নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকলে বড় হবো....

চারাগাছ

চারাগাছ একদিন ডালপালা ছড়াবে.....

চারাগাছ › বিস্তারিত পোস্টঃ

সাত মসজিদ রোডের গাছ কাটা হচ্ছে , স্বপ্নবাজ সৌরভের ছেলেটা কি জানে?

১৩ ই মে, ২০২৩ রাত ১:৩৩


"গাছ কেটে ফেলা হবে শুনে যে ছেলেটা ফুঁপিয়ে উঠে সেই ছেলেটার জন্য এই পৃথিবীটা সহজ জায়গা নয়। যুদ্ধ , বিগ্রহ , ইউক্রেন -রাশিয়া আর ভয়াবহ মানবিক বিপর্যয়ের মাঝে সামান্য 'গাছের স্মৃতি' নিতান্তই মূল্যহীন এই অবিশ্বস্ত পৃথিবীর কাছে।"
সুত্রঃ বাবা..বাবা কেন এমন হয় ?


প্রচন্ড গরম পড়ছে এবার। সমস্ত রেকর্ড ভেঙ্গে দিচ্ছে। অসহনীয় অবস্থায় অসহায় বলা চলে। টেম্পারেচার ৪১ ডিগ্রী হলে অনুভূত হচ্ছে আরো বেশি। কারণ হচ্ছে গরম বাতাস। ঢাকা শহরে শীতল বাতাস কোথায়? শীতাতপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স, বহুতল কর্পোরেট অফিস, রেস্টুরেন্ট, প্রাইভেট হাসপাতাল।
না, শীতল বাতাসের অভাব নেই। ঠিকই তো।
শীতল বাতাস পেতে হলে আপনি সেখানে যেতে পারেন। শরীর ঠান্ডা করতে পারেন। সামর্থ্য থাকলে নিজের ঘরে শীতাতপ নিয়ন্ত্রনের মেশিন লাগাতে পারেন। সেটা আপনার ঘরকে শীতল করবে আর পরিবেশ কে করবে গরম। তাতে আপনার কি?

ঢাকা শহরে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। সৌন্দর্য বর্ধন মানে কোথাও ধুলো থাকবে না, মাটি থাকবে না, বৃষ্টির পানি থাকবে না, কংক্রিটের সান বাঁধানো মেঝে আর দেয়ালে পরিপাটি নগরী, চকচকে শহর।

এমন সুন্দর চকচকে শহর অনেকেই চায়। গাছ প্রকৃতি বৃষ্টি এগুলো হচ্ছে মায়া আর আবেগ। আর ইট কংক্রিটের প্রলেপ হচ্ছে যুক্তি, দারুণ আধুনিকতার পরিচয়। এইসব যুক্তি প্রগতি এগিয়ে চলে। মায়া আর আবেগ পৃথিবীকে পিছিয়ে দেয়।

তবে ব্যতিক্রম আছে কেউ কেউ। যদিও দিন দিন সেই সংখ্যা কমছে। আরো কমবে। সেই কম সংখ্যক মানুষের মধ্যে বিষাদময় ব্লগার স্বপ্নবাজ সৌরভ বাচ্ছা ছেলেটার কথা মনে পড়লো। তবে ইতিমধ্যেই অনেকেই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে। সেই রাস্তায় দাঁড়ানো মানুষ গুলো যখন ছোট ছিল তখন গাছ কাটা হবে শুনলে স্বপ্নবাজের তিন বছরের ছেলেটার মত নিশ্চয়ই কাঁদতো। আর স্বপ্নবাজের ছেলেটা যখন বড় হবে তখন নিশ্চয়ই গাছ কাটার প্রতিবাদে রাস্তায় দাঁড়াবে।

সামান্য 'গাছের স্মৃতি' নিতান্তই মূল্যহীন হলেও আসলে মূল্যহীন নয়।
অবিশ্বস্ত পৃথিবীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে 'মায়া' ।এই মায়া পৃথিবীকে অনেক দিন বাঁচিয়ে রাখবে।

