![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত জাগা অজস্র তাঁরা বানায় আলোর সেতু…নিরব রাতে নিরবতা ভাঙ্গে উড়ন্ত ধূমকেতু… ছায়াপথ ধরে আমি হেঁটে যাই.…একা আমি একলা রাতে শত শতাব্দি ধরে….
আজ থেকে মনে হয় দুই দলের সমর্থক গোষ্ঠীর মল্ল যুদ্ধ, বাক যুদ্ধ, ট্রল যুদ্ধ, ইমোজি যুদ্ধের একটা সমাপ্তি হলো ।।
যারা চাইবেন রাতে শান্তিতে ঘুমাতে পারবেন, চিৎকার - ফটকার আওয়াজ আর ঘুমের ব্যাঘাত ঘটাবে না !!
ঘটনার পরিসমাপ্তি হলেও যেমন তার রেশ কিছুদিন থেকে যায়, ঠিক সেরকম-ই দুই দলের সমর্থক গোষ্ঠীর দুখী চেহারা এখনও দেখতে পাওয়া যায় !! বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছোট ভাই-বোন গুলোর মনমরা চেহারা খুব একটা ভালো লাগে না !!
সাপোরটারা যতই গলা ফাটিয়ে চিল্লাক আর্জেন্টিনা কোন ভাবেই কাপ নেয়ার মতো খেলতে পারে নি ।
সো ফার মেসির খেলোয়াড়ি জীবনের বড় ট্র্যাজেডি হলো সে একটা অগোছালো টিম পেয়েছে ... তার স্কিলের ধারে কাছে কোন সতীর্থ
নেই !! এই আরজেন্টিনা দলে মেধাবী প্লেয়ারের বেশ ঘাটতি আছে !!
তার উপর এ মুহূর্তে দুনিয়ার সেরা টপ টেন মিস মাস্টার স্কোরার নাম নিলে তার মধ্যে হিগুয়েন, এগুয়েরো, ডি মারিয়া আসবে !!
মেসির জন্য অগণিত সমর্থকের ভালোবাসা থাকবে যুগ যুগ ধরে !! তার মধ্যে আমিও একজন !!
ব্রাজিল সে হিসেবে ভালো খেলেছে, ল্যাটিন ট্রেডমার্ক ছন্দময় ফুটবল খেলেছে, যদিও শেষ আটের গন্ডি পেরোতে পারে নি তারা ।
মূলত তারা ইউরোপিয়ান স্কিল, চাতুরতা আর গতির কাছে হেরে গেছে ।
নেইমার তাদের জন্য একটা ট্রল আইটেম হয়ে গেছে ।
ডেফিনেটলি নেইমার অনেক উঁচুমানের একজন খেলোয়াড়, কিন্তু অযাচিত অভিনয়ের জন্য সে পক্ষ-বিপক্ষ সমর্থক গোষ্ঠী, বিপক্ষ প্লেয়ার, এমন কি রেফারিদের ও রেসপেক্ট হারিয়েছে !!
অনেক টা মিথ্যাবাদী রাখালের মত অবস্থা নেইমার এর, সত্যিকারের ফাউলের স্বীকার হলেও এখন কেউ বিশ্বাস করে না !!
এবার একটা মজার কথা বলি ...
১৯৩৮ সাল থেকে ধরলে প্রতি বিশ বছর পর পর বিশ্বকাপ একটা নতুন টিমের কাছে গেছে ।
এই যেমন ১৯৫৮ তে ব্রাজিল...১৯৭৮ এ আর্জেন্টিনা ... ১৯৯৮ তে ফ্রান্স !!
তাহলে ২০১৮ তে কি আবার কোন নতুন টিম ???
সে হিসেবে বেলজিয়াম আর ক্রোয়েশিয়ার গোল্ডেন জেনারেশানের দিকেই থাকবে সবার নজর !!!
চাই বিশ্বকাপ টা এবার একটা নতুন টিমের কাছে যাক !!
===============================
অফটপিকঃ
ছোট বেলার কথা ... ৮০ এর দশকের শেষের দিক !!
বাংলাদেশ ফুটবলের গোল্ডেন টাইম অন্তত সাপোরটাদের জন্য !! আবাহনী-মোহামেডান ক্রেজটা তখন তুঙ্গে !!
আবাহনী মোহামেডান ম্যাচ মানেই এলাকায় ভূরিভোজনের আয়োজন !! এলাকায় দুই দলের সমর্থক প্রায় ফিফটি ফিফটি !!
সো ম্যাচ যেই জিতুক সমর্থক গোষ্ঠী থেকে গরু ভোজন তো মাস্ট !! আবাহনী জিতলে তার দলের সমর্থক গোষ্ঠী থেকে ... আর মোহামেডান জিতলে তার দলের সমর্থক গোষ্ঠী থেকে !!
আবাহনী মোহামেডান ক্রেজ যতদিন বিদ্যমান ছিল, ভূরিভোজন মিস হয় নি কখনো !!
আবাহনী মোহামেডান পরবর্তী যুগে ভরসা ছিল আর্জেন্টিনা ব্রাজিল ... দুই দল আউট হয়ে যাওয়াতে এবার ভূরিভোজন মিস-ই হয়ে গেলো !!
০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২
ছায়াপথের যাত্রী বলেছেন: ওটা তো সম্ভব না ।
বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে ??
বিকল্প খুঁজুন !!
২| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩
রিফাত হোসেন বলেছেন: আর্জেন্টিনার পর ফ্লান্স,উরুগুয়ে আর মেক্সিকো নিয়ে ঝুলে ছিলাম। শেষ ভরসা ফ্রান্স আর বাকিগুলো তেমন পছন্দের না।
০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
ছায়াপথের যাত্রী বলেছেন: ফ্রান্স আর বেলজিয়ামের মধ্যে যে জিতবে তার কাপ নেয়ার চান্স-ই বেশী ।
তবে ফ্রান্স চ্যাম্পিয়ানের মতই খেলছে।
৩| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫
রিফাত হোসেন বলেছেন: আরেকটা কথা আমার পছন্দ ছিল মোহামেডান। কিন্তু এইসব দেশী ক্লাবগুলি ব্যবসাই চিনে গিয়েছে, খেলোয়াড় বিক্রিবাট্টা করে। সৃষ্টিশীল হতে পারে নাই। এইজন্যই তলানীতে তারা।
০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
ছায়াপথের যাত্রী বলেছেন: দেশের ফুটবল ধ্বংস করেছে ফেডারেশানের স্বজনপ্রীতি, দলীয় লেজুড়ভিত্তি, আর তৈল রাজনীতি !!
৪| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭
এখওয়ানআখী বলেছেন: নতুন টিম বিশ্বকাপ পাক এটা আমারও প্রত্যাশা।
০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
ছায়াপথের যাত্রী বলেছেন: আমিও চাই বিশ্বকাপ টা এবার একটা নতুন টিম পাক !!
৫| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৮
টেকনিক্যাল এনালিসিস বলেছেন: চেনা বকরী বলেছেন:
রাজীব নুর বলেছেন: দেশের সব ছাগলদের আমার মত ছাগল হওয়ার আগ পর্যন্ত পর্যন্ত কোন সমস্যার সমাধান হবে না।
sad but true
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: দেশের সব দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের ফায়ার স্কোয়াডে গুলি করে না মারা পর্যন্ত কোন সমস্যার সমাধান হবে না।