![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
সুখের মাঝে তোমায় দেখেছি,
দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ’রে।
হারিয়ে তোমায় গোপন রেখেছি,
পেয়ে আবার হারাই মিলন-ঘোরে।
চিরজীবন আমার বীণা-তারে
তোমার আঘাত লাগল বারে বারে,
তাই তো আমার নানা সুরের তানে
তোমার পরশ প্রাণে নিলেম ধ’রে।
আজ তো আমি ভয় করি নে আর
লীলা যদি ফুরায় হেথাকার।
নূতন আলোয় নূতন অন্ধকারে
লও যদি বা নূতন সিন্ধুপারে
তবু তুমি সেই তো আমার তুমি,
আবার তোমায় চিনব নূতন ক’রে।"
https://m.youtube.com/watch?v=rTDiCHGP9g0
জানি এ যুগের অনেক ব্লগার গানের পোস্ট দিলে বিরক্ত হয়। কিন্তু একটা সময় যখন ফেইসবুক অতটা প্রচার প্রসার লাভ করেনি, তখন আমরা ব্লগাররা ইস্নিপ্সে গান আপ্লোড করে ব্লগে শেয়ার দিতাম। পরে মিডিয়াফায়ার আরো কি কি যেন আসছিল।
যাই হোক, গানটা শুনবেন আর কারো কথা ভাববেন। সুখের মাঝে কাকে দেখেছিলেন আর দুঃখে কাকে প্রাণ ভরে পেয়েছিলেন। প্রতিটা মানুষের জীবনে কেউ না কেউ আছে এমন। আমার জীবনেও যদিও আছে এমন কয়েকজন। একজনের সাথে দেখা হয়নি এখনো স্কাইপ ব্যাতীত আর আরেকজন আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। রোম্যান্টিক সেন্সে ভাবার দরকার নেই। এম্নিই শুনবেন আর ভাববেন
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৩
চানাচুর বলেছেন: সামুর মাথা নষ্ট
২| ০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
আচ্ছা একটা প্রশ্ন সিনিয়র,
প্লিজ মাইন্ড খাবেন না।
আপনি বোম্বে চানাচুর না রুচি চানাচুর?
আই লাভ অ্যানি চানাচুর সো দ্যাট আস্কিং!
১ নং কমেন্টে সেই লেভেলের বিনোদন দিলেন গানটা হাইলেভেলের ক্লাসিক। শুরুটা শুনলে ঘুম আসে আবার একটু পরের টুংটাং জেগেও তুলছে। গানের লিরিক বেশ সুন্দর। তবে গায়কটা বলদ খালি
ধিরেএএএএএএএএএএএএএ
দেএএএএএএএএএএএএএএএ
এএএএএএএএএ নানাহেএএএএএএএ
রেএএএএএএএএএএএএএএ
মেএএএএএএএএ
করছে।
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৭
চানাচুর বলেছেন: আমি প্রাণ চানাচুর খেতে ভালবাসি ব্রাদার। কিন্তু প্রাণ চানাচুর সব জায়গায় পাওয়া যায় না। স্বপ্নতে, মিনা বাজারে পাওয়া যায় আমি চানাচুর খাইনা এখন আর, ভাল হয়ে গেছি। এখন আমার খিদা লাগলে বাটার বান খাই। আপনি কি খান? আপনার কমেন্টটা খুব মজার। আপনি অনেক মজা করে কথা বলেন। আপনার লেখাও পড়ে এসেছি। ভাল লেগেছে। ভাল থাকবেন। বেড়াতে আসবেন মাঝেমাঝে
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫২
চানাচুর বলেছেন: একি দুইটা ভিড্যু আসছে কেন