নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
কুয়াশার বিন্দুর মতই দেখো ঝরে যাব একদিন
শোধবে কি করে বলতো! আমার ভালবাসার ঋণ;
পথচলা শেষে থেমে যাবো, আঁধারে বাস হবে তুমিহীন,
হারিয়ে যাবো, একাকি ঘরে বাজাবে তুমি দু:খের বীণ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবা সুন্দর ফটোর জন্য । ভাল থাকুন
২| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১১
নুরএমডিচৌধূরী বলেছেন: কুয়াশার বিন্দুর মতই দেখো ঝরে যাব একদিন
শোধবে কি করে বলতো! আমার ভালবাসার ঋণ
দারুন
এতো ভালবাসা কাউকে বেসনা আপু
খুব ভাল লিখেছ
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
কি আর করা
অনেক ধন্যবাদ ভাইয়া
৩| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছো আপুনি !!
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
৪| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম!
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ২
৫| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩৪
জাফরুল মবীন বলেছেন: বিচ্ছেদের বিষাদ!
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: না । ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯
উদদিন বলেছেন:
সুন্দর মনের পরিস্ফুটন , কিন্তু এতো আমাবশ্ব্যা !
"কবি" তুমি-তো জান সব ঋনের শোধ দেয়া-যায় , কিন্তু ভালোবাসার যে ঋন তার কখন-ও শোধ হয়-না , দেয়া যায়-ও না , অনেকটা "ওয়ান ওয়ে" টিকের"ই মত হলো ভালোবাসা ! তবু-ও যদি তার শোধ-চাও কেন তবে ভালোবেসেছিলে , কেন বলে ছিলে বার-বার "স্বাগতম ! "স্বাগতম !! "স্বাগতম !!!