![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত জাগা অজস্র তাঁরা বানায় আলোর সেতু…নিরব রাতে নিরবতা ভাঙ্গে উড়ন্ত ধূমকেতু… ছায়াপথ ধরে আমি হেঁটে যাই.…একা আমি একলা রাতে শত শতাব্দি ধরে….
দেশের এক শীর্ষস্থানীয় নিউজ পেপারে কিছুদিন আগে বাংলাদেশীদের মালয়েশিয়া ভ্রমণে হেনস্তা হওয়ার খবর নজরে আসছিল।
ফেসবুকেও মালয়েশিয়া ভ্রমণ নিয়ে বেশ কিছু নেগেটিভ পোস্ট দেখেছিলাম।
আজও ফেসবুকে লেটেস্ট একজনের পোস্টে সেরকম কিছু দেখলাম।
লিটু হাওলাদার নামে ঐ ব্যাক্তির অভিজ্ঞতা নীচে কোট করলামঃ
" মালেশিয়ার মত উন্নত চাই না!
গেছিলাম মালেশিয়ায় ঘুরতে কিন্তু ৩ দিন ছিলাম আতংকে যেমন:
ভাই টেক্সিতে উঠলে সাবধান সব নিয়ে নেয়!
জংগলের ভিতর নিয়ে মেরে ফেলতে পারে! ৩/৪ ছারা উঠবেন না!
রাস্তায় সাবধানে হাটবেন নয়.....
নিজ চোখে দেখা হাজার হাজার বাংলাদেশি সিম বিক্রি করে প্রতিদিনের খাবারের টাকা জোগায়!
দোকানে কিছু কিন্তে কিনে বলে সালা তোর নিতে হবে! তাও মহিলা!
টেক্সিতে ১/২ কি:মি: দুরত্ত কিন্তু ১০ কি: মি: ঘুরায়!
হোটেলে ঘুমাতে গেলে পাসপোরট গলায় ঝুলাই রাখতে হয়।
এমন উন্নতি দেশ চাই না। "
আমার আগামী মাসের মাঝামাঝি ফ্যামিলি নিয়ে মালয়েশিয়া ভ্রমণের ইচ্ছা আছে।
সে অনুযায়ী পাসপোর্টও দিয়েছি ভিসা করার জন্য।
লিটু সাহেবের অভিজ্ঞতা দেখে এখন একটু টেনশান হচ্ছে, বুঝতে পারছি না যাবো কি যাবো না !!
সাম্প্রতিক কেউ মালয়েশিয়া ভ্রমণ করে আসলে অভিজ্ঞতা শেয়ার করুন প্লিজ।
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০
ছায়াপথের যাত্রী বলেছেন: ..... ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
পুলক ঢালী ভাইয়ের পোস্টটা পড়েছি। সেটা বেশ কয়েক মাস আগের।
সম্ভবত বছরের শুরুর দিকে উনি মালয়েশিয়া ভ্রমণ করেছিলেন।
ব্লগে লেটেস্ট কেউ মালয়েশিয়া ট্যুরে গিয়ে থাকলে তাদের অভিজ্ঞতা জানার জন্য পোস্ট করেছি।
২| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫
দি রিফর্মার বলেছেন: মালয়েশিয়াতে আপনি হোটেল নির্বাচনের ক্ষেত্রে একটু ভাল হোটেল দেখে নিতে হবে। যেহেতু আপনি পরিবার নিয়ে যাবেন তবে ধরে নিচ্ছি আপনার বাজেট ভাল। আপনি কোন এলাকায় থাকবেন তাও জরূরী। কেননা ব্যস্ত এলাকায় আপনার হাত ব্যাগ -ভ্যানিটি ব্যাগ এসব ছিনতাইয়ের সম্ভাবনা বেশি। তবে মালয়েশিয়াতে আটটা নয়টার পর কম বেরোনোই ভাল। মালয়েশিয়াতে আমাদের উবারের মত GRAB taxi আছে। এটি নিরাপদ। যাবার আগে এ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। উবারের চেয়ে কম ভাড়ায় ঘুরতে পারবেন। ২০রিংগিটে একটি সিম কিনে নিলে এই নিরাপদ বাহনটি আপনি ব্যবহার করতে পারবেন। হোটেলের বাংগালি স্টাফ আপনার কাছ থেকে টু পাইস কামিয়ে নেয়ার ধান্দায় থাকবে।
আপনার ভ্রমণ শুভ হোক।
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫
ছায়াপথের যাত্রী বলেছেন: ..... ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য এবং সাজেশানের জন্য।
হ্যা .... রাতে বের হওয়ার কোন ইচ্ছা নেই।
গ্রেব টা তাহলে ডাউনলোড করে নিচ্ছি।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: গত বছর গিয়েছিলাম ফ্যামিলি সহ, তবে কোথাও কোন সমস্যা হয়নি, আমি ছিলাম শেরাটন হোটেলে- জালান সুলতান ইসমাইল রোডে, এটা বেশ ভাল জায়গা, শেরাটনের পাশে যে ট্যাক্সি গুলো থাকে সে গুলোও বেশ ভদ্র টাইপ। চাইলে দেখতে পারেন।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ভাইয়া,প্রয়জনে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন,১১ বছর থেকে আছি,০১৬২৫২৪২৯১মালয়েশিয়া কাজাং থাকি।।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৫
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: স্যরি নাম্বারটা ভুল হয়েছে,০১৬২৫২৪১৯১.
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৬
কালীদাস বলেছেন: ব্লগার পুলক ঢালীর পোস্টগুলোতে একবার ঢু মারুন, উনি এবছরের শুরুতে বা গত বছরের লাস্টে গিয়েছিলেন সম্ভবত। আমি গিয়েছিলাম বছর দুয়েক আগে, কোনরকম সমস্যা ফেস করিনি; খালি আসার সময় এক ইমিগ্রেশন অফিসার বেয়াদবি করেছিল।
ট্যুরিস্টদের দুনিয়ার অনেক দেশেই ভেঙে খায়, কাজেই কিছু কমন সাবধানতা আপনাকে মেইনটেইন করতে হবেই। বেশি নির্জন জায়গায় না যাওয়া বা বেশি ক্যাশ সাথে না রাখা, মানিব্যাগ সাবধান; এগুলো কমন। আর পাসপোর্ট নিজের দেশের বাইরে থাকার সময় সাথে রাখার কথা বলাও লাগে না। অল্টারনেটিভ আইডি থাকলে অন্য কথা।