নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকলে বড় হবো....

চারাগাছ

চারাগাছ একদিন ডালপালা ছড়াবে.....

চারাগাছ › বিস্তারিত পোস্টঃ

১৫ বছর ব্লগে আপনার অবদান কি?

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৫৬


১৫ বছর দীর্ঘ সময়। একজন ব্লগার ১৫ বছর ব্লগে কাটিয়েছেন। ইদানীং অনিয়মিত হলেও একটা সময় ব্লগে মেতে ছিলেন। অনেকেই সেই সময়টাকে ব্লগের সোনালী সময় বলে।
আমার কাছেও সেটাই মনে হয়।

১৫ বছর পূর্তি উপলক্ষে একজন ব্লগার পোস্ট দিতে পারেন অভিজ্ঞতা জানাতে, ব্লগের স্মৃতিচারণ করতে। তাকে যদি প্রশ্ন করা হয় ব্লগে ১৫ বছরে আপনার অভিজ্ঞতা কি?
আচ্ছা একজন ব্লগার ব্লগে রেজিস্ট্রেশন করেছিলেন কি অবদান রাখতে ? আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন কেমন অবদান রাখার জন্য ব্লগিং শুরু করেছিলেন?
ব্লগের আপনার অবদান বলতে কি প্রতিদিন দুইটা করে পোষ্ট লেখা? ব্যাপারটা যদিও কষ্টসাধ্য কিংবা কঠিন।
নাকি সবার পোষ্টে মন্তব্য করে বেড়ানো কে আপনি অবদান হিসেবে দেখেন?
ব্লগিং করে আপনি বইমেলায় কয়টা বই প্রকাশ হয়েছে? এটা কি অবদিন হিসেবে দেখেন?
কিংবা কনকনে শীতের রাতে কম্বল বিতরণে ছুটে চলা ঢাকা টু দিনাজপুর। এটাও কি ব্লগার হিসেবে আপনার অবদানের আওতাভুক্ত?

প্রিয় ব্লগারবৃন্দ,
ব্লগে আপনার অবদানের কথা বলে যান দয়া করে।

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:১৫

কামরুল ইসলাম রুবেল বলেছেন: হ্যাঁ, ব্লগে ১৫ নয় সম্ভবত ১৭ বছর হলো আমার। প্রতিদিন প্রায় প্রতিটা পোস্ট পড়ি। কিন্তু কখনো মন্তব্য করিনা। আপনার পোস্টের আস্কারাতে আজ লগইন করলাম। আপনি যেহেতু জানতে চেয়েছেন, চেষ্টা করবো আলাদা একটা পোস্টে জানাতে। অনেক কথা জমে আছে।

আসিফ মহিউদ্দিন ক্ষান্ত দেবার পর অনেক পোস্টই মুছে দিয়ে ব্লগের নিরব পাঠক-দর্শক হয়ে গেছি।

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:৫০

চারাগাছ বলেছেন:
ব্লগে আপনার অনেক অভিজ্ঞতা আছে আপনার। অনেক দেখেছেন।
ব্লগে আপনার অবদান বিষয়ে প্রশ্ন করা হলে কেমন মনে হবে?

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্লগ অবদান রাখার জায়গা বলে আমার মনে হয় না, এটি মূলত ভাব বা তথ্য আদান-প্রদানের একটি মাধ্যম। ব্যাস, এতটুকুই।

এখানে নিতান্তই গো-মূর্খ থেকে মহাজ্ঞাণী ব্যক্তিরাও আসতে পারেন, লিখতে পারেন, তাদের মতামত শেয়ার করতে পারেন। তবে আমরা বাঙালীরা মূলত অর্ধ-শিক্ষিত জাতি, আমাদের মাথা থেকে জ্ঞাণের কথা খুব কমই আসে। মূলত অন্যের আলোচনা-সমালোচনা আর অপ্রয়োজনীয় রাজনৈতিক কথা-বার্তা চলে বেশী, বলতে পারেন অনেকটাই অলস মস্তিষ্কের সময় কাটানোর ব্যবস্থা। প্রকৃত অর্থে সমাজের জ্ঞাণী-গুণী ব্যক্তিরা এখানে কখনোই আসেন না।

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:৪৭

চারাগাছ বলেছেন:
সেক্ষেত্রে আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে ব্লগে আপনার অবদান কি ? তখন প্রশ্নটা শুনে আপনার কেমন লাগতে পারে?

