নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মন কথনিকা—২
মন আকাশে বারো মাসই ভাসে কালো মেঘ
মেঘগুলো গলে ঝরে না এক ফোঁটা আবেগ,
পাখি উড়ে না আকাশে, চায় নীলের উদ্দেশ
কোন সে কষ্টে অঝোর ধারা হলো নিরুদ্দেশ।
মন কথনিকা—৩
কপাল কুঁচকিয়ে আমার পানে এমনভাবে তাকাও!!
কত হাজার ষড়যন্ত্র বুঝি মনের ভিতর পাকাও!
হাসতে বসতে চলতে অপরাধ কেন এত তুকাও?
ভয় দেখিয়ে সকল কাজে কেন! দিলটা ধুকধুকাও।
মন কথনিকা—৪
কাজকর্ম হাতে যদি না থাকে, অলস বেলা কাটে
আশেপাশে কেউ থাকেনা মন কাঁদে একা মাঠে,
কাজ যখন হাজারটা মাথার উপর বসে ঝেঁকে,
বিপদগুলোও তবে কাছে আসে রঙধনু রঙ মেখে।
মন কথনিকা—৫
দেহখানি নুয়ে পড়লেও সদা মনটা থাকে তাজা
প্রজাপতি উড়ে মনে, বয়সটা দেয় দেহরে সাজা;
উড়তে গিয়েই মন হোঁছট খায় স্বেচ্চাচারীদের ভীড়ে
ব্যথায় বুঝায় বয়স বাড়ছে, রক্ত চুয়ে বুকটা চিঁড়ে।
মন কথনিকা—৬
ইকারাসের ডানায় চড়ে, চল যাই অচিন গ্রহ মঙ্গলে
পালাবে নাকি! আমার সাথে লোকালয় ছেড়ে জঙ্গলে;
বেড়েই চলছে চুরিধারি খুন-খারাবি আর হিংসা দ্রোহে
এসব ছেড়ে হারিয়ে যাব দুজন পৃথিবী ছেড়ে অন্য গ্রহে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার সাথে গেলে চল যাইগা.......... হাহাহ
ধন্যবাদ
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯
নুরএমডিচৌধূরী বলেছেন: .........
Wow fantastic
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু থ্যাংকু
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১০
পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪
ইথান মাহমুদ বলেছেন: প্লিজ আমাকে নিয়ে যান বস।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিকাছে যেদিন ডাকি চলে এসো কিন্তু
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০
বাংলার পাই বলেছেন: দারুন। ++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০
ইথান মাহমুদ বলেছেন: "ইকারাসের ডানায় চড়ে, চল যাই অচিন গ্রহ মঙ্গলে"
পারলে চলে যেতাম। অসলেই পালাতে চাই সবার কাছ থেকে এই দুনিয়া থেকে।