নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

অবিস্তীর্ণ পথ দিয়ে কি আসতে পারবে?............

১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০০

এতো কষ্ট কেন তোমার!

এতো আবেগ কেন তোমার,

শুকনো পাতার মতো ঝরে পড়ছো অসময়ে,

আর, আবেগগুলো ঝরাচ্ছো স্বচ্চ কাঁচের গ্লাসের ভিতর;

দেখ, দেখ চেয়ে তোমার আবেগ

লাল পানির সাথে মিশে কেমন নীল হয়ে যাচ্ছে... ক্রমশ:

আর চোখগুলো হচ্ছে তোমার রক্তবর্ণ!

অশ্রুধারা রেখে দিলে অবর্ষিত! কেনো?

কোন শোকে ঢলে পড়ছো! অবেলায়?

এত তাড়াতাড়ি হয়ে গেলে নিস্পৃহ!

তোমার আঁধার কুঠোরীতে দু:খগুলো পরিকীর্ণ,

নি:সঙ্গতায় নিয়েছ নির্বাসন!

ক্লান্তি ছুঁয়েছে তোমায়?

চুয়ে চুয়ে পড়ছে তোমার উপর নির্ঘুম রাত...

তুমি তলিয়ে যাচ্ছ ধীরে ধীরে ........

গভীর সমুদ্রের অথৈ জলে,



বলি শুনো, ফিরে দেখ একবার!

শব্দহীন দুপুরের উগ্র রোদ্দুর ডাকছে তোমায়,

রোদ্দুরের আকাশে এখনো সাদা মেঘেরা উড়ে বেড়ায় স্ব অধীনতায়,

তীর্ণপ্রতিজ্ঞ রোদ্দুরের আকাশ, অমাবস্যা আসতে দেয় না।

রাতের আকাশে বিরাজ করে পূর্ণিমা, বারো মাসই;

তোমার কুঠিরের পাশের ঝিলটায়

রূপালী শশী কাঁপা কাঁপা ছবি আঁকে,

ঝিলের পাড়ে দাঁড়ানো বৃক্ষরাজির।

রোদ্দুর জানে,

তোমার মনে জোনাকরা এখনো মিটমিট আলো জ্বালায়,

মিনতি তোমার তরে! জোনাকগুলোকে মরতে দিয়ো না,

উড়ে যেতে দিয়ো না;

কোন অদৃশ্য খেলায় মেতেছ বল?

হেলায় শেষ করতে চাচ্ছ নিজেকে ক্ষ্যাপা কবি...।



এসো তবে,

সকালের নিস্তেজ রোদ্দুর,

দুপুরের ঝাঁ ঝাঁ রোদ্দুর

বিকেলের মিঠে রোদ্দুর

ডাকছে হাত বাড়িয়ে,

যেখানে আছে শুধু শুভ্রতা,

কালো মেঘেদের স্থান নেই রোদ্দুরের আকাশে,

রোদ্দুর পথ দেখাবে তোমায়

অবিষহ্য জীবন থেকে; বেঁচে থাকার পথ;

যদিও রোদ্দুরের কাছে আসার পথটি অবিস্তীর্ণ ।

(তারিখ:১৮-০৮২০১৪)

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১১

মাহবু১৫৪ বলেছেন: কালো মেঘেদের স্থান নেই রোদ্দুরের আকাশে,
রোদ্দুর পথ দেখাবে তোমায়
অবিষহ্য জীবন থেকে; বেঁচে থাকার পথ;
যদিও রোদ্দুরের কাছে আসার পথটি অবিস্তীর্ণ ।


অসাধারণ কবিতা

১ম ভাল লাগা

++++

২| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৯

অতনু অর্ঘ বলেছেন: অনেকদিন কবিতা পড়িনা। ব্যস্ত আর বিশৃঙ্খল জীবনে সবকিছুই গদ্যময়, কবিতার আবেদন তাই নিঃশেষ প্রায়। তবু কবিতা হয়, তবু মাঝে-মধ্যে নেড়ে চেড়ে দেখতে ইচ্ছে হয়। সে ইচ্ছা যে অনর্থক নয়- আপনার কবিতা পড়ে তাই মনে হচ্ছে। ভাল থাকুন...

৩| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৭

সায়েদা সোহেলী বলেছেন: এত তাড়াতাড়ি হয়ে গেলে নিস্পৃহ!
তোমার আঁধার কুঠোরীতে দু:খগুলো পরিকীর্ণ,
নি:সঙ্গতায় নিয়েছ নির্বাসন!
ক্লান্তি ছুঁয়েছে তোমায়?
চুয়ে চুয়ে পড়ছে তোমার উপর নির্ঘুম রাত...
তুমি তলিয়ে যাচ্ছ ধীরে ধীরে ........
গভীর সমুদ্রের অথৈ জলে,


কালো মেঘেদের স্থান নেই রোদ্দুরের আকাশে,
রোদ্দুর পথ দেখাবে তোমায়
অবিষহ্য জীবন থেকে; বেঁচে থাকার পথ;


+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.