নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Candle in the Wind

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

মেহরাব শাহরিয়ার

তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবনা কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙ্গিবনা।

মেহরাব শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

৯০ দশকের বিটিভি পর্দার বিজ্ঞাপনো-পিডিয়া

৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:২৪



"যেখানে আছে ফুল , সুগন্ধ সেখানেই.......

স্কুল থাকলে , হোমওয়ার্ক থাকবেই......

ড্রামের তালে আছে ছন্দের খেলা....

যেখানে আনন্দ , সেখানে কোকা-কোলা......

কোকা-কোলা ....."





"আকাশে তারা জ্বলবে, পাখিরা গাইবেই

সবার জীবনে তৃষ্ঞা থাকবেই

তৃষ্ঞা মেটাতে এইতো আসল ......

আনন্দ সবসময়

কোকা কোলা........"



ঠিকই ধরেছেন ।

৯৫ কি ৯৬ সালে বিটিভিতে প্রচারিত কোকাকোলার দারুণ জনপ্রিয় জিংগেল।



আরেকটু পেছনে, আমার প্রাইমারী স্কুল তথা শৈশবে জীবনে ফেরা যাক। ৯৪ এর জানুয়ারী, ভীষণ শীত , অথচ আমি অস্থির হয়ে আছি কোকা-কোলার তৃষ্ঞায় । কেবল আমার মত প্রাইমারী স্কুলের স্টুডেন্টরাই না , সেবার শীতে কোকা-কোলা তৃষ্ঞায় কাতর হয়ে রইল সারা দেশ। বাংলাদেশের ইতিহাসে কোকা-কোলার সেই মার্কেটিং প্রমোশনকে সম্ভবত আর কেউ কখনও ছাড়িয়ে যেতে পারেনি।



৯৩/৯৪ এর সেই বৈপ্লবিক কোকা-কোলার টিভি বিজ্ঞাপনে মডেল সিনেমার খলনায়ক জাম্বু। বিজ্ঞাপনে দেখা যায় আরব্য রজনীর দৈত্য জাম্বুর কাছে গাড়ি চাইছে এক তরুণ। দৈত্য জাম্বু তাকে কোকা-কোলা খেতে বলে ।



রুপকথা নয় , সত্যিই সত্যিই। কোকা-কোলার ২৫০ এমএল বোতলের ছিপির ভেতরে স্ক্র্যাচ করলেই কপালে মিলতে পারত ৬ টি মারুতি গাড়ি , একাধিক মোটর সাইকেল সহ নানা ধরণের অসংখ্য পুরস্কারের যে কোন একটি। আমার ভাগ্যটা অবশ্য সু=প্রসন্ন হয়নি মোটেও। টিফিনের টাকা তিলে তিলে জমিয়ে খাওয়া কোকে সর্বোচ্চ দু'টাকা পেয়েছিলাম একবার।



বাংলাদেশে তাবানী বেভারেজের বিদায়ের সাথে সাথে কাঁচের বোতলে 'লিটার কোকও বিদায় হয়ে যায। কাঁচের বোতলে লিটার কোকের স্মৃতি ধরে রাখা আছে এই বিজ্ঞাপনে:







তাবানী বেভারেকের কোকের চিরপ্রতিদ্বন্দ্বী পেপসির নিয়ন্ত্রণভার তখনও ট্রান্সকমের অধীনে আসেনি। বাংলাদেশ বেভারেজের পরিচালনায় পেপসি বিশ্বের অন্যান্য জায়গার মত ,সবসময়ই তাদের বিজ্ঞাপনে তারুণ্যকে উপস্থাপন করত ।ঘরে এসে রাত-দুপুরে পেপসি চেয়ে বসা তন্বী-তরুণীর আব্দার মেটাতে গিয়ে গায়ক শুভ্রদেবের সুপার হিরো হয়ে ওঠা বিজ্ঞাপনটি এবং তার ডায়ালগ সেসময় ভীষণ জনপ্রিয় হল ।



তারও আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করা পেপসির এই বিজ্ঞাপনটি সম্ভবত বেশ কয়েকবছর সমানভাবে জনপ্রিয়তা ধরে রাখে ।







আপনি যদি সেসময়কার প্রজন্মের হন , তবে বিজ্ঞাপনটি না দেখাটা বোধ করি অন্যায়ই হবে :) ।পেপসির এই গুপ্তধনসম বিজ্ঞাপনটির মাঝে সম্ভবত প্রচন্ড নষ্টালজিক কোন শক্তি লুকিয়ে আছে , যার রেশ ধরে ছোটবেলায় দেখা আরও অনেক বিজ্ঞাপনচিত্র একটা একটা করে ভেসে উঠতে শুরু করল।



..........................................

বিটিভিতে গুঁড়ো দুধের বিজ্ঞাপন তখন বেশ নিয়মিত ।



"মনে পড়ে,

মনে পড়ে , মনে পড়ে

হৃদয় মেলিতো পাখা

বাধা সব হত দূর

ছোট ছোট কথা

ভালবাসায় ভরপুর



আর মনে পড়ে রেড-কাউ,

পরিবারের পুষ্টির বন্ধন। "





কিংবা রেড-কাউ এর ৯০ দশকের গোড়ার দিকের এই বিজ্ঞাপনটি :







বাজারে তখন অস্ট্রেলিয়ার রেড-কাউ এর জয়জয়কার , তার প্রধান প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ারই আরেক ব্র্যান্ড "ডিপ্লোমা"। দু'টো দুধই পাওয়া যেত একই রকমের হলুদ কৌটায়।



"ডিপ্লোমাআআ

দুধের সেরা দুধ ডিপ্লোমা"



সুরে সুরে দু'লাইনে নিজেদের শ্রেষ্ঠ ঘোষণা করা ডিপ্লোমার বিজ্ঞাপনটিও দারুণ লাগত।



কাছাকাছি সময়ে অ্যাংকর মিল্কের সুবাদে টিভি দর্শকরা জানলো নিউজিল্যান্ড নামক দেশটির পরিচয়:



"যে দেশে গরু খায় বারোমাস

সবুজ ঘাস

সেই দেশ , দুধের দেশ নিউজিল্যান্ড"



আমরা যারা সে সময়ের সে অসাধারণ বিজ্ঞাপনটি পেয়েছি তাদের চোখে নিউজিল্যান্ড দেশটির সাথে সাথে ড্যানিয়েল ভে্ট্টরির ছবির বদলে বিশাল বিস্তৃত সবুজ প্রান্তর আর তাতে চড়ে বেড়ানো গরুর ছবিটিই আগে ভাসে।



অ্যাংকর মিল্কের এই বিজ্ঞাপনটিও পেয়েছিল তুমুল জনপ্রিয়তা:







ছোট্টমণিটির "আম্মু তুমি লক্ষীইইই" কথাটি পুরো ৯০ দশকের টিভি বিজ্ঞাপনে সবচেয়ে মায়া ভরা উক্তি ।



..........................................

আপনার প্রিয় চা-পাতা কোনটি ? মির্জাপুর ? লিপটন ? টেটলি ? শ'ওয়ালেস? নাকি অন্য কিছু ?

উত্তরটা যাই হোক, "আসল চা" ছিল কিন্তু একটাই --- ফিনলে চা ।



সেসময়কার বিজ্ঞাপনে অভিনেতা আবুল হায়াতের ভাষায় -- "ফিনলে চা, আসল চা" । চা খেতে খেতে বাবার মুখে "আসল চা" কথাটি শুনে মেয়ে নাতাশা হায়াত জানতে চায় , তার বাবা কেন ফিনলে চা খাওয়ার সময় "আসল চা" কথাটি উচ্চারণ করে। মেয়েকে কথার গুরুত্ব বোঝাতে আবুল হায়াত সোজা হাজির হন সিলেটে ফিনলের চা বাগানে । ফিনলের নিজেদের বাগানে উন্নতমানের পাতা তুলে বাগানেই প্যাক করা হয় এসব কিছু দেখানোর পর আবুল হায়াত আরেকবার বলেন "ফিনলে চা , আসল চা"



"আসল চা" জিনিসটা ফিনলের ট্রেড-মার্ক হয়ে যাবার পর ৯০ দশকের মাঝামাঝি সময়ে, ফিনলে একই কথা ব্যবহার করে এই বিজ্ঞাপন তৈরি করে , এবার মডেল হলেন আফসানা মিমি।







অন্যদিকে , "নকল চা" কোম্পানীগুলোও বসে রইল না :) । "আসল চা" হওয়াই তো শেষ কথা নয়, ভাল চা তো হতে হবে। নোবেল যেমন বলতেন এইচ-আর-সি চা দিয়েই টি-ব্রেকটা নিতে:

Take take ...take a break...

take e hrc break.......



অথবা বাজার থেকে হারিয়ে যাওয়া "ডানকান চা" এর সেই অসাধারণ বিজ্ঞাপনটি:









..........................................

