নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

পাঁচটি লিমেরিক.......(৮)

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

লিমেরিক-৩৬ (স্বাগতম শরৎ)



নীল অম্বরে ভেসে বেড়ায় শুভ্র মেঘের শতেক পরত

শুভ্রতা নিয়ে ঐ এলো বুঝি, আমার প্রিয়ো ঋতু শরৎ

কাশফুলের নরম ছোঁয়ায় মাতাল প্রাণ

প্রভাত আসে, নিয়ে স্নিগ্ধ শিউলীর ঘ্রাণ,

শুকরিয়া প্রভু, দান করেছ মোদের সুন্দর এই জগৎ।

(১৬-০৭-২০১৪)





লিমেরিক-৩৭ ( love )



ভালবাসার মানে সে কি জানেনা?

অবুঝ মনটারে বুঝেও বুঝেনা sad

মনে অবিরাম ক্ষত

বুকে জমা দু:খ যত; sad

পাথর মানুষ ভালবাসা খুঁজেনা!!





লিমেরিক-৩৮ (মানুষই বন্ধু)



একটুখানি ভুলের তরে ভুলে যেওনা

মানুষই তোমার বন্ধু ছেড়ে দিও না,

বিপদে পড়লে পাশে দাঁড়ায়

বন্ধুই সঙ্গ দিতে পা বাড়ায়;

মানুষই বন্ধু; কভু অকৃতজ্ঞ হয়োনা।





লিমেরিক-৩৯ (চোখে পড়ছে পোকা)



চোখ টিপ দেয় যখন তখন, বেটা কিযে দুষ্ট

এদিক ওদিক চেয়ে হাসে দুষ্টু টিপে দুই ওষ্ঠ,

চোখে পড়ছে পোকা

খাইছে বেটা ধোঁকা;

আহারে বেটার চোখে পানি, মনে বুঝি ম্যালা কষ্ট!!

(18/08/14)





লিমেরিক-৪০ (খুশির বার্তা)



মুখের ভাষায় ভালবাসায় হলাম যে আজ সিক্ত

হর্ষস্রোতে ভাসে অন্তর, জীবন তো নয় আর রিক্ত,

শুভেচ্ছা পেয়ে মুঠি মুঠি

আনন্দেরই পিছু ছুটি,

ছোট ছোট খুশি অনেক পাওয়া যায় না করা ব্যক্ত। (17/08/14)



মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

আবু শাকিল বলেছেন: পাথর মানুষ ভালবাসা খুঁজেনা কেন?

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: দিলটা যে পাথরের এজন্য মনে হয় । থ্যাংকু

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

কলমের কালি শেষ বলেছেন: একটুখানি ভুলের তরে ভুলে যেওনা
মানুষই তোমার বন্ধু ছেড়ে দিও না,
বিপদে পড়লে পাশে দাঁড়ায়
বন্ধুই সঙ্গ দিতে পা বাড়ায়;
মানুষই বন্ধু; কভু অকৃতজ্ঞ হয়োনা।


এই লাইনগুলো এখন বেশী দরকার ।

কবিতায় ভালো লাগলো ।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

সাইফুদ্দিন আযাদ বলেছেন: অল্প কথায় অনেক কিছু ফুটিয়ে তুলেছেন তাও আবার কবিতার মাধ্যমে! প্রত্যেকটি লিমেরিক দারুণ লেগেছে..... ধন্যবাদ লেখককে..

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

নুরএমডিচৌধূরী বলেছেন: দারুন

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: লিমেরিক ৩৮ বেশি ভাল লেগেছে ।+

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো। সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.