নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নব্বই দশকটা দারুণ ছিল। আমি নব্বই দশকের মানুষ। মানে নব্বই দশকটা উপভোগ করার মত বয়স ছিল। ৯২ তে হাইস্কুল। তাই এই দশকের ১০ টা বছর দারুণ ভাবে উপভোগ করেছি। যদিও আমি তেমন স্মৃতিচারক বা কাতর নয় তবু কারো স্মৃতি পড়তে ভালো লাগে। আমার জানামতে এই ব্লগের স্বপ্নবাজ সৌরভ ৯০ দশকের মানুষ। তিনি চাইলে দারুণ সব স্মৃতিচারণ করতে পারেন। আমি পারিনা , তাই একটা পোষ্ট শেয়ার করলাম। লেখা হয়েছিল ২০১১ সালে। সেই সময়টাকে কেন সোনালী সময় বলা হয় সেটা পোষ্ট আর মন্তব্য পড়লেই বুঝতে পারবেন। চাইলে মন্তব্য করে আসতে পারবেন। আমার বিশ্বাস মন্তব্য করতে আপনার ইচ্ছা হবে। তখন আমাদের টিভি ছিল না। টিভি এলো ১৯৯৮ এর দিকে। টিভি দেখতে যেতাম এর ওর বাড়িতে।
সেই কোকাকোলা আর পেপসির বিজ্ঞাপন, ঝাঁকড়া চুলের মডেল ফয়সালের জন্য কেন জানি মনটা খারাপ হলো। অদ্ভুত বিষন্নতা। কেন হয় কে জানে। হয়তো স্বপ্নবাজ সৌরভ বলতে পারবেন।
আসুন কিছু খুঁজে ফিরি।
ছবিঃ ফেসবুক
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৪
চারাগাছ বলেছেন:
উনার সাথে আমার যোগাযোগ আছে।
তবে কোনদিন কথা হয়নি, দেখা হয়নি। ব্লগের বাইরে টেক্সট আদান প্রদান হয়নি।
কিন্তু আছে। ঐযে বললেন, মুদ্রার এপিট ওপিঠ। সম্ভবত না। হয়তো অজান্তেই একই পথে হেঁটেছি কখনো।
ধন্যবাদ সারমর্ম।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৫
এইচ তালুকদার বলেছেন: আমার জন্ম ১৯৯৩ সালে, ৯০ এর দশকে শৈশব কাটিয়েছি।৭৫ টাকা কেজি গরুর মাংস, শুধুমাত্র ইদ এলেই নতুন জামা জুতো। একটু সিনিয়রদের হাতে মাসুদ রানা তিন গোয়েন্দা, টাইট জিন্স প্যান্ট, বেবী ট্যাক্সি, ছোট চাচার বিয়ে, বাংলাদেশের পাকিস্থান বধ খুব শীতের মধ্যে কুরবানীর ঈদ,টিভিতে আজ রবিবার দেখা ৯৮ ফুটবল বিশ্বকাপ এর প্রথম খেলার দিন বাসায় ২১'' সনি রঙ্গিন টিভি আসা আমেরিকা থেকে আসা সমবয়সীর মুখে আমেরিকার গল্প শুনে আমেরিকার প্রেমে পড়ে যাওয়া,নিজের সুন্নতে খৎনা ঢাকা থেকে সাভার যেতে রাত হয়ে যাওয়া আর সাগর লঞ্চে চড়ে বরিশালে মামার বাড়ি যাওয়া এগুলোই মনে পড়ছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:২৪
চারাগাছ বলেছেন:
৯০ দশক একটা মায়া।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৫
কামাল১৮ বলেছেন: আমরা ছিলাম ষাটের দশকের তারণ্য।তখন জীবন ছিনো অন্য রকম।সমাজতন্ত্র ছিলো আমাদের আলোচনার প্রধান বিষয়।কলেজের সমমনাদের সাথে ঘন্টার পর ঘন্টা এই আলোচনা।এসব হলো আমাদের অতীত স্মৃতি।যা আজ কারো কাছে ভালো লাগবে না।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:২৬
চারাগাছ বলেছেন: আপনি পোড় খাওয়া লোক। অভিজ্ঞ লোক।
সবদিক বিবেচনা করে 'দ্বায়িত্বশীল ব্লগারে'র তালিকায় আপনার নাম উল্লেখ্য করেছি।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
লিংকে গিয়ে পড়লাম আর মন্তব্যগুলো পড়ে মনে হলো ৯০ দশক আসলেই অন্যরকম। মনে পড়ে আলিফলায়লা ও সিনবাদ ও রোবকপ এর কথা।
সবগুলো বিজ্ঞাপনই দেখা হয়েছে। তানিয়ার একটা বিজ্ঞাপন ছিল সাগর পাড়ে শাড়ি পড়া আর একজন তার ছবি আকছে। কোকলা নুডলস এর
খেলা ধুলা আরনা
চল গিয়ে দেখি মা রাধছে কি
ও নুডলস, কোকলা নুডলস....
মধুমতি লবনের বিজ্ঞাপন, লাক্সের বিজ্ঞাপনে বিপাশা, শমী, মিমির উপস্থিতি
জেমস জেমস কোকলা জেমস............
জাপ কেডস এর বিজ্ঞাপন দেখে আমরা সবাই সেটা কিনার জন্য অস্থির ছিলাম।
নোবেল মৌ জুটির কেয়া বিজ্ঞাপন গুলো ছিল তুমুল জনপ্রিয়।
নায়িকাদের মধ্য শাবনূর মৌসুমীর শাড়ির বিজ্ঞাপন ছিল নজরকারা।
আরও অনেক কিছু মনে পড়ে গেল।++++
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:২৮
চারাগাছ বলেছেন: জাম্প কেডসে লাল লাইট জ্বলতো।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: জাম কেডস হবে।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:২৯
চারাগাছ বলেছেন: হমম জাম্প কেডস।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ ভালো আছেন তো?
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৩০
চারাগাছ বলেছেন: উনার সাথে যোগাযোগের মাধ্যম আমার জানা নেই।
কোথাও যেন মেইল এড্রেস দিয়েছিলেন।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: সৌরভ ভালো আছেন। কিন্তু ব্লগে কেন আসছেন না জানি না।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৩০
চারাগাছ বলেছেন: আপনার সাথে যোগাযোগ আছে?
উনার ছেলে এমন আছে?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৩
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার সাথে স্বপ্নবাজের যোগাযোগ আছে? কেমন আছেন তিনি সবমিলিয়ে? আপনারা তো মুদ্রার এপিঠ -ওপিঠ।