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: সেক্ষেত্রে আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে ব্লগে আপনার অবদান কি ? তখন প্রশ্নটা শুনে আপনার কেমন লাগতে পারে?

এ ধরনের কোন প্রশ্ন রাখার বা কোন রকম অনুভূতি হওয়ার কোন অবকাশ আছে বলেও আমার মনে হয় না। ধন্যবাদ।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:০৩

আহমেদ জী এস বলেছেন: চারাগাছ ,




কোনও ধরনের অবদান রাখার জন্যে মনে হয় কেউ ব্লগিং করেনা। ব্লগ সে ধরনের জায়গাও নয়। ব্লগে মানুষ আসে নিজেকে প্রকাশ করতে, ভাবনা প্রকাশ করতে। এটা একটা বারোয়ারী হাট, যে যার মতামত-ভাবনা এখানে সাজিয়ে রাখেন সকলের জন্যে।
এই যেমন, আপনি এই পোস্টটি লিখে কি অবদান রাখতে চেয়েছেন এখানে ? সম্ভবত আপনি আসলে একটি তথ্য জানতে চেয়েছেন মাত্র, কোনও অবদান রেখে যান নি!
সুতরাং ব্লগে অবদান রাখা, না-রাখা নিয়ে প্রশ্ন করা অবান্তর।

ইফতেখার ভূইয়ার দু'টো মন্তব্যেই পূর্ণ সহমত।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৪৬

কামাল১৮ বলেছেন: একটা মন্তব্য যদি পজেটিভ করে থাকে সেটাই তার অবদান।হাজারটা মন্তব্য যদি মিনিংলেস করে থাকে তার কোন অবদান নাই।যারা ভাবে অকারণ সময় কাটাতে ব্লগে আছি তাদের কথা আলাদা।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৫৩

সোনাগাজী বলেছেন:



কবি, সাাহিত্যক, লেখকদের লেখা সমাজকে সাহায্য করে মানব সংস্কৃতিকে অনুধাবন করতে; ইহা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশাল অবদান।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৯

জেরী বলেছেন: আমার নিজের ও ব্লগ ব্য়স ১৫ বছর ২ মাস । কোন ধরনের অবদান রাখার জন্যে মনে হয় আমি ব্লগিং করিনাই। পড়তে ভাল লাগতো,সেই সুবাদে ব্লগে মূলত আসা। আর যে সময়ে আমি ব্লগে আসি সেই সময়টা (২০০৮-২০০৯ সাল) আমার জীবনের খুবই খারাপ সময় ছিল। তখন ব্লগবাড়ী পুরাই অন্যরকম ছিল।অনেকের পোস্ট পড়তাম,নিজে ও ফানি পোস্ট লিখতাম,নানা সময়ে নানা ক্যাচাল চলত। এসব করেই সময় কেটে যেত। নিজের জীবনের প্যারাগুলো ভুলার জন্য ব্লগবাড়ী আমার জন্য অনেকটা মেডিসিনের মতন ছিল।

বলতে পারেন আমার নিজের দরকারেই আমি ব্লগে আসছি ,ভবিষ্যতে ও অনলাইন না থাকি অফলাইনে হলে ও ব্লগে পড়তে আসব।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৪

রাসেল বলেছেন: এই ব্লগে আমার কোন অবদান নেই বলে দুঃখিত কিন্তু জ্ঞান আহরণের চেষ্টা করেছি। আমি এই ব্লগে কিছু লোককে পেয়েছি যে তারা সবসময় মানুষকে বিভ্রান্ত করে। মাঝে মাঝে মনে হয় এটা একটি গ্রামের বাজার, যা অশিক্ষিত লোকেদের আলোচনার মঞ্চ কিন্তু তারা মনে করে অনেক কিছু জানে।

