নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

খণ্ড কাব্য-(১)

০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

মনের যত কথা
-------------------
১।
দু:খ তুই করিস না মন
কি হবে আর এতে
নিজেই নিজের হাল ধরে
এগিয়ে হবে যেতে।
২।
মন চলে মনের মত
কি সাধ্যি ধরার
ভেঙ্গে গেলে একবার
সাধ্য কি গড়ার।

৩।
মনটা আমার আয়না ছিল
ভেঙ্গে দিলে তুমি
সুখ প্রতিচ্ছায়া দুরে গিয়ে
শূণ্য হলো ভূমি।

৪।
বার বার মন ভাঙ্গে
অবিশ্বাসের ছোঁয়ায়
প্রেম প্রীতি ভালবাসা
পর্যবসিত ভূঁয়ায়।

৫।
মনটা আমার অবুঝ হলো
প্রেম পাওয়ার আশায়
প্রেমের তরী ফুটো করে
মাঝি ডুবায় ভাসায়।


টুকরো কাব্য-৬ (দোষ-গুন-১)
----------------------------------
১।
হাজারটা দোষ খুঁজে পাও
গুনটাও তবে খুঁজো
দোষগুলোও গুন হয়ে যায়
এটা কি তুমি বুঝো।

২।
দোষ-গুনেই মানুষ হয়
গুণীজনরা তাই কয়,
দোষের চেয়ে গুন কম?
চেষ্টা করো থাকতে দম।

৩।
দোষকে পিছে ফেলে
গুনকে টানো সামনেই
গুনের প্রতি সমাদরে
দোষটা কাটে এমনেই।

৪।
দোষটা কারো বেশি হয়
কম হয়ে যায় গুনটা
কিসের মাঝে দোষ গুন
খুঁজে পায়না কোনটা।

৫।
দোষ দেখেই যদি তবে
ভুলে যাও তার গুন
সেই দোষে তুমিও দোষী
মন তুই এবার শুন।

৬।
সবার বুদ্ধি হয় না এক
জানে সর্বজন
অযথাই কেনো তবে খুঁজি
দোষ সর্বক্ষণ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: দুটি পোষ্ট একসাথে করে দিয়েছেন।


ভাল লাগলো আপনার খন্ড কবিতা মালা।


লেখায় +++

২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮

মাহবু১৫৪ বলেছেন: +++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.