা কিন্তু আশা করি উনারা আমার এই পোস্টটি পড়বেন এবং তারা কে "গিরগিটি" এবং আর কে "হারামজাদা" এই পোস্টটা পড়ার মাধ্যমে নিজেদের সম্পর্কে ধারণা লাভ করবেন :)

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮

আপনার আপন বলেছেন: unlike truth

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৯

চানাচুর বলেছেন: Thank you :)

২| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫

হাসান মাহবুব বলেছেন: হাহা!

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২১

চানাচুর বলেছেন: :) :)

৩| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৯

নয়ন বিন বাহার বলেছেন: মজা তো............

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২২

চানাচুর বলেছেন: আমার জন্য দুঃখের ছিল :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.