নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

প্রস্তুত থাক পুরুষ.....

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১০

তোমরা হারতে জান না,
নিজের জায়গায় অবিচল থাকতে চাও,
সকল বিষয়ে নিজের মতকেই প্রাধান্য দাও,
তