নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

নেত্র কাব্য........

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

১)

এদিক সেদিক বিচরণ করো; দেখে নেই এক ঝলক

মুখে কথা না হলেও চোখে কথা হয়ে যায় এক পলক।



২)

চোখে কেন একবার চোখ তোমার রাখনা

চোখে আছে সাত সাগর, চোখ রেখে দেখনা।



৩)

চোখে পুকুর চোখে নদী চোখে সমুদ্র

চোখে ভাসো ডিঙি নিয়ে...

মনের চোখটা তোমার কেন এত ক্ষুদ্র।



৪)

চোখে হারাই, মনে তোমায় হারাই না

মনে আছ খুঁজতে তাই পা বাড়াই না।



৫)

জল ঝরে এক নয়নে,

হয়ে গেলযে এক যুগ

তোমার লাগি কান্দি না,

এটা আমার চক্ষু রোগ।





৬)

চোখ দিয়ে দেখে ভাবি তোমায় তুমি অনন্য

মন তোমার জানতে গিয়ে দেখি খাঁখাঁ অরণ্য

মনের চোখ দিয়ে দেখ; আমি নই নগন্য।



৭)

যখন তখন কান্দায় আমায় চোখে পড়ে পোকা

অঝর ধারায় জল দেখে ভাবো বুঝি বোকা!

পোকায় কান্দায় বলে তোমায় দিয়ে দেই ধোকা।



৮)

চোখ দিয়ে দেখায় প্রভু

সুন্দর এই ধরা

লাল দেখি নীল দেখি;

স্বপ্ন দুচোখ ভরা।



৯)

কপালে এঁকে দেই যখন ইয়া বড় নীল টিপ;

চোখ তোমার সরে না, বুক করে ঢিপ ঢিপ;

বল তুমি, শুন মেয়ে, টিপ নয়, জ্বলছে যেন নীল দীপ;

নীল আলোয় আমায় দেখ; চুলে সেঁটে দাও নীল ক্লিপ।



১০)

তোমার চোখ আমার চোখ; চোখে চোখে বেশ কম

সব কিছুতেই সুন্দর দেখি; তুমি বল সবই ভ্রম

দেখ দেখ সুন্দর ঘাসফড়িঙ; তুমি বল হুম হুম...

বার বার ডাকলে তোমায়, চোখে ফুটাও এটম বোম।



মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: চোখ নিয়ে, অাপনার কবিতা বা নেত্র কাব্য ভাল লাগল।


সামুতে কিভাবে জিঅাইএফ দিতে হয়, পারি না। |-)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি যেভাবে পোষ্ট করা হয় সেভাবেই

ইমেজ লিংকের আগে [img শেষে ] চিহ্ন দিলেই হয়ে যায়।

ধন্যবাদ

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

কলমের কালি শেষ বলেছেন: চোখে পুকুর চোখে নদী চোখে সমুদ্র
চোখে ভাসো ডিঙি নিয়ে...
মনের চোখটা তোমার কেন এত ক্ষুদ্র। :(

নেত্র কাব্য ভাললাগলো । :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: সবগুলোই ভালো লাগলো ।
ভালো থাকবেন :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংক অপূর্ণ

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সবগুলো দারুন ছন্দময় । সুন্দর +

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: চোখ নিয়ে সুন্দর কাব্য ভাল লাগল। ভাল থাকবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি । আপনিও ভাল থাকুন

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আহ্... চমৎকার :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস ভাইয়া

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

বাংলার পাই বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন। সব গুলোই সুন্দর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩২

নুর ইসলাম রফিক বলেছেন: khub sundor

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস ভাইয়া

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাব রে বাপ ------ অসাধারণ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি :)

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১১

সায়েদা সোহেলী বলেছেন: এক চোখেতে অস্রু ঝরে
আরেক চোখেতে কাব্য
মাঝখানেতে তুমি

তোমার ছবি তোমায় দেখায়
হৃদয় পটে ভালোবাসা জাগায় ;)

এইটা ফাতেমার জন্য :)

পোস্টে +++++++++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও অনেক অনেক ধন্যবাদ আপি। খুব সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.