শুধুই কি চা হলেই চলবে? সাথে চাই ভাল কনডেন্সড মিল্ক ।

৯৪ এর দিকে বিটিভিতে সেসময় ব্লু-ক্রস কনডেন্সড মিল্কের মেলোডিয়াস সুরের ইংরজি ভাষার একটি বিজ্ঞাপন বেশ মনে ধরেছিল।



দশকের মাঝামাঝি সময়কার স্টার-শিপ কনডেন্সড মিল্কের হৈ-হল্লোড়ে ভরপুর সেই:



"বেশি স্বাদ, বেশি স্বাদ , বেশি কাপ চা

স্টার-শিপ মানেই বেশি কাপ চা"



বিজ্ঞাপনটি সেসময়কার সব দর্শকের মনে থাকার কথা ।



৯০ দশকের শেষদিকে ড্যানিশ কনডেন্সড মিল্কের বাংলায় ডাব করা ভারতীয় এই বিজ্ঞাপনটি বেশ সাড়া জাগিয়েছিল।









..........................................

কসমেটিকসের বিজ্ঞাপনের মাঝে সবচেয়ে বেশি মনে পড়ে ম্যানোলা ক্রিমের সুরেলা সেই বিজ্ঞাপনটির কথা:



"ম্যানোলা মানে টলমল শিশিরের লাবণ্য

ম্যানোলা মানে কমনীয় সুরভী অনন্য।"



সেসময়কার সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রার পেছনের কাভার-পাতায় ম্যানোলার উপস্থিতি ছিল নিয়মিত। সম্ভবত ৯০ দশকেই ম্যানোলা কসমেটিকস ফ্যাক্টরিটি বন্ধ হয়ে যায়।



৯০ দশকের মাঝামাঝি কি শেষ সময়ে বাজারে এলো কেয়া কসমেটিকস। প্রথম দিককার প্রায় সবক'টি বিজ্ঞাপনে নোবেল-মৌ জুটিবদ্ধ হলেও আমার কাছে সেরা ছিল কেয়ার সর্বপ্রথম বিজ্ঞাপনটি । মৌ বিহীন সে বিজ্ঞাপনে নোবেলের সাথে জুটিবদ্ধ মডেলটির নাম মনে নেই , কিন্তু সুরেলা জিংগেলটি আজও ভেতরে বাজে :



"তারারা হারায় , হারায় চাঁদের আলো

তোমার চুল এমন আঁধার কালো



ভালবাসা মানে তুমি আর আমি শুধু দু'জনেই.....

ভালবাসা মানে দু'জনেই কবি"



ঝাকড়া চুলের মডেল ফয়সাল(জয়া আহসানের স্বামী) সে সময়েই কিউট রোমান্সের এই অ্যাডটি করে দারুণ আলোচিত হন:







বিজ্ঞাপনের কথাগুলো আর সুর ছিল অসাধারণ , অনেক অনেকদিন মনে রাখার মত :



"তুমি ছাড়া আমি যেন আমি নই, অন্য মানুষ কোন....

সৌরভে অনুভবে তুমি ................।

তুমি আছো তাই , প্রতিদিন কোমলতা পাই ।

রোমান্স ........."



দাড়ির মাজেজা শৈশবে ঠিকমত বোঝা দায় বলে মডেল শিমুলের বিপুল জনপ্রিয় "কুল শেভিং ক্রিমের" বিজ্ঞাপন দেখে বিরক্তই হতাম । তার চাইতেও বেশি বিরক্ত লাগত সুন্দরী মডেল ফারদিনের করা "তিব্বত ল্যাদার শেভিং ক্রিম" এর এই বিজ্ঞাপনচিত্রটি :







আলিফ-লায়লার মাঝে বিজ্ঞাপন বিরতিতে মেরিল বেবি লোশন এর অ্যাডের কথাগুলো মুখে মুখে ফিরত :



"তু রু রু তাত-তা

উল লি লি লি পাপ্পা ...।।।। উম্মা

জু জু জু জা ।।।।। সোনাজাদুমনি

পা রা প্পা পা , পারাপ্পা

সোনাজাদুমনি লে, সোনাজাদুমনি লে"



তিব্বত বেবী লোশনের এই বিজ্ঞাপনটি মেরিলের মত জনপ্রিয়তা না পেলেও এটির সূত্র ধরেই মেরিল বেবী লোশনের স্মৃ্তিগুলো সাড়া দিল:







ডেটল বা স্যাভলনের বিজ্ঞাপনগুলি এখনও কমবেশি এমনই রয়ে গেছে:









..........................................

৯০ দশকের মাঝামাঝি সময়ে কমার্শিয়াল ব্রেকগুলোর একটা বড় অংশ জুড়ে ছিল নানান প্রিন্টের শাড়ি।

শাড়ির বেশির ভাগ বিজ্ঞাপন ছিল সলো , অর্থাৎ মডেল কেন্দ্রিক । ৩০ সেকেন্ডে শাড়ির প্রশংসা সম্বলিত জিংগেলের সাথে ইনডোর সেটে মডেলরা যতসংখ্যক বেশি শাড়ি পড়ে কখনও আঁচল উড়িয়ে , কখনও বা পাখির মত হাত প্রসারিত করে , কিংবা আঁচল চারদিকে ছড়িয়ে মাঝে চুপটি মেরে বসে বিজ্ঞাপনে অভিনয় করতেন। বিটিভির পর্দায় , বিশেষ করে শুক্রবারের বাংলা সিনেমা চলাকালে বহুল প্রচারিত একটি বিজ্ঞাপনে বিজরী বরকতুল্লাহ নন্দিনী প্রিন্ট শাড়ি পড়ে হাজির হতেন:







সবচেয়ে বেশি প্রচারিত হত ঢালিউডের তৎকালীন অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী "দিতি"র পাকিজা প্রিন্ট শাড়ির এই বিজ্ঞাপন-চিত্রটি:







জনী প্রিন্ট শাড়ির বিজ্ঞাপনে শাবনূরকে দেখা যেত স্টেজ কাঁপিয়ে দ্রুম-দ্রুম নাচ নাচতে। সুন্দরী প্রিন্ট শাড়ি পড়তেন সুন্দরী মৌসুমী,

বিজ্ঞাপনের সুরে:



"প্রিয় প্রিয় প্রিয়,

সুন্দরি সুন্দরি সুন্দরী........

প্রিয় প্রিয় সুন্দরী

সুন্দরী প্রিন্ট শাড়ি সুন্দরী"



বৌরানী প্রিন্ট শাড়ির বিজ্ঞাপনটি ছিল দারুণ মজার। অফিসে যাওয়ার আগে স্বামীর শা্র্টের পেছনে বৌরানী শাড়ি কেনার নোটিশ সেঁটে দেয় স্ত্রী । অতঃপর , যার সাথেই দেখা হয় ........



"আপনার স্ত্রীর জন্য বৌরানী প্রিন্ট শাড়ি কিনতে ভুলবেন না কিন্তু।"

--"ঘরের কথা পরে জানলো ক্যামনে?"

"এই যে, এ্যামনে"



গায়ক আগুনের কন্ঠে

""তুমি সেই তুলনাহীনা

অপলক আমার এ নয়ন

চেয়ে থাকে শুধু সারাক্ষন""



জিংগেলের সাথে অভিনেত্রী বিপাশার করা জনী প্রিন্ট শাড়ির অপর আরেকটি বিজ্ঞাপন অন্য শাড়ির বিজ্ঞাপনগুলো থেকে কিছুটা হলেও আলাদা ছিল ।



................................................

বিপাশার করা এই বিজ্ঞাপনটি





অন্য আরেকটি বিজ্ঞাপনের কথা খুব মনে করিয়ে দেয় , সেটি ছিল মধুমতি লবণের বিজ্ঞাপন।



রান্নাঘরে ত্রস্ত পায়ে প্রবেশ করে স্ত্রীকে নতুন একটা লবণের প্যাকেট দেয় স্বামী।

নতুন লবণ দেখে.....

---ও লবণ , নাম কি ?(একটু ভাব নিয়ে তাচ্ছিল্যের স্বরে স্ত্রী)

-মধুমতি (স্বামী , একটু কাশি দিয়ে)

---তফাৎটা কি ? (গলায় ঝাঁজ টেনে স্ত্রী)



স্বামী রান্নাঘরের বাতি অন আর অফ করতে থাকে ক্রমাগত । স্ত্রীর চাহনিতে প্রশ্ন, এর অর্থ কি?



এরপর সুরে সুরে শুরু হয় স্বামীর পার্থক্যের বর্ণনা :



- "রাত আর দিন ভাই , রাত আর দিন

মধুমতি লবণে আছে আয়োডিন



লবণটা মিহি ভাই , লবণ মিহি

মধুমতি

তফাৎটা তাই আয়োডিন "



................................................

