নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

শূণ্যলতা/স্বর্ণলতা আর ফুল......

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯

ইকো পার্কে এই প্রথম শূণ্যলতা বা স্বর্ণলতায় ফুল ফুটতে দেখলাম এর আগে আমি এই লতায় ফুল ফুটতে দেখিনি।



শূণ্যলতা গাছ দেখলে বিরাট অবাক লাগে। শেখর নাই পাতা নাই । একটু লতা ছিঁড়ে গাছের উপর ছেড়ে দিলেই হলো



ব্যস সে গাছটি দখল করে নিল। দিন পনের এর মধ্যেই সে পুরো গাছে অবস্থান নেয় । ফলে যে গাছের উপর তার বসবাস সে গাছটার বারটা বাজিয়ে দিয়ে সে অবলীলায় নৃত্য করতে করতে বেঁচে থাকে। তবে আমার খুব সুন্দর লাগে গাছটিকে। সোনা না তবুও যেন সোনা ।



তো দেখুন স্বর্ণলতার ফুল

১।





২।





৩।





৪। স্বর্ণলতার মাঝে এই ফুলটিও দেখতে পাই...





৫। নাম না জানা ফুল





৬। কাঠমল্লিকা/কাঠবেলী





৭। মিষ্টি মেয়ে মুসান্ডা.......





৮।রঙ্গন......





৯। কাঠ মল্লিকা/কাঠবেলী





১০। মিষ্টি মেয়ে মুসান্ডা.....

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১২

ইমতিয়াজ ১৩ বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে ১ আর ৫ নম্বরটা ।

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাইয়া

২| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২০

মৃদুল শ্রাবন বলেছেন: আমিও এই প্রথম দেখলাম। আসলেই চমৎকার।

আর আপনার ক্লিকও অসাধারণ।

৩| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও প্রথম দেখেছি । অনেক ধন্যবাদ ভাল থাকুন

৪| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: মিষ্টি মেয়ে মুসান্ডা বা বেশ মিষ্টি নাম ফুলের !

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম থ্যাংকস

৫| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৩

জাফরুল মবীন বলেছেন: চমৎকার!খুব ভাল লাগল ছবিগুলো :)


X(( X(( X(( -স্বর্ণলতা কিন্তু পরগাছা।যে গাছে জন্মায় তার বারোটা বাজিয়ে ছাড়ে।সুন্দর হলেও সর্বনাশা!

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
সুন্দর হলেও সর্বনাশা

৬| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৫

সায়েদা সোহেলী বলেছেন: জাফরুল মবীন বলেছেন-স্বর্ণলতা কিন্তু পরগাছা।যে গাছে জন্মায় তার বারোটা বাজিয়ে ছাড়ে।সুন্দর হলেও সর্বনাশা!

এতো সুন্দর সর্বনাশ !!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা আপি
ধন্যবাদ

৭| ২১ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৫৩

আরজু মুন জারিন বলেছেন: অসাধারণ !!! আপনার ছবি আসলে অসাধারণ। যাক আপনি ও আছেন দেখি। আমি তো ভেবেছি সামুর নিয়ন্ত্রক মহিলা নাকি। মেয়েদের পেজ সিলেকশন এ দেখিনা। X( X(( :-/ আবার মজার ব্যাপার হলো খুব ভাল মানের লেখার সাথে অতি সাধারণ লেখা ও নির্বাচনের পেজে। এরা এত লেখা প্রতিদিন কেন নির্বাচন করে। বেছে বেছে দুই তিনটা পেজ স্টিকি করবে নির্বাচন করবে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম

ধন্যবাদ আপি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.