নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
রাস্তায় পড়ে আছে সন্তানের লাশ হায়!
বাবা মার বুক ভাঙ্গা আর্তনাদ,
রক্তের নদীতে ভাসে গাজার মাটি,
বিশ্ব মুসলিম ভাইয়েরা এক হও,
ঘুমন্ত চোখ খুলে দেখ,
মানবতা ধূলায় লুটায়।
এ কেমন বর্বরতা দেখি আঁখি মেলে
বিভৎস নরকে পরিণত ফিলিস্তিনের মাটি,
পিতার সামনে সন্তানের করুণ পরিণতি,
বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে মিলাও হাত,
গুঁড়িয়ে দাও, পুড়িয়ে দাও
ঝাঁপিয়ে পড়ো ইসরাইলে।
জাহান্নামের আগুনে পুড়ে মরবি
ওরে ইহুদি নাসারা,
ক্ষোভানলে জ্বলছে বিশ্ব...দেখে নিস
ধ্বংস হবি তোরা সমূলে অচিরেই,
বুলেটের সামনে যে সাহসী ফিলিস্তিনি শিশু
তার জ্বালানো আগুনেই জ্বলবি ।
নোংরা হিংস্রতা তোদের ঠাঁই নিবে
ইতিহাসের পাতায়..
ইতিহাস হবে কলংকিত;
ঘৃণা ভরে স্মরিবে বিশ্বের মানুষ...
যুগে যুগে ঘৃণিত জাতি হিসেবে
বিশ্ব তোদের মুখে থু থু ছিটাবে
কিভাবে বন্ধুক করিস তাক!
অসহায় শিশুর কলিজা বরাবর
মায়ের সামনে ঝাঁঝরা করিস সন্তানের বুক
পিতার চোখে জুড়ে দিস নারকীয় স্বপ্ন;
মানুষ কেন তোদের বলব,
জ্বলে পুড়ে হবিরে তোরা খাঁক।
বাতাসে বাতাসে ভেসে বেড়ায় লাশ, সাঁই সাঁই
মন্যুষত্বের বিলাপে গাছের পাতা ঝরে অঝোরে..
সাদা কাফনে ঢাকা আকাশ কেঁদে ঝরায় নীল অশ্রু,
জেনে রাখ, ওরে অত্যাচারীর দল
আকাশ একবার ঝরালে অশ্রু...
ডুবে যাবি অতলে, মাটিতে পাবি না ঠাঁই;
বন্ধ কর নিষ্পাপ শিশু নিধন
দেখ, কাঁদছে বিশ্ব মানবতা
রক্ত পিপাসুরা, আর কত রক্ত পানে হবি শান্ত,
রক্তের সমুদ্রে ডুবে যাবি তোরা নিজেই;
বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন যবে হবে অটুট..
লক্ষ কোটি ব্জ্রমুষ্টির আঘাতে হবে তোদের অপমৃত্যু..
লাভ হবেনা জানালেও ফরিয়াদ করে রোদন ।
ক্ষমা কর আমায়, হে মুসলিম ফিলিস্তিনবাসী..
কবিতায় মৌন প্রতিবাদ ছাড়া কিছুই করার সাধ্য নেই যে আমার;
এইটুকু পারি শুধু, বর্জন করতে ইসরাইলী পণ্য,
সাথে আহবান জানাতে পারি সকল মুসলমান ভাইদের কাছে অথবা
আল্লাহর দরবারে হাত তুলে জানাতে পারি ফরিয়াদ, হে আল্লাহ
রক্ষা কর নিষ্পাপ অবুঝ শিশু; তোমার বিচারে তাদের দাও ফাঁসি।
হেফাজত কর মাবুদ ওদের; মুক্ত করো ফিলিস্তিনের জমিন
অত্যাচারীদের বিচার কর তুমি নিজ হাতে...
চল, সবে বলি মনে মনে, এই আয়াতে কারীম,
"লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা, ইন্নি কুনতু মিনাজজোয়ালেমিন"
ইনশাআল্লাহ প্রার্থনা কবুল হবে,
শত্রু মুক্ত হবে ফিলিস্তিন... আমিন ।
২| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৪
রাজিব বলেছেন: CNN ইসরাইলী কোম্পানি এটি কোথায় পেলেন? এর মালিক টেড টারনার ইসরাইলী তো দূরের কথা এমনকি ইহুদী পর্যন্ত নন।
৩| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৪
আবু শাকিল বলেছেন: পঙক্তি গুলা হৃদয় ছোয়া...
৪| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৫
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন । পুড়া নয় শব্দটা পোড়া হবে।
৫| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫২
রসায়ন বলেছেন: কি আর কৈতাম !
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫২
নুরএমডিচৌধূরী বলেছেন: ভাবনা গুলি খুব সুনদর
ভাল লেগেছে
.......