নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

শরতের শিউলী ফুল.........(১)(সাইজ ছোট)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

আসলে এই ছবিগুলো গত বছরের আগষ্টের .........

ইন্ডিয়ার পুনের এনআইবিএম ট্রেনিং ইন্সটিটিউট থেকে তোলা।

আমার কলোনীতেও অনেক শিউলী গাছ আছে কিন্তু খুব ভোরে উঠেও ফুলের দেখা পাওয়া যায় না। পুজার জন্য কুঁড়িয়ে নিয়ে যায় সবাই। ছোট বেলা থেকেই আমার শিউলী ফুল অসম্ভব প্রিয় । ছোট বেলা ঝুড়ি নিয়ে ভোরেই গাছে নিচে উপস্থিত হতাম । কখনো ফুলের উপর পা রাখিনি । ফুল সরিয়ে হেঁটে যেতাম। ঝুড়ি ভর্তি ফুল নিয়ে অকারণে মালা গাঁথতাম প্রতিদিনিই । অসংখ্য মালা গেঁথেছি এই জীবনে। কখনো ফুলের কমলা ডাটা ফেলে শুধু ফুল দিয়ে বিছার মত মালা গাঁথতাম সেই মালা আয়নায় ঝুলিয়ে রাখতাম। দিনশেষে নষ্ট হয়ে গেছে ফেলে দিতাম। এজন্য প্রতিদিনই গাঁথা হতো।



পুনেতে সাতদিন থেকেছিলাম। একটা ভোরও মিস করিনি। সবাই যখন ঘুমে বেঘোর আমি উঠে চলে গিয়েছি শিউলী গাছের নিচে। সারা ট্রেনিং ইনস্টিটিউট ঘুরে বেড়িয়েছি একাই । সেই সাথে ছবিও তোলা হয়েছে হাজার হাজার । অন্ধকার থাকতেই চলে যেতাম গাছের নিচে কখনো খালি পায়ে হেঁটে চলে গিয়েছি সেখানে। পুনেতে ১০ মিনটি পর পর গুঁড়ি গুঁরি বৃষ্টি হয়। যার কারণে গাছ লতা পাতা সব স্নিগ্ধ সজীব দেখা যায় । সবুজ ঘাসে খালি পায়ে হাঁটতে অনেক মজা। শিউলী গাছের নিচে বসে থেকেছি আকাশ ফর্সা না হওয়া পর্যন্ত। অনেক গাছপালা থাকায় পাখির কলকাকলীতে কানে ধরে যেতো। অসম্ভব ভাল লাগা কিছু সময় ছিল যা ভুলার মতো নয়। আল্লাহর কাছে শুকরিয়া তিনি আমাকে সুন্দর কিছু সময় উপহার দিয়েছেন।



তো দেখুন কিছু শিউলী ফুলের ছবি। ক্যামেরা ছিল সনি সাইবার সট ডব্লিউ৫৭০

এডিট করেছি ফটোশপে..........



১।





২।





৩।





৪।





৫।





৬।





৭।





৮।





৯।





১০।





১১।





১২।





১৩।





১৪।





১৫।





১৬।





১৭।





১৮।





১৯।





২০।



মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭

নুর ইসলাম রফিক বলেছেন: আপনিতো দারুন ফটোগ্রাফার, প্রশংসা বা করে পারলাম না।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ কি যে বলেন না........ ক্যামেরা হাতে থাকলে সেই জায়গায় থাকলে যে কেউ ছবি উঠাতে পারতো । ধন্যবাদ সুন্দর প্রশংসার জন্য ভাল থাকুন

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

ফিলিংস বলেছেন: ঘ্রানে ভিজিয়ে দিলেন....

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ফিলিংস

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মন কিছুটা খারাপ ছিল, :(

আমার অতিপ্রিয় ফুলের চমৎকার কিছু ছবি দেখে
মনটা শিউলী বোটার কমলার রঙে উৎফুল্ল হয়ে গেল !!

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোষ্টের জন্য !

ভালো থাকুন সব সময় ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ --- সবগুলো ফুল আমি নেব !! কিছু ফুল না হয় বিলিয়ে দেব !!

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দিয়ে দিলাম নিয়ে যাও

ধন্যবাদ আপি

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার!!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮

হানিফ রাশেদীন বলেছেন: অসাধারণ সুন্দর লাগলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবিগুলো সুন্দর। ফটোগ্রাফিতে আপনার স্কিল ভালো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

আহসানের ব্লগ বলেছেন: ওয়াও

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২২

যাযাবর বেদুঈন বলেছেন: জীবন্ত ছবি। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার মত সব ছবি। শিউলি খুব প্রিয় একটা ফুল আমার। ছোট বেলায় এই শিউলি ফুল নিয়ে অনেক স্মৃতি আছে। আমাদের বাসার সামনে একটা শিউলি গাছ ছিল। মনে পড়ে গেল অনেক স্মৃতি।

সবুজের উপর হার্ট আকৃতির শিউলি ফুল দিয়ে সাজান ছবিটা আপনার অনুমতি পেলে নিতে চাই।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনুমতি দিলাম

ধন্যবাদ ভাইয়া

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

যাযাবর বেদুঈন বলেছেন: অশেষ ধন্যবাদ। :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.