নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
বন্ধু মানে সুখ দু:খ
বন্ধু মানে কথা
বন্ধুর দু:খেই বন্ধুর
মনে লাগে ব্যথা।
বন্ধু মানে আড্ডাবাজি
ননস্টপ উচ্ছাস
বন্ধুর সাথেই ভাগ হয়
আনন্দ ইচ্ছাস।
বন্ধু মানে বিপদ আপদে
কাছাকাছি পাওয়া
অসুখ বিসুখে বন্ধুই হচ্ছে
ভাল হওয়ার দাওয়া।
বন্ধু মানে হেংলামি
বন্ধু যাচ্ছে তাই
সকল আনন্দের সাথে
বন্ধুকেই যেন পাই।
বন্ধু মানে একসাথে
আনন্দ হইচই
বন্ধুর সাথেই জমে
আড্ডা রইরই।
বন্ধু মানে নদীর তীরে
বাদাম বুট খাওয়া
বন্ধু মানে নদীর জলে
একসাথে নাওয়া।
বন্ধুর সংজ্ঞা কি?
দিতে পারবে না কেউ
বন্ধু মানে অথৈ জলের
উথালপাথাল ঢেউ।
২।
বিদায় বন্ধু বিদায়
চলে গেলেও তোকে ছেড়ে
মনে থাকবি সদাই।
বহুদিন তো ছিলাম
বন্ধুত্বে, হাসি খুশিতে
এবার না হয় গেলাম।
কত আড্ডা কত কথা
খুঁনসুটি, দুস্টুমি আর
ছিল কতই আকুলতা।
সব বন্ধুদের আজ স্মরি
মনে মনে, তাই বুঝি
তোদের সাথেই বন্ধুত্ব গড়ি।
বন্ধুত্ব ভুলে কত বন্ধু হায়
অকালে ঝরে, কোথায়!
চলে গেল অজানায় ।
দুরে গেলেই কি পর হয়রে
বন্ধুত্বের বন্ধন, বন্ধু দিবসে
তোদের কথাই মন শুধু কয়রে।
বন্ধু তোদের কভু, দিব না বিদায়
তোদের কাছ থেকেই করব
সকল আনন্দ উল্লাস আদায়।
©somewhere in net ltd.