এই ব্লগে আমার জ্ঞান সংগ্রহের জন্য যারা অবদান রেখেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ।

আমি সবসময় বিশ্বাস করি আমি আমার দোষ অন্যদের চেয়ে বেশি জানি। আমি মনে করি, এটি সবার জন্য সত্য। কিন্তু সেই দুষ্ট লোকেরা সর্বদা মনে করে তারা নির্দোষ, দেশপ্রেমিক, সৎ, সর্বজ্ঞানী এবং তারা সর্বদা মানুষকে বিভ্রান্ত করে। যারা সমাজের জন্য ক্ষতিকর।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৪

নতুন বলেছেন: জেলীবু যা বলেছে সেটার সাথে সহমত।

সময় নস্ট করার খুবই ভালো একটা তরিকা, সেটা প্রচলিত অন্য সকল সোসাল মিডিয়ার চেয়ে ভালো।

ব্লগে যারা লেখছেন তারা সমাজের আলোকিত মানুষের দলে।

অনেকরের থেকেই অনেক নতুন কিছু শিখেছি, জেনেছি গত ১৭ বছর ৭ মাসে।

সবচেয়ে ভালো হয়েছে প্রবাস জীবনে দেশের কাছে থাকার অনুভুতিতে থাকা।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮

মিরোরডডল বলেছেন:




অবদান রাখার উদ্দেশ্য নিয়ে কেউ ব্লগিং করে না।
যে এই প্রশ্নটা করেছে, সেটা আমি দেখেছি।
আপুর বর্ষপূর্তি পোষ্টে জনৈক ব্লগারের প্রশ্নটা খুবই অবান্তর ছিলো।
জনৈক ব্লগার যাকে গুরু মানে, তার মতো হবার তাড়নায় এইরকম প্রশ্নের অবতারণা।
আমরা সবাই জানি জনৈক ব্লগার কি পরিমাণ অনুকরণ প্রিয়।
তার উদ্দেশ্য ছিলো এরকম প্রশ্ন করে আপুকে একটু হতচকিত বা অপ্রস্তুত করা।
যদিও কোনটাই সে করতে পারেনি।
আপু নাইসলি সেটার উত্তর দিয়েছে।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: ব্লগাররা একটা ব্লগে ১০/১৫ বা ১৭ বছর থাকবে। কিন্তু কোনো অবদান থাকবে না? কেন?

যেমন ধরুন আমি ব্লগে দীর্ঘদিন ধরে আছি। এখন আমার অবদান কি? আমি যারা লেখা লেখি করেন তাদের উৎসাহ দেই। সাহস দেই। কেউ লেখা ভুল করলে ভুল ধরিয়ে দেই। দীর্ঘদিন একই ব্লগে থাকার কারনে একটা বন্ধুত্বপূর্ন সম্পর্ক হয়ে যায়। অনেক ব্লগারের লেখা থেকে অনেক কিছু শিখি। কোনো ব্লগারের বিপদে তাকে যতটুকু পারি সাহায্য করি। ব্লগে অবসর সময় কাটাই। এগুলোই তো অবদান। এগুলোই তো পাওয়া।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১১

শায়মা বলেছেন: ব্লগে আমাদের অবদান কি আছে ভাবার চাইতে আমাদের জীবনে ব্লগের কি অবদান ভাবলে মনে হয় সঠিক হইতক!

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩১

মিরোরডডল বলেছেন:



শায়মাপুর সাথে একমত।

ব্লগে আমার অবদান জিরো কিন্তু আমার লাইফে সামু ব্লগের ভুমিকা বা অবদান অনন্য।
সামু আমার অবসরের সঙ্গী। আমার ভালোলাগার একটা জায়গা।
I met so many good soul & lovely people here.
যদিও এটা ভার্চুয়াল কিন্তু তবুও আমি তাদের সঙ্গ পছন্দ করি।
So overall, now it's like a part of life.

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



@মিরোরডডল ,

আপনি বলছেন যে, আপনার লাইফে সামুর অবদান আছে; উহা কি সফটওয়ারের, মালিক পক্ষের, না তাতে ব্লগারেরও আছেন?

