নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মন কথনিকা—৭
এক জগতে তোমার বাস, অন্য জগতে আমি
কেন তুমি বুঝলা নাগো মুহুর্তটা কত যে দামী;
আমি ঘাটি মোবাইল নেট তুমি দেখছ টেলিভিশন
চল একটুখানি করি চ্যাট, মিস করছি তোমায় ভীষন।
মন কথনিকা—৮
চলে যাও না বলে এ কেমন তরো কারবার
দুচোখ খুঁজে তোমায় হৃদয় জ্বলে ছারখার
চলে যদি যাবেই তবে কেন এলে কাছে
অবুঝ এই মনটা যে, শুধু তোমায় যাচে ।
(31 August at 19:25)
মন কথনিকা—০৯
চুপচাপ বন্ধু! কথা না বলে, থাকো কেমন করে?
ঠোঁট দুটো বন্ধ; না হেসে, মন কেমন করে ভরে?
আমি কথা বলি; মন খোলে কথা হয় দিন কি রাতে,
স্মিতহাস্য ঠোঁটে; সুখ-দু:খে কথা হয় হাসির সাথে।
1 September at 20:28 •
মন কথনিকা—১০
ক্লান্ত দেহ ক্লান্ত মন মৌনতায় চলে বেলা অবেলা
কথা না বলে সে আমার সাথে করে কেমন খেলা!
আড়চোখে তাকায় কভু চোখ পড়লে নেয় সরিয়ে
এমন খেলা দেখতে দেখতে যায় যে বেলা গড়িয়ে।
2 September at 2014 19:52
নেট কালেকটেড ছবি
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন হামেশা
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
এম এ কাশেম বলেছেন: চমৎকার ছবিতা
অপূর্ব কবিতা
শুভেচ্ছা প্রিয় ছবি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কাশেম ভাইয়া <৩
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২১
ইমতিয়াজ ১৩ বলেছেন: মন কথনিকার কথামাল আর নেট কালেকটেড ছবি উভয়-ই খুব ভাল লাগলো। বিশেষ করে
এক জগতে তোমার বাস, অন্য জগতে আমি
কেন তুমি বুঝলা নাগো মুহুর্তটা কত যে দামী
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৭
ইমিনা বলেছেন: কবিতা আর পড়বো কি। আপনার নেট ছবির জানলার বাহিরে তাকিয়েই আমি হারিয়ে গেলাম। এই বেলা বুঝি আর মুখ থেকে কথা ফুটবে না আমার
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮
আমিনুর রহমান বলেছেন:
দারুন হয়েছে ছবি আর কবিতার সমন্বয়।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৭
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো, অনেক।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: সবগুলোই ভালো লাগলো । আচ্ছা , এই ছবি কোথায় পাইলেন আর কিভাবে যুক্ত করলেন ?
ভালো থাকবেন
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৪
ডট কম ০০৯ বলেছেন: আপনারে গুগল প্লাসে দেখেছিলাম। আজ ব্লগে দেখলাম এরপর ফেসবুকে দেখিবার ইচ্ছা রাখি।
ছন্দ উচ্চমানের না হলেও এনিমেটেড ছবি গুলা অনেক কথা বলতেছে।
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৬
জলমেঘ বলেছেন: ছবি গুলোর সাথে খুব ভালো লাগলো মন কথনিকা। সিনক্রোনাইজেশনটা চমৎকার।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৪
জুন বলেছেন: এক জগতে তোমার বাস, অন্য জগতে আমি
কেন তুমি বুঝলা নাগো মুহুর্তটা কত যে দামী;
অপুর্ব মন কথনিকা সাথে নেট কালেক্টেড ছবি ।
+