শুক্রবার দুপুর ১২ টার দিকে বিটিভিতে প্রচারিত টারজান, মোগলী কার্টুন কিংবা স্পেল-বাইন্ডারস সিরিজের ফাঁকে অবিচ্ছেদ্দ্য অংশই যেন হয়ে গিয়েছিল বাটার সেই বিজ্ঞাপন:

"I wanna gain,

We go out of range

I am going to be formal

I am going to be normal

I am going for style

We are going for smile

I am changing my look,

Going by the book,

I all for design

We are for the new line

I am going for fashion,

To makes a passion,

We making the write book,

I am to the groove,

we are going for sweet

We are going for making......

Bata papa bata papa bata............."



পরবর্তীতে বাংলায় বাটার স্লোগান হল -- "পায়ে পায়ে বাটা"। সেই স্লোগানসম্বলিত তুলনামূলক সমসাময়িককালের একটি বিজ্ঞাপন :







একই সময়ে ছোটদের মাঝে দারুণ ক্রেজ তৈরি করেছিল কেডসের গোড়ালিতে আলো জ্বালা



জাম্প, জাম্প , জাম্প কেডস



এর বিজ্ঞাপনটি।



হারিয়ে যাওয়া রূপসা চপ্পলের কথাই বা বাদ দিই কি করে ? চপ্পলের প্রচলন আগের চেয়ে কিছুটা কমে গেলেও সেসময়টায় চপ্পলই ছিল আপামর জনসাধারণ প্রথম পছন্দ



সমুদ্র-সৈকতে চপ্পল পড়ে একদল ছেলেমেয়েকে রূপসা চপ্পল পড়ে লাফ-ঝাঁপ , সাথে মাথা নাড়িয়ে গেয়ে যাওয়া সেই :

"রুপসা রুপসা রুপসা,

নরম নরম হাওয়াই চপ্পল রুপসা"





................................................

সেসময় রঙের বিজ্ঞাপনের জিংগেলের ব্যবহারে নতুন মাত্রা আনলো রোমানা , ওদের বেশ কিছু বিজ্ঞাপন খুব জনপ্রিয়তা পেল।



রোমানার প্রথম বিজ্ঞাপন ছিল:



"দেখো দেখো দেখোরে রঙেরই বাহার

দেখো রোমানার বাহার"



আরও দেখুন তো মনে পড়ে কিনা:



""সময়তো বদলায়

বদলায় বদলায় মন

মনের গভীরে আছে চির আপন

রোমানা আপন রঙ , চির আপন""



বাজারের অন্যান্য অনেক রঙের থেকে খারাপ কোয়ালিটি হওয়া সত্ত্বেও কেবল বিজ্ঞাপনের জোড়ে রোমানা পরিণত হল সর্বাধিক বিক্রিত রঙে ।



টিভি স্ক্রীণে রোমানার সাথে বিজ্ঞাপন-যুদ্ধে অংশ নেয়া পেইলাকের

""রং রং রং রং রং

পেইলাক মনের মত রং""



বা অ্যাকুয়া পেইন্টসের এই বিজ্ঞাপনটিও বেশ সমাদৃত হয়েছিল:









..........................................

""যুগের সাথে চলো

ইকোনো লিখে ভাল

ইকোনো সবার প্রিয়

ইকোনো বলপেন""



আক্ষরিক অর্থেই পুরো ৯০ এর দশক জুড়ে বাংলাদেশ ইকোনো দিয়ে লিখে গেছে। পাশাপাশি ছিল "রাইটার বলপেন" , কিংবা প্রয়াত নায়ক জাফর ইকবালের মডেলিং করা :



""সাব্বাস!!

বলপেন ক্যাম্পাস।।

লেখে ভাল, চলে ভাল...

বলপেন ক্যাম্পাস ...সাব্বাস!!""



৯৩/৯৪ এর দিকে অলিম্পিক বলপেনের এই অ্যাডটি নিয়মিতই দেখা যেত :





দশকের শেষভাগে "অলিম্পিক বলপেন"ও বেশ ভাল বাজার পায়।



................................................

ডালডা , বনস্পতি ঘি এর কথা এখন বলতে গেলেই শোনাই যায় না , অথচ সে সময়কার বিজ্ঞাপুনগুলিতে এসব বেশ দেখা যেত, যার মাঝে অন্যতম ছিল "পাঞ্জা বনস্পতি"র এই বিজ্ঞাপনটি:









আরও ছিল রেড-কাউ বাটার ওয়েল:



খাবার টেবিলে কথপোকথন:

"--আচ্ছা ভাবি , তোমার হাতে কি জাদু আছে? (দেবর/ননদের প্রশ্ন)

-জাদু আমার হাতে নেই , আছে অস্ট্রেলিয়ার রেড কাউ বাটার ওয়েলে ।মা-ই তো আমাকে শিখিয়েছেন।

**বউমা ঠিকই বলেছেন , রেড-কাউ বাটার ওয়েলে রান্না করলে... (শ্বাশুড়ি)

## হ্যাঁ, রেড-কাউ বাটার ওয়েল আমিই তো কিনি (শ্বশুর)"



..........................................

ঢাকায় রিয়েল এস্টেট তথা নিজের ফ্ল্যাটের ধারণাটি জোরেশোরে প্রতিষ্ঠিত হতে শুরু করে ৯০ দশকের শুরুর দিকেই। তার ধারাবাহিকতায় বসুন্ধরা গ্রুপ এবং ইসলাম গ্রুপের কিছু বিজ্ঞাপন টিভিতে প্রচারিত হত । কিন্তু রিয়েল এস্টেট বিজ্ঞাপনের প্রথম চমকটা প্রথম নিয়ে আসে বেক্সিমকো গ্রুপ। ৯৮ কি ৯৯ এ টিভিতে প্রচারিত তিনটি বিজ্ঞাপন সে সময়কার দর্শকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। শুধু তিনটি বাক্য দিয়েই আলাদা করে বিজ্ঞাপন তিনটি এখনও বেঁচে আছে।



"সুন্দর বাড়ি হলো, এবার সুন্দর দেখে একটা বউ আন"







"এই যে শোন! ব্রিজের কন্ট্রাক্টটা পেয়ে গেলাম







"বাড়ী?? আমার জন্য বাড়ী ?"









................................................



যে দু'টো বিজ্ঞাপনের কথা না বললে ৯০ দশকের বিজ্ঞাপনোস্মৃতিচারণ অসম্পূর্ণ রয়ে যায় , তার একটি হল মিতা নূরের সেই





"আলো , আলো , বেশি আলো"র অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপনটি।



অন্যটি হল:

বাতির রাজা ফিলিপস







অসম্ভব মজা পাওয়া যে বিজ্ঞাপনটিকে ক্লাসিকের মর্যাদা দেয়া যায় , সেটি হল ফেরদৌস ওয়াহিদ( হাবীব ওয়াহিদের পিতা) এর খুশখুশে কাশি দূরকারী ম্যাটসিলস লজেন্সের টিভি কমার্শিয়ালটি :









......................................................

এমন কোন বিজ্ঞাপন কি ছিল যেটি সে সময়ের গন্ডিকে ছাড়িয়ে গিয়েছিল । আমার চোখে সেরকম একটি বিজ্ঞাপন ছিল -- নিউ জড়োয়া হাউজের বিজ্ঞাপন। জুয়েলার্সের বিজ্ঞাপনের চিরাচরিত ধারা থেকে বেরিয়ে নিউ জরোয়া হাউজের বিজ্ঞাপনটি পেয়েছিল নতুন মাত্রা। ৯৬ বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল বা এশিয়া কাপের মত বড় আসরের ফাঁকে বারবার স্ক্রীণে ভেসে আসা আসাদুজ্জামান নূরের আবৃত্তিতে বিজ্ঞাপনের জিংগেলটি সে সময়ের থেকে অনেক এগিয়ে দিয়েছিল বিজ্ঞাপনটিকে







"তুমি সুন্দর

সূর্যের তীব্রতায় জ্বলে উঠো

খরতাপ মুছে দিয়ে বর্ষার প্রশান্তি নামাও

হাসিতে তোমার

শরতের রুপে তোমারই হাসির সুর

হেমন্তের ঝরা পাতায় তোমার বন্দনা

নিঃসঙ্গ শীতের মত তুমি অচেনা সুদূর

বসন্তের যৌবন তুমি হে সুন্দর আমার"















----------------------------------

কৃ্তজ্ঞতা : ব্লগার আমিন শিমুল , যিনি আমার আধো মনে থাকা ভীষণ লম্বা জিংগেলগুলো অবিশ্বাস্য স্ম্বতিশক্তি সহ ধরে রেখেছেন।

মন্তব্য ১৩২ টি রেটিং +৯৪/-০

মন্তব্য (১৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:৪৪

আমি হীরা বলেছেন: ১৯৯২-৯৩ এর দিকে পেপসির একটা এ্যাড প্রচার করা হতো বিটিভিতে, গায়ক শ্রভ্রদেব মডেল ছিলো সেটার। বিজ্ঞাপনের শেষে লাস্যময়ী মেয়েটা বলতো, "পেপসি আর আছে কি?" সেই যুগে আমার দেখা বিটিভির সবচেয়ে আধুনিক এ্যাড ছিলো সেইটা। ইউটিউবে অনেক খুজেঁও পাই নাই। খোজঁ আছে নাকি আপনাকে কাছে?

৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:০৩

মেহরাব শাহরিয়ার বলেছেন: ইউটিউব তন্ন তন্ন করে খুঁজে এই কয়েকটাই পেয়েছি । শুভ্রদেবের সেই অ্যাডটা এখনো কেউ আপলোড করেনি । হ্যাঁ , পোস্টের শুরুতেই যেমনটা উল্লেখ করেছি , অ্যাডটা দারুণ ছিল । আমার ধারণা , সে সময়কার ভারতীয় অ্যাডের নকল ছিল ওটা , বাংলাদেশে বানানো বিজ্ঞাপনগুলো থেকে যেহেতু একদমই আলাদা ছিল

২| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি একসময় টিভির পোকা ছিলাম, সময়টা ৮৯-৯৫। বিটিভির শুরু ও জাতীয় সঙ্গীত পর্যন্ত সব মুখস্থ হয়ে যেতো :) বেশিরবাগ বিজ্ঞাপনই সেই সময়ের।

৯০-এ মৌ, বার্জার পেইন্টের মেয়েটা (নাম মনে নেই, আমার এক কলিগের সাথে বিয়ে হয়েছিল), ৮৮-র দিকে ৮টার সংবাদের আগে একাট, সম্ভবত ১০টার সংবাদের আগে দুধের বিজ্ঞাপনে মিষ্টি চেহারার এক মেয়ে, শাকিলা জাফরের একটা বিজ্ঞাপন। আরো বহুত:)

বিরক্তিকর বিজ্ঞাপন গুলোর কথা কি মনে পড়ে না? :):):):):)
বইয়ের বিজ্ঞাপন:) স্টিল পিকচারের বিজ্ঞাপন। শুরু হয় তো আর শেষ হয় না।

ওহহো, মনে পড়লো- মৌসুমীর শাড়ির বিজ্ঞাপন। আমার কাছে সবচেয়ে আবেদনময় মনে হতো। দিতিরও ছিল:):)

স্মৃতিচারণ ভালো লাগলো, পুরোনো দিনের গানের মতো।

৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:২১

মেহরাব শাহরিয়ার বলেছেন: আমার বিটিভি স্মৃতি ৯৪ থেকে , এর আগে তেমন কিছুই মনে পড়ে না।

আরও ছোটবেলায় ৯০ এ দেশে এসে যেসব অ্যাড দেখেছিলাম তার মাঝে ৩ টি খুব অস্পষ্টভাবে মনে করার চেষ্টা করি ।

প্রথমটা ছিল সম্ভবত মশার কয়েল বা অ্যারোসল এর :
ওয়াইফ ঠাস করে হাজবেন্ডের গালে চড় কষে দেয় । ভ্যাবাচেকা খেয়ে হাজবেন্ড জিজ্ঞেস করে :
মারলে কেন ??
--মশা !!

সুবর্ণা মোস্তফার লাক্স : শুধু মনে আছে ট্র্যাক স্যুট পরে সুবর্ণা জিম করছে ।

ফুটবলার সালাউদ্দিনের লাইফবয় , এবং আরেকটা লাইফবয় , যেখানে শুধু একটা ট্যাকল করে মাটিতে পড়ে যাওয়ার দৃশ্যটা শুধু মনে পড়ে ।


হেনোলাক্সের একটা বিজ্ঞাপনে ভীষণ মোটা একটা মহিলা মডেল ছিল , সেটার কথা কি মনে আছে ?

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:৪৮

আমি হীরা বলেছেন: তাসমেরী হেয়ার টনিকের আরেকটা এ্যাড ছিলো আমার খুব পছন্দের। মাথা রাখে ঠান্ডা চুল পড়া বন্ধ, সারাদিন, ঘন কালো চুল হলো কোমল মসৃন, তাসমেরি হেয়াল টনিক, তাসমেরী! - জিংগেলটা ছিলো এইরকম!!

জুয়েলারির আরেকটা এ্যাড ছিলো মডেল রিয়ার, সেই সময়ে রিয়া ছিলো মডেলদের ভেতর সবচে বেশী সুন্দরী!! রিয়া ছিলো আমার টিনেজ ক্রাশ!

৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:২৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: তাসমেরি হেয়ার টনিকের মডেলের কি ভীষণ লম্বা চুল ছিল ? তিব্বত কদুর তেলের কথা মনে আছে ?

রিয়ার ব্যাপারে পুরোপুরি একমত :) । মেয়েটা অন্য মডেলদের মত নাটকে আসেনি আর

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:৫৩

ফেলুদার চারমিনার বলেছেন: মনটা উদাস হয়ে গেলো কিছুটা :(

পোস্টে অসীম ভালো লাগা

৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৩৩

মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:৫৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: চমৎকার পোস্ট
+

৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৩৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: শুভকামনা রইল

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:০০

আমি হীরা বলেছেন: বার্জারের একটা বিজ্ঞাপন করছিলো সাদিয়া জাহান প্রভা। ঐটা দিয়াই তার ক্যারিয়ার শুরু হইছিলো @ সোনাবীজ

৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:০৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: প্রভা নাকি পপি ?

পপির ক্যারিয়ার শুরু হয়েছিল বার্জারের চমৎকার একটি বিজ্ঞাপন দিয়ে ।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:০৩

অ্যামাটার বলেছেন: দারুন। নস্টালজিক হয়ে গেলাম। সবগুলো ইউটিউবে পেলে ভাল হত:)

৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:০৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: ইউটিউবে কেউ যদি আপলোড করে দিত সব , অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতাম । স্পেশালী আমার ফেভারিট "ম্যানোলা"র অ্যাডটা যদি কেউ খুঁজে দিত ।

এই কয়েকটা ক্লিপ সংগ্রহ করতে ইউটিউবে কতভাবে যে সার্চ করতে হয়েছে , মাঝেই মাঝেই কাজটা করি , বহুদিনের চেষ্টায় এগুলো পেয়েছি । পাবার পর আবিষ্কারের আনন্দ হত । সবগুলো অ্যাড মাথায় নেই , থাকলে হয়ত আরও দুই একটার সন্ধান মিলত ।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:০৬

একরামুল হক শামীম বলেছেন: একটা সময় ছিল যখন বহু কষ্ট করে বিজ্ঞাপনের জিঙ্গেল মুখস্ত করতাম।

আপনার এই পোস্টটা পড়ে সেই সময়ের কথা মনে গেল।

আমার একটা পর্যবেক্ষণ হলো, আগে যখন বিটিভিতে শুক্রবার বিকালে সিনেমা দেখাতো তখন সিনেমার মাঝে মাঝে শাড়ির বিজ্ঞাপন দেখানো হতো অনেক।

৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:১৩

মেহরাব শাহরিয়ার বলেছেন: সমস্ত জিংগেল আমার আধা-আধি মনে ছিল । পুরোটা মনে করার কৃতিত্ব আমিন শিমুলের , আমার ধারণা শুধু প্রোডাক্টের কথা মনে করিয়ে দিতে পারলে ও কমপক্ষে ১০০০ জিংগেল মুখস্থ বলতে পারবে ।

সিনেমার মাঝে শাড়ি ছাড়াও গাইড বইয়ের অ্যাডের ছড়াছড়ি ছিল :) । আমার মনে হয় টার্গেট অডিয়েন্সের কথা ভেবেই কাজটা করত । সিনেমা দেখত আম-জনতা । এসব প্রিন্ট শাড়ির ক্রেতারা উচ্চবিত্ত না , মূলত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা , সে কারণেই হয়ত :)

তবে গাইড বইয়ের ব্যাখ্যা কি হতে পারে ? পড়া ফাঁকি দিয়ে সিনেমা দেখতে বসেছো , এবার পাশ করতে গাইড বই লাগবেই , নাকি ? হাহা

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:২৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমার দেখা মতে ১৯৮৮তে Color Zones নামক এক বাংলাদেশী কোম্পানীর বিজ্ঞাপন ছিল বাংলাদেশের সম্ভবত প্রথম কম্পিউটার গ্রাফিক্সের তৈরি। এর পর হতেই বাংলাদেশের বিজ্ঞাপন অনেক এগিয়ে যায়। লেখককে ধন্যবাদ।

৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:১৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: দারুণ একটি তথ্যের জন্য অনেক ধন্যবাদ

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সবগুলো মনে করতে গেলে তো হাসি আসবে:):) @লেখক

ধন্যবাদ আমি হীরা।

ঘুমোতে যাই:)

কাল একবার এসে সবগুলোরে ডাউনলোডে দিতে হবে।

কিন্তু বহু কষ্ট করে জিংগেল মুখস্থ করতে হতো কেন? স্কুলের পরীক্ষায় কোশ্চেন আসতো নাকি? শুনতে শুনতে তো দেখি এমনিতেই মাথায় ঢুকে যায়:) @একরামুল হক শামীম

৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:২১

মেহরাব শাহরিয়ার বলেছেন: :)

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৩৫

দ্যা ডক্টর বলেছেন: রোমানার বাহার, দেখ দেখ দেখরে রোমানা'র বাহার.......

আমার ছোটবেলার জিংগেল

৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:২৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: কাঠে , বেতে রোমানা লাগাও
লোহা , টিনে রোমানা লাগাও :)

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৩৯

তন্ময় ফেরদৌস বলেছেন: সরাসরি প্রিয়তে।

আমি এই পোস্ট টা দেখি নাই। তাই বিজ্ঞাপনের উপর একটা পোস্ট দিয়ে দিয়েছিলাম। এখন ড্রাফট করলাম।পরে আবার দিবো।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটা পোস্ট দেয়ার জন্য।

৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:১৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনার পোস্টটাও দেখেছি , চমৎকার লিখেছেন । পরে আবার পড়ার অপেক্ষায় থাকলাম

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৪০

বেঈমান আমি বলেছেন: পোস্ট অফ দ্যা মান্থ।সোজা প্রিয়তে।

৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: কৃতজ্ঞতা প্রকাশ করছি , ভাল থাকবেন

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:০০

সৌমিকলিটু বলেছেন: অসাধারণ কিংবা তার চেয়েও বেশি কিছু ......থেন্কু বস .....

৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:০৩

তন্ময় ফেরদৌস বলেছেন: কি পরিমান নস্টালজিক হয়ে পড়লাম বলে বুঝাতে পারবো না। আমি নিজেও বিজ্ঞাপন বিষয়ে অনার্স করছি। জব ও করছি একটা বিজ্ঞাপনী ফার্মে।

আপনার দেয়া সবগুলা বিজ্ঞাপন আমার খেয়াল আছে। সেই সাথে কপি আর জিঙ্গেলগুলা দেয়ার আরো স্মৃতিকাতর হয়ে পড়লাম।

অসাধারন পোস্ট।

স্টোরি নির্ভর কিছুটা আধুনিক বিজ্ঞাপন নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম একটু আগে। আপনার এই পোস্ট টা তখনো চোখে পড়ে নাই। তাই আপাতত অফ রাখলাম।

এইরকম স্মৃতিচারন মূলক পোস্ট আরো চাই।

৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: নস্টালজিক যদি করতে পারি , তাহলে লেখাটা স্বার্থক ।

আপনি যেহেতু এসব নিয়েই কাজ করছেন , অনুরোধ থাকবে সুযোগ পেলে , বা সন্ধান পেলে পুরনো এসব কিছু ইন্টারনেটে আপলোড করে দিতে । আমরা যেহেতু ইন্টারনেট ব্যবহারে অনেক পিছিয়ে , পুরনো খুব কম জিনিসই এখন খুঁজে পাওয়া যায় ।

ইচ্ছা আছে আরও পোস্ট দেবার , তবে ভিডিও ক্লিপস আর তেমন নেই । সেই সময়কার সচেতনতামূলক বিজ্ঞাপনগুলো নিয়ে আরেকটা পোস্ট দেয়া যায় ।

অনেক ধন্যবাদ আরেকবার

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:৫৯

সুদীপ্ত কর বলেছেন: অনেকদিন পর এলেন। ওয়েলকাম ব্যাক।

কালেকশানটা ঝোস। ++

৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: থ্যাংকস ,
ব্যস্ততা + আলসেমি মিলিয়ে হয়ে ওঠেনা আসলে

কৃতজ্ঞতা

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৬:০৯

কাউসার রুশো বলেছেন: পুরাই নস্টালজিক করে দিলেন।
চমৎকার পোস্ট
+++ :)
প্রিয়তে রাখলাম

০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১:২০

মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৫৫

শাহাদাত হুসাইন বলেছেন: অসাধারণ। তবে লেখাগুলো ও পোস্ট দুবার করে এসেছে।

০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১:২০

মেহরাব শাহরিয়ার বলেছেন: থ্যাংকস , ঠিক করে দিলাম

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৭:৪০

খেয়া ঘাট বলেছেন: বর্তমান থেকে অনেক পিছনে ফিরে গিয়ে পুরানো স্মৃতির আংগিনায় হেঁটে আসলাম। খুব খুব খুব খুব খুব ভালো লাগলো।

০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১:২৩

মেহরাব শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ , আপনার সম্মানে তাহলে আরেকটা অ্যাডের স্মৃতিচারণ হয়ে যাক :

ছিল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু
ছিল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু
-কী লবন দিবা?
-লবনের আবার রকম কিয়ের ?
-ভাল মন্দ দুইটাই আছে।

- মোল্লা সল্ট হল ভালোমানের আয়োডিনযুক্ত লবণ

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:২২

বিদেশী মানুষ বলেছেন: vhie add gula dekhe alif lyla ar kotha mone pore galo...,

০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১:২৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: অধিবেশন হত তখন অল্প সময়ের , সে কারণেই হয়ত যতটা পারতাম সবাই আত্মস্থ করার চেষ্টা করতাম , বিজ্ঞাপনও বাদ যে্য না

অ্যাডের সাথে অনুষ্ঠানের স্মৃতি চলে আসে , ইত্যাদির সাথে শাইনপুকুর , ইত্যাদির সাথে কেয়া কসমেটিকস । আলিফ লায়লার সাথে মেরিল বেবি লোশন- বডি লোশন (তুমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা), মেরিল কোল্ড ক্রিম(চুপ চুপ চুপ), মেরিল পেট্রোলিয়াম জেলী (শীতের শুষ্কতায় ........) , জুঁই নারকেল তেল (আমার মন এখনও হারায় .......)

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩২

শ্যাম সুব্রত বলেছেন: খুবই চমৎকার পোস্ট +++++++++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:১৩

মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

শেষ দিকের কয়টা অ্যাড আমি ও দেখেছি।
মধুমতি লবন, জাম্প কেডস, ইকোনো, মেরিল বেবি লোশন, ম্যানোলা
______ নস্টালজিক সব কিছু।


থ্যাংকস, সুন্দর পোস্টের জন্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:১৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: জাম্প কেডসের পুরো জিংগেলটা মনে করিয়ে দিল বন্ধুবর ব্লগার সীমান্ত আহমেদ :

আলো জ্বেলে পথে
দাও দূরে পাড়ি
ছোট পায়ে দেখো
তারার সারি
জাম্প জাম্প কেডস
পরো তাড়াতাড়ি।

সচেতনতামূলক বিজ্ঞাপন নিয়ে ওর আরেকটা পোস্ট রিসেন্টলি এসেছে , সেটা দেখতে পারেন , ভাল লাগবে অনেক।


ইকোনো বলপেনের পরের দিকের আরেকটা বিজ্ঞাপনের কথা মনে আছে ? যেখানে দেখানো হত ইকোনো দিয়ে দুই মাইলের বেশি লেখা সম্ভব :)

অনেক ধন্যবাদ আপনাকেও

২৩| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০১

শেখ মিনহাজ হোসেন বলেছেন: অসাধারণ পোস্ট! কিরকম নস্টালজিক হয়ে পড়লাম বুঝাতে পারবো না! একটানে প্রত্যেকটা অ্যাড দেখে গেলাম! অসাআআআআধারণ!! শেয়ার দিলাম!

০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১:৩৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: কৃতজ্ঞতা ।

আপনার সম্মানে আরও একটা বিজ্ঞাপনের স্মৃতিচারণ:


এক শর্তে করতে পারি বিয়া ....
আমাগো ঘর বানাও যদি গরু মার্কা টিন দিয়া ...

শর্তে তোমার রাজি
তাইলে ডাকো কাজী :)

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০২

ফয়সাল তূর্য বলেছেন: দারুন কালেকশন, সোজা প্রিয়তে। :) :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:১৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: খুশি হলাম , ধন্যবাদ

২৫| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৫

টাইম নাই রাস্তা বেশি বলেছেন: পোষ্টটা কি ফেসবুকে শেয়ার করতে পারি ?????

এক কথায় অসাধারণ পোস্ট .........

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:১৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক দেরি হয়ে গেল উত্তর দিতে , খুবই দুঃখিত । শেয়ার দিতে চাইলে তো অনুমতির প্রয়োজন নেই অবশ্যই ।


পোস্টটা পড়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি

২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০২

অনিরূদ্ধ বলেছেন:
এপিক! :)
এপিক!! :) :)
এপিক পোস্ট!!! :) :) :)

কোনটা রেখে কোনটার কথা বলবো!?
পুরা নস্টালজিক বানিয়ে দিলেন!

পোস্টে প্লাস আর প্লাস!!!

২৭| ৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৯

অনিরূদ্ধ বলেছেন:
উচ্ছ্বল জীবনের দুরন্ত পথ জুড়ে
পথিক শুধু জানে যেতে হবে বহু দুরে!!
জাম্প জাম্প
জাম্প জাম্প কেডস্...

দি এ্যাডভেঞ্চার অফ সিন্দবাদ এর ফাঁকে এটা দেখাতো।

আরেকটা- যেটা হয়তো আমার সবচেয়ে প্রিয় জিঙ্গেল!

কাম অন কাম অন
কাম অন কাম অন
দেখো দেখো সবাই মিলে আমাদেরই মজা দেখো
টুট টুট টুটু টুউ টুউ টু
টুট টুট টুটু টুউ টুউ টু
ইউরো কোলা খেয়ে কেমন হেলে দুলে নাচি দেখো
টুট টুট টুটু টুউ টুউ টু
টুট টুট টুটু টুউ টুউ টু
তোমার আমার সবার প্রাণে
হীমশীতল দোলা আনে
ইউরো কোলা- দ্য রিদম অফ লাইফ লাইফ লাইফ লাইফ (একো)

=p~ =p~

২৮| ৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১০

অনিরূদ্ধ বলেছেন:
ধুর X((
এন্টার মেরে মেরে নেক্সট লাইন করে করে দিছিলাম... X( X(

২৯| ৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৬

আমি হীরা বলেছেন: নাহ, প্রভাই!

তাসমেরীর এ্যাডটা ছিলো তিব্বত কদুর চাইতেও অনেক বেশী পুরনো। ঐ এ্যাডটাতে একটা লাল রংয়ের কনভার্টিবল গাড়ি ব্যবহার করা হইছিলো! আমাদের আগের যুগের এ্যাডও কম বৈচিত্রময় ছিলো না। তখন ছিলো আফজাল হোসেনের এ্যাডফার্মের একচেটিয়া ব্যবসা। তারপরেই অমিতাভ রেজারা শুরু করে।

৩০| ৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৭

আমি হীরা বলেছেন: হ্যাঁ, লম্বা চুল তো অবশ্যই ছিলো। চুলের তেলের এ্যাড দেবে, আর চুল লম্বা হবে না, এইটা একটা প্রশ্ন করলেন মিয়া?

৩১| ৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৯

মেমনন বলেছেন: আহা! নস্টালজিয়া! 8-|

৩২| ৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১১

সহ্চর বলেছেন:


দুর্দান্ত পোস্ট। পুরাই যাতা।

প্রিয়তে।


+

৩৩| ৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০১

এ আর খান বলেছেন: ছোট্টমণিটির "আম্মু তুমি লক্ষীইইই" কথাটি পুরো ৯০ দশকের টিভি বিজ্ঞাপনে সবচেয়ে মায়া ভরা উক্তি ।

৩৪| ৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৬

অনিরূদ্ধ বলেছেন:
আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

আরেকটু হলেই শতবর্ষ হয়ে গিয়েছিলো :P

৩৫| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৪

মুনতা বলেছেন: ওররে...হোয়াট আ পোস্ট!!!

৩৬| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৮

পটল বলেছেন: ++

৩৭| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৪

রেজওয়ান তানিম বলেছেন: এপিক কালেকশন ভাইয়া । পোস্ট প্রিয়তে ।

আছেন কেমন ?

৩৮| ৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩১

বাবুনি সুপ্তি বলেছেন: আমি তখন এই টুকুন পিচ্চি ছিলাম :P কিন্তু নিজে সুর করে না বলতে পারলেও সবার মুখে মুখে এর অনেক গুলো এড এর জিঙ্গেল শুনেছি :)

৩৯| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:০৫

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ভাই আপনি কি এমসিসির নাকি? আমিন (শিমুল) ভাইয়ের ব্যাচমেট শাহরিয়ার ভাই?

৪০| ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:২৩

সীমান্ত আহমেদ বলেছেন: সামুতে আমার নিক প্রায় ফসিল হয়ে গেছে তাই অনেকেই আমাকে চেনেন না। যা হোক যারা চেনেন না, তাদের উদ্দেশ্যে বলি, পোস্টে আমিন শিমুল নামে যে ভদ্রলোকের নাম নেয়া হয়েছে আমিই সেই ব্যাক্তি। এইখানে কমেন্টগুলো দেখেও মজা পেলাম। মেহরাবরে নতুন করে ধন্যবাদ দেবো না(ঐটা আগেই দেয়া শেষ)।

@হাসের বাচ্চা, মেহরাব আমার বুয়েটের রুমমেট। বুয়েট সিএসই ০২ , নটরডেম। অনেকদিন পরে তোর সাথে ব্লগে কথা হইলো।
ভালো থাকিস।

৪১| ৩১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫২

ইন্জিনিয়ার জনি বলেছেন: অসাধারন...বরাবরই আমি পুরোনো এ্যাড গুলো কালেকশনে রাখতে ভিশন পছন্দ করি।

৪২| ৩১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৮

মামুণ বলেছেন: প্রিয়তে রাখলাম ।

৪৩| ৩১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৩

শিশির সিন্ধু বলেছেন: আরো ছিলো তো

১/ নারিকেল তেলের অ্যাড,

মনে আছে সেই নীল খাম চিঠি, তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন।
তারপর হাজবেন্ড ঘরে ঢুকে খুক খুক করে কেশে বলে আমার মন এখনো হারায়

২/ গরু মার্কা মারা ঢেউটিন:

রং ঝরে ফুটো হয় গলগল পানি পরে
ঝড়ে বাতাসে উড়ে
এ কেমন টিন ভাই
বাজে টিন বাজে টিন বাজে টিন

আমার ঘরের চালে টিকে আছে বহুদিন
দেখায় কেমন বলো
এখনো নতুন দেখো এখনো নতুন
দেখো এখনো নতুন

এই টিনের নামকি
নাম শুনে কাম কি
বাজারে গিয়া বল ভালো টিন চাই
বল ভালো টিন চাই বল ভালো টিন চাই

গরু মার্কা মারা ঢেউটিন
মজবুত টেকসই
এইটাই ভালো টিন
গরু মার্কা মারা ঢেউটিন

৩/ কোকোলা নুডুলস:

মা করছে রান্না
খেলাঢুলা আরনা
চলগিয়ে দেখি মা করছে কি
ও নুডুলস
হ্যা কোকোলা নুডুলস

তৈরী নিমেষে
ঝটপট সহজে
ঝামেলা নেই কোনো খেতে মজাদার
কোকোলা নুডুলস

৪/ মোল্লা সল্ট:
ছিল্লা কাইট্যা লবন লাগায়া দিমু

৫/ পেডরোলো পাম্পের অ্যাড
পানি নিয়ে ভাবনা
আর না আর না



৪৪| ০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৯

megher_kannaa বলেছেন: আমি এই মূহুর্তে পুরাই নস্টালজিক অবস্থায় আছি।কি বলবো তা বুঝতে পারছিনা!সেই সময়ের সব গুলো প্রিয় বিজ্ঞাপন এক সাথে।কত্তো স্মৃতি।
আমি আর আমার বান্ধুবি খুব জিংগেল গাইতাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিছু সময়ের জন্য শৈশবটা চোখের সামনে এনে দেবার জন্য।
প্রিয়তে নিলাম।

৪৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৫

ইফতেখার ভূইয়া বলেছেন: অসাধারণ পোস্ট, ভালো না লেগে কোন উপায়ই নেই :) সবগুলো বিজ্ঞাপনই আমি দেখেছি। তবে মৌ এর করা "আপন জুয়েলার্স" এর বিজ্ঞাপনটাও অসাধারণ ছিলো। পোস্টটা সোজা প্রিয়তে যাচ্ছে :)

৪৬| ০৭ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:০৯

নেফেরতিতি বলেছেন: জড়োয়া হাউসের এড টার কথা যে কতবার ভেবেছি,নুরের আবেগ ভরা কবিতার জন্য,কি অসাধারণ কনসেপ্ট,আপনাকে জে কি বলে ধন্যবাদ জানাব বুঝতা পারছিনা।প্রিয়তে আগেই নি্য়েছি,আজ সেফ হবার পর কমেন্ট করতে এলাম।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৩০

মেহরাব শাহরিয়ার বলেছেন: কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না , অনেক কৃতজ্ঞতা ।

আপনাকে + সবাইকে নস্টালজিক করার আরেকটা চেষ্টা করে দেখি :

দেখুনতো এটা মনে পড়ে কিনা :



৪৭| ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২১

রাশমী বলেছেন: ভাল লাগলো :)

৪৮| ১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৩

কিষান বলেছেন: অসম্ভব ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে

৪৯| ১৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:০৩

শাকিউল রানা বলেছেন: তারিনের করা রঙের এডের জিঙ্গেল্টা দারুন লাগত, সম্ভবত রক্সি পেইন্ট

আজকে এসো সবাই মিলে রাঙাই এই দুনিয়াটা
ঘরে বাইরে, রঙের ঘনঘটা
জুড়ি মেলা ভার

এর ফটো ডি আর ফর্মুলা

রোদ থেকে রক্ষা এবার
রঙে রঙে চমৎকার
আজকে এসো, রাঙাই এই দুনিয়াটা ;)

৫০| ১৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:০৮

শাকিউল রানা বলেছেন: ১ম লাইনের পর আরেক্তা লাইন হবে

কাঠ, লোহা, বেড?

নস্টালজিক এফেক্ট, লাইন ভুলে গেসিলুম, মনে পড়ে গেলো :)

৫১| ১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫২

কাজীমিফজ বলেছেন: অসম্ভব ভালো লাগলো । আপনাকে ধন্যবাদ.............

৫২| ১৭ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪২

শাহনেওয়াজ লতিফ বলেছেন: কি বাতি জ্বালাইলি রে মানিক??? মাছের রাজা ইলিশ , বাতির রাজা ফিলিপস । মনে পড়ে যায় ।

৫৩| ১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:০৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দারুন পোষ্ট ।


তবে আমার কাছে "মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপস" টা সবসময়ই প্রিয় । করন বিষয়ের সাথে জিংগেল এর পুরোপুরি প্রাসংগিকতা।


ধন্যবাদ আপনাকে

৫৪| ২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৫

নািসমুল হোসাইন বলেছেন: অসাধারন লাগলো............। :) B-))

৫৫| ২৪ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০০

বীলজেবাব বলেছেন: "তুমি ছাড়া আমি যেন আমি নই, অন্য মানুষ কোন....
সৌরভে অনুভবে তুমি ................।
তুমি আছো তাই , প্রতিদিন কোমলতা পাই ।
রোমান্স ........."
এইটা ভাই আমার দেখা ঐ আমলের সেরা অ্যাড । এখন ও আমি ইউটিউব এ দেখি প্রায়ই।

৫৬| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৫৩

মিশুক - ঢাকা বলেছেন: অসাম...............

৫৭| ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ২:১৪

দ্যা ডক্টর বলেছেন: "পানি নিয়ে ভাবনা
আর না আরনা
পেডরোলো পাম্প আছে
আর নেই ভাবনা"
-১৯৯৪ বিশ্বকাপের সময়ের সেই অসাম জিংগেল ওয়ালা টিভিসি।

৫৮| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫২

অভি৯১৭৫ বলেছেন: অসাধারণ একটা ব্লগ, আজ সকালে মডূরা কমেণ্ট করার অনুমতি দেওয়ার পর
প্রথম কমেণ্ট করলাম আপনার পোষ্টে। বিজ্ঞাপন খুব প্রিয় একটা বিষয়। এত গুলো পুরানো বিজ্ঞাপন এক সাথে দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।
আমরা ও একটাবিজ্ঞাপন নিয়ে পোষ্টে ছিলো, তবে আপনার মত এত ভালো না। Click This Link সময় পেলে দেখবেন।

৫৯| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৭

বুবলা বলেছেন: আপনি তো দেখছি তিল তিল করে এই সব সংগ্রহ করেছেন

৬০| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০২

আহমাদ জাদীদ বলেছেন: দুর্দান্ত পোস্ট...প্রিয়তে :) :) ...আচ্ছা সালমান শাহের করা কোন বিজ্ঞাপন খুঁজে পান নাই...???

৬১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৬

শিশেন সাগর বলেছেন: মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা ফিলিপস আহা কি বিজ্ঞাপন গুলোই না ছিলো , সারাদিন টিভি দেখতাম তখন ,

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৪১

মেহরাব শাহরিয়ার বলেছেন: সারাদিন টিভি দেখার কথা শুনে মনে পড়ল -- আসলেই সারাদিন মন পড়ে থাকত টিভিতে , কিন্তু বাসায় কড়া বিধি-নিষেধ এর কারণে প্রাইম টাইমের নাটক আর কার্টুন ছাড়া অন্য কিছু দেখার খুব বেশি সুযোগ হত না।

৬২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৬

ৃজুয়েল১২ বলেছেন: হারিয়ে গিয়েছিলাম কিছুক্ষনের জন্য ,,অনেক অনেক ধন্যবাদ ।
আগে তো বিটিভি ছাড়া কিছু ছিল না যাই দেখতাম গ্রোগাসে গিলতাম ;) ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: এতটা মনে রাখার পেছনে আসলে সেই একমাত্র চ্যানেল ব্যাপারটিই চলে আসে । এখন অনেক ভাল বিজ্ঞাপনও মনে থাকে না , শুধুমাত্র বিজ্ঞাপন-আধিক্যের কারণে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

৬৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:০৮

সফটওয়্যার বলেছেন: - আপামনি, গুণে ভরপুর, উজনটা হয় ১ কেজি, ঠিক কি যেন নামটা?
- মোল্লা সল্ট!
.........
তেজপাতা চিনি, বাইছা বাইছা কিনি।
কেনে প্রতিজন, মোল্লা লবন!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: মোল্টা সল্টের এই অ্যাডটা ছিল পাপ্পুর করা । ম্যাগাজিন অনুষ্ঠান শুভেচ্ছার সুবাদে পাপ্পু তখন দারুণ হিট।

আর মোল্লা সল্টের প্রথম হিট বিজ্ঞাপন -- ছিল্লা কাইট্যা লবণ । "হল অব ফেমে" জায়গা পেয়ে বসে আছে

৬৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৪৮

রাফা বলেছেন: রোজিনা বার্থ-কন্ট্রোল পিল মায়া-র বিজ্ঞাপন কোরে নায়িকা হোয়ে গিয়ছিলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৪

মেহরাব শাহরিয়ার বলেছেন: কাভারে একটা মেয়ের ছবি ছিল , সেটা মনে পড়ে । আমি ভেবেছি সেটা আঁকানো ছিল ।

অন্য ব্লগে একজন ব্লগারের দিয়েছিলেন বিস্তারিত তথ্য :

"নবাগতা রোজিনার কিছু সাদাকালো স্টিল ফটোগ্রাফ ব্যবহৃত হয়েছিল, সম্মানী পেয়েছিলেন ৫০০ টাকা। চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাবার পর তিনি নাকি ৫০ হাজার টাকার বিনিময়ে বিজ্ঞাপনটি বন্ধ করার প্রস্তাব দেন, কর্তৃপক্ষ রাজি হয় নি!"

৬৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫১

মুহিব বলেছেন: জীবন বীমা কর্পোরেশনের এডটা মনে নাই? বৃদ্ধ ২জনের অভিনয় আর তার অসাধারন সুর।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: একজন ব্লগার জিংগেলটা মনে করিয়ে দেয়ার পর আবছা আবছা করে মনে পড়ছিল , অন্য ব্লগে উনার কমেন্টটা খুঁজে পাচ্ছি না।যতটা মনে পড়েছে , তাতেই একটা ভাল লাগার অনুভূতি হয় ।

৬৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৫

আ.র.জা বলেছেন:

জীবন বীমা কর্পোরেশনের এডটা মনে নাই? বৃদ্ধ ২জনের অভিনয় আর তার অসাধারন সুর।

মুহিব ভাই, আপনাকে অনেক ধন্যবান জীবন বীমার এডটার কথা মনে করিয়ে দেবার জন্য।

আমার খুব ছোটবেলার একটা সৃতি মনে পড়েছে এডটাকে কেন্দ্র করে।

এই এডে দেখানো হত দুই বৃদ্ধ দম্পতি তাদের অবসর জীবন কাটাছ্ছেন বিভিন্ন সুন্দর জায়গায় ঘুরে ঘুরে। সাথে অসাধারন, অসাধারন একটা মিউজিক বাজত। আর নেপথ্যে একটি নারীকন্ঠ বলত :

এই ভাবনাহীন জীবন, জীবন বীমার অবদান। জীবন বীমার পলিসি নিন। - এই ধরনের কিছু কথা।


সালটা মনে হয় ১৯৮৬-৮৭। আমার নানা তখন বেঁচে ছিলেন। মাঝে মাঝে নানা-নানু দেশের বাড়ী থেকে এসে ঢাকায় আমাদের বাসায় থাকতেন। আমি তখন ওয়ান বা টুয়ে পড়ি। টিভিতে যখন এডটা শুরু হত তখন আমি চিৎকার দিয়ে বলতাম- দেখ দেখ নানা-নানু কি সুন্দর ঘুরতেছে। আমার কথায় তখন নানা, নানু, আম্মা সবাই হাসত। আর বলত ছেলেটা কেমনে এরকম কথা বলে।

আমার নানু এখনো বেচে আছেন। এডটার কথা মনে হওয়াতে আমার ছেলেবেলার নানা-নানুর স্নেহভরা সেইসব দিনের কথা মনে পড়ে গেল।

আহা যদি ফিরে যাওয়া যেত সেই দিনে।







০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ৮:৪৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: ভীষণ ভাল লাগল আপনার স্মৃতিচারণ , আপনার নানা-নানুর জন্য শুভকামনা

৬৭| ০২ রা মার্চ, ২০১২ রাত ১২:৫৮

অক্টোপাস পল বলেছেন: নস্টালজিয়ায় আক্রান্ত হলাম! প্লাসসহ প্রিয়তে।

০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ৮:৪৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: কাজটা কঠিন , করতে পারলে পোস্ট স্বার্থক

৬৮| ০৪ ঠা মার্চ, ২০১২ ভোর ৬:০১

সুদীপ0718 বলেছেন: ভাই পুরাই সিরাম।

০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ৮:৪৬

মেহরাব শাহরিয়ার বলেছেন: থ্যানক্যু :)

৬৯| ০৮ ই মার্চ, ২০১২ সকাল ১১:৩৫

অহন_৮০ বলেছেন: এই পোষ্ট প্রিয়তে না নিয়া উপায় নাই ++++++ :) :) :) :) :)

০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ৮:৪৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: কৃ্তজ্ঞতা প্রকাশ করছি

৭০| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ৭:৪১

সাহোশি৬ বলেছেন: ভাই, বিদেশ বিভুঁইয়ে থাকি। বেশ কয়েক সপ্তাহ যাবৎ মনটা দেশে যাবার জন্য আনচান করছে (হোম সিক হয়ে গেছি)। এর মধ্যে আপনি এটা কি শুরু করলেন?

২৮ শে মার্চ, ২০১২ সকাল ৮:০৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: ঠিক একইরকম অনুভূতি নিয়েই পোস্টটা লেখা শুরু করেছিলাম আমিও

৭১| ২৪ শে মার্চ, ২০১২ রাত ১১:২৭

ইকথিয়ান্ডর বলেছেন: আলিফ লায়লা দেখার মাঝে জুই নারিকেল তেলের একটা বিজ্ঞাপন দেখতাম, সেটা খুঁজে পেলাম না কোথাও। সন্ধান দিতে পারবেন কি?

২৮ শে মার্চ, ২০১২ সকাল ৮:০৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: হ্যাঁ , দেয়া যাবে । কোথায় যেন দেখেছিলাম , খুঁজে পাচ্ছি না , পরের পর্বে ইনশাআল্লাহ

৭২| ২৮ শে মার্চ, ২০১২ সকাল ৯:০৬

ধুম্রজ্বাল বলেছেন: ৯০ দশকের শুরুতে মহাখালী রেলক্রসিং এর কাছে বিশাল এক বিলবোর্ড ঝুলতো। ফিলিপস জিএক্স টেলিভিশনের এক লাস্যময়ী তরুনীর ছবি। টিভিতে নেচে গেয়ে বলতো " I want my GX now".
ভাবতাম তরুনীটি মালয়শিয়া/থাইল্যান্ডের কোন মেয়ে হবে।

এক বিকেলে সেই মেয়ে কে দেখি আমার রুমে আমার সোফার উপর পা তুলে বসে আছে।জীবনের প্রথম এবং একমাত্র হার্টবিট মিস হল সেই মুহুর্তে।

এরপর প্রায় ৫ বছরের ধুন্ধুমার সময়।

ভাই, আপনার পোস্ট আমার সব এলোমেলো করে দিলো।

০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ৮:৪৫

মেহরাব শাহরিয়ার বলেছেন: চাঞ্চল্যকর কাহিনী মনে হল , শুরু করেই শেষ করে দিলেন :(

মন খারাপের সময় নিজের এই পোস্ট নিজেই পড়ব না , ছোটবেলার ঝামেলাহীন জীবনের স্মৃতি মনে করিয়ে দেয়

৭৩| ০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ৯:০১

এবিসি১০ বলেছেন: ইসরে। আজ এমনিতেই মনটা এলোমেলো, তারপর নস্টাজিয়ায় আক্রান্ত করবার জন্যে আপনাকে মাইনাস। :)

প্রিয়তে নিলাম পোস্ট।

০৫ ই এপ্রিল, ২০১২ রাত ২:৫০

মেহরাব শাহরিয়ার বলেছেন: ঠিক উপরের কমেন্টেই কথাটা বলছিলাম :(

৭৪| ০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ৯:০২

এবিসি১০ বলেছেন: *নস্টালজিয়া

৭৫| ১৪ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩১

ছোটমির্জা বলেছেন:
চমৎকার,
তু রু রু তাত-তা
উল লি লি লি পাপ্পা ...।।।। উম্মা
জু জু জু জা ।।।।। সোনাজাদুমনি
পা রা প্পা পা , পারাপ্পা
সোনাজাদুমনি লে, সোনাজাদুমনি লে
--এটা দেখেই বাবা হবার শখ বেশী হয়েছিল

৭৬| ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১:২২

বায়স বলেছেন: আমার ধারণা এখনো এই ADD গুলো আবার TV তে দেখানো শুরু করলে প্রত্যেকটি Product এবং Subject অন্যরকম গুরুত্ব পাবে এবং আবার সফল হবে

৭৭| ০২ রা মে, ২০১২ সকাল ৮:৩৩

ফিরোজ-২ বলেছেন: স্মৃতিচারণ ভালো লাগলো, পুরোনো দিনের গানের মতো।

৭৮| ০২ রা মে, ২০১২ সকাল ৯:৪৩

আর.হক বলেছেন: পছন্দ দিলাম

৭৯| ০২ রা মে, ২০১২ সকাল ১০:৩৪

অনিক আহসান বলেছেন: অনেক অনেক পুরানো ঘটনা আর পুরানো স্মৃতির কথা মনে হয়ে গেল। সামুর অন্যতম সেরা ক্লাসিক পোস্ট।

৮০| ০৮ ই জুন, ২০১২ বিকাল ৪:৪৫

জগা বলেছেন: উচ্ছ্বল জীবনের দুরন্ত পথ জুড়ে
পথিক শুধু জানে যেতে হবে বহু দুরে!!
জাম্প জাম্প
জাম্প জাম্প কেডস্..

আমার সবথেকে প্রিয় !!!!!!!!!

৮১| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৩:০৯

ক্ষ্যাত বলেছেন: ভাল লাগল।

৮২| ২৪ শে জুন, ২০১২ রাত ৯:৫৪

মহামহোপাধ্যায় বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা!!
আগে কি সুন্দর দিন কাটাইতাম.............!! :(

৮৩| ২৫ শে জুন, ২০১২ রাত ৮:৩৩

মুহাম্মদ শামসুল ইসলাম বলেছেন: পুরা নস্টালজিক পোস্ট। আহ, কি সুন্দর ছিল সেই দিনগুলা :)

৮৪| ২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৫:২৮

থার্ড-আই-ব্লগ বলেছেন: এই এক পোষ্ট পড়তে আর ভিডিও দেখতে লোকজনের মোবাইল ইন্টারনেট ৭০০ টাকার ১০জিবি প্যাকেজ লেগে যাবে । আর অনেক ঘন্টা, তার চেয়ে আনলিমিটেড ইন্টারনেট নিন আর এইসব পোষ্ট পড়ুন

৮৫| ২৯ শে জুলাই, ২০১২ রাত ৩:০৪

নীল আশিক আকাশ বলেছেন: সেইরকম...

৮৬| ১৪ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:১৯

অবাক-পৃথিবী বলেছেন: সুফার লাইক

৮৭| ১০ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৭

বটতলার টারজান বলেছেন: নারিকেল তেল কই গেল ? " ওগো অনন্যা, কথা হতে আনলে গো অমন চুলের বন্যা ?"

কিংবা " কি খবর জামাই ? এত রাইতে? দিমু নাকি একখান ?- বারবার আসনের সময় নাই , পুরা প্যাকেট দাও" ! :P :P

৮৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

আমি তুমি আমরা বলেছেন: প্রিয়তে :)

৮৯| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

মি: জবরদস্ত বলেছেন: very good collection.

৯০| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

ঝড়ের শিশু বলেছেন: আরেকটা এড ছিলোনা?
"" ওগো অনন্যা
জানো কি তুমি জানো কি
তুমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা"" ??

৯১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫

শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: কিছু বালার নাই। সুপার লাইক।

৯২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

ভবঘুরের ঠিকানা বলেছেন: শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: কিছু বালার নাই। সুপার লাইক।

৯৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫

নিঃশব্দ শিশির! বলেছেন: ভালো লাগলো...................!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.