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০১

শায়মা বলেছেন: মিররমনি :)

আমারও মনে হয় আমার জীবনে সামু ব্লগের অনেক অবদান আছে। যেমন-

১। আমি বাংলায় লিখতে শিখেছি সামু ব্লগে এসে।
২। আমি ভাবতে শিখেছি সামু ব্লগে এসে। ( বিশেষ করে ওপেন এন্ডেড থিংকিং)
৩। আমি অনেক কিছু বিষয়ে জানতে পেরেছি সামু ব্লগে এসে। লেখা, দেখা ও শেখা ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি.....
৪। আমি অনেক অনেক বিষয়ে পড়তে পেরেছি সামু ব্লগে এসে।
৫। একটা অরগানাইজড লেখা কেমনে হওয়া উচিৎ তা ভাবতে দেখতে শিখতে ও কিছুটা লিখতেও শিখেছি সামু ব্লগে এসে
৬। একটা লেখা কেমনে আকর্ষনীয় করতে হয়। ঠিক কেমনে শুরু করলে আমার লেখাটা মানুষ একটু হলেও নজরে নেবে, কেমনে শিরোনাম দিতে হবে, কেমন কেমন ছবি সংযোজন করতে হবে এসব সবচাইতে বেশি আমি এই ব্লগে এসেই শিখেছি।
৭। চিনতে শিখেছি লেখায় লেখায় অনেক অনেক মানুষ জন চরিত্র এবং তাদের রকম সকম ধরন ধারন।
৮। কথা বলতে মানে কমেন্ট করাটাও এখানে শিখেছি আনন্দ নিয়ে
৯। নির্দ্বিধায় যে কারো সাথেই কথা বলা যে সম্ভব সেটাও মনে হয় এখানেই শিখেই কমেন্ট করতে গিয়ে।
১০। চলতে শিখেছি নানা রকম মানুষের সাথে।
১১। লড়তে শিখেছি লেখায় লেখায় ।
১০। ইগনোর করতে শিখেছি বিরক্তিকর মানুষদেরকে। আবার বেশি বাড়লে কেমনে ডান্ডা মেরে ঠান্ডা করতে হয় বাবুরাম সাপুড়ে হয়ে সেটাও শিখেছি। :) :) :)


আরও আরও আছে......

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৭

মিরোরডডল বলেছেন:




সবগুলোর সম্মিলিত ভুমিকা।
মালিক পক্ষকে অবশ্যই সাধুবাদ এই কমিউনিটি ব্লগটা আমাদের উপহার দেবার জন্য।
ব্লগার ছাড়া ব্লগিং অসম্পূর্ণ। ডেফিনিটলি ব্লগাররা ব্লগের প্রাণ। আমাদের মতো পাঠকদের জন্য যারা লিখছেন, তাদের কাছে কৃতজ্ঞ। সমগ্র বিশ্বের বাংলা ভাষার অনুরাগীদের একসাথে এখানে পাওয়া, তাদের লেখা পোষ্ট মন্তব্য প্রতিমন্তব্যের মধ্যে দিয়ে তাদের জানা, অনেক অজানা বিষয় জানা, এ সবকিছুই প্রাপ্তি।

what about you খেলাঘর ?
যদি ভুল না জানি খেলাঘর সবচেয়ে বেশি সময় দেয় সামুতে।
খেলাঘরের জীবনে সামুর ভুমিকা কতটুকু?


১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২২

মিরোরডডল বলেছেন:




বাংলা টাইপিং আমারও হাতেখড়ি সামুতে।
এর জন্য সামু একটা বিশেষ ধন্যবাদ প্রাপ্য :)

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মনে হয় অবদান তেমন কিছু রাখতে পারিনি, তবে শিখেছি, জেনেছি অনেক।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ব্লগে ব্লগারের আবার কিসের অবদান থাকবে? বরং ব্লগারের জীবনে ব্লগের কী অবদান? প্রশ্নটা এমন হওয়া উচিত ছিলো। এরই মধ্যে শায়মাও একই ধরনের কথা বলেছেন। যদি আমি বিষয়টা বুঝে না থাকি, তাহলে বিষয়টা আর একটু পরিষ্কার হওয়া দরকার মনে করি।। আর রাজিব নুর যা বলেছেন তা আমি খুব জোর দিয়ে বলতে পারছি না।