ছবিঃ ইন্টারনেট








মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৩ দুপুর ১:৫৮

মিরোরডডল বলেছেন:



সেই মায়া এখন সবচেয়ে দুর্লভ।
মায়া মমত্ববোধ থাকলে অনেক কঠিন সমস্যার সমাধান হয়ে যায়।

প্রিয় সাতমসজিদ রোডে কত যে স্মৃতি!
একসময় ওখানে চারপাশে অনেক সবুজ ছিলো।
ডিভাইডার গুলোতেও ছিলো। এবার গিয়ে দেখলাম ওগুলোর করুণ অবস্থা।
কালের আবর্তে এখন আর সেগুলো নেই।
গাছপালা রেখেও একটা সিটিকে মডার্ন রূপ দেয়া যায়।
ইচ্ছে এবং প্রপার প্ল্যানিং এর অভাব।
আর ওই যে মায়া, সেটাতো তলানিতে পৌঁছে গেছে।

হ্যাঁ সৌরভকে অনেকদিন দেখছি না।
হোপ সে ভালো আছে।



১৪ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

চারাগাছ বলেছেন:
অনেক ধন্যবাদ মিরোরডডল।
গাছকাটা কাদের মাথা থেকে আসে জানা নেই।
কে প্ল্যানিং করে সেটাও বোধগম্য নয়।

স্বপ্নবাজ সৌরভ অনেকদিন নেই।
আমি তার পোষ্ট গুলো বোঝার চেষ্টা করি।
শেষ পোষ্টে 'ঝাপসা' কবিতা লিখেছে।
নিশ্চয়ই কোন ব্যাপার আছে।
আশাকরি ভালো আসেন। যতদূর জানি উনি ব্লগারদের সাথে যোগাযোগ রাখেন।

২| ১৩ ই মে, ২০২৩ দুপুর ২:০৪

মিরোরডডল বলেছেন:




প্রথম পাতায় এখনও পোষ্ট যায়না, এটা সামু এডমিনকে ইমেইল করলে ওরা ঠিক করে দিবে।
আমি দেড়বছর পর যখন ইমেইল করেছিলাম, তখন সাথে সাথে দিয়ে দিলো।
বলেছিলো আরে আগে ফলো আপ করলে হয়তো হয়ে যেতো।

ইমেলটা করে কাভার পোষ্টে একটা মন্তব্য দিয়ে আসবে যে এক্সেসের জন্য ইমেইল করা হয়েছে।
আই হোপ দিজ টাইম উইল ওয়ার্ক।

পোষ্ট করলে কে পড়বে মানে? আমরা পড়বো।

১৪ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

চারাগাছ বলেছেন: মেইল করবো । দেখা যাক কি হয়।

৩| ১৩ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

গেঁয়ো ভূত বলেছেন: গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে চমৎকার লিখা উপহার দিয়েছেন! চলতে থাকুক অবিরাম। পোস্ট এ ++

১৪ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:১০

চারাগাছ বলেছেন: অনেক ধন্যবাদ আমাকে খুঁজে পড়ার জন্য।
স্বপ্নবাজ সৌরভের ঐ পোষ্টে তাঁর ছেলের কথা বুকে বিঁধেছে।

৪| ০৬ ই জুন, ২০২৩ ভোর ৪:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
গাছকাটা নিজের চোখে দেখেছি। চুপ করে দাঁড়িয়েছিলাম।
একবার ভাবলাম ছেলে কে নিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়াই
তাতে লেখা থাকবে - পৃথিবীতে শান্তি রক্ষিত হোক।


আপনি আমাকে স্মরণ করছেন। ধন্যবাদ জানাই।

০৯ ই জুন, ২০২৩ রাত ২:০১

চারাগাছ বলেছেন:
হ্যা আমি আপনাকে স্মরণ করেছিলাম।

ছেলে কেমন আছে?
আর বাবা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.