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৫২

পাতিকাক বলেছেন: জানিনা, কতদিন পর লিখতে এলাম, পড়তে এলাম। ব্লগে প্রায় ১৩ বছর ছুঁই ছুঁই।

কেমন জানি লাগছে :-)

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কিই মন্তব্য করেছেন সেটা জানতে।

২২| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৯

মিরোরডডল বলেছেন:




কেমন আছে চারাগাছ?
অনেকদিন পড় ব্লগে লগিন দেখছি।

শেষ পোষ্ট দিয়ে কোথায় হারিয়ে গিয়েছিলো!



২৩| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২০

খায়রুল আহসান বলেছেন: শায়মা বলেছেন: ব্লগে আমাদের অবদান কি আছে ভাবার চাইতে আমাদের জীবনে ব্লগের কি অবদান ভাবলে মনে হয় সঠিক হইতক! - তার এ কথাটার সাথে আমি একমত। তার পরের মন্তব্যটার (১৫ নং) অনেকগুলো কথাও আমার ভাবনার সাথে মিলে যায়।

পনের বছর নয়, এর অর্ধেকের কিছুটা বেশি সময় এ ব্লগে কাটিয়েছি। অবদান হয়তো তেমন কিছুই রাখতে পারিনি, তবে আর সবার মত আমারও অনুভূতি একই রকমের- এই ব্লগ আমার জীবনে প্রভূত অবদান রেখেছে। সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন পেশার, বিভিন্ন বিশ্বাসের মানুষগুলোর ভাবনা-চিন্তা কী রকমের হয় এবং কোন পথে চলমান/অগ্রসরমান, তার কিছুটা আঁচ অনুমান এ ব্লগ থেকে পাওয়া যায়।

যাহোক, গত আট বছরে এ ব্লগে আমার অবদান কী- এ প্রশ্নটা কোন পাঠক আমাকে না করে যদি তিনি নিজেই আমার কিছু লেখা পাঠ করে আমার অবদান, সেটা ইতিবাচক কিংবা নেতিবাচক যাই হোক, নিজেই তা উল্লেখ করেন, তাতেই ব্যক্তিগতভাবে আমি বেশি খুশি হবো।

২৪| ২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৭

বিজন রয় বলেছেন: আমার লেখা পড়ে অন্য ব্লগাররা যদি জ্ঞান লাভ করে, তৃপ্ত হয় সেটাই ব্লগে আমার অবদান। পক্ষান্তরে অন্য ব্লগাদের লেখা পড়ে যদি আমি জ্ঞান লাভ করি, সমৃদ্ধ হই সেটাও ব্লগে আমার অবদান।

আর আমি বা অন্য সবাই ব্লগে কম বেশি সময় দিই সেজন্য ব্লগটা সচল থাকে সেটাই আমার বা অন্যদের ব্লগে অবদান।

এই ব্লগে থেকে অনেকেই দেশে বা দেশের বাইরে লেখক সাহিত্যিক হয়েছেন, পুস্তক ব্যবসায়ী হয়েছেন, সেটার আমার অবদান।

হ্যাঁ, গত ১৫ বছর ধরে সেটা আমার বা অন্যের কখনো কম কখনো বেশি।

২৫| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক আপনার পোস্ট দেয়া ধন্য, অনেক পুরাতন কিছু ব্লগার এখানে পা ফেলেছেন, এভাবে যদি আবার তারা আসতেন তাহলে অবদানের কথা জানা যেত। ধন্যবাদ।

২৬| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৮

সোনালি কাবিন বলেছেন: " কে কী মন্তব্য করলো তা দেখতে আসলাম" - পোস্টে এই মন্তব্যটা ইতিমধ্যে করা হয়েছে কিনা তা দেখতে আসলাম ।

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৯

রানার ব্লগ বলেছেন: একটা ব্লগে, একজন লেখকের কি অবদান থাকতে পারে বা থাকা উচিৎ বলে আপনি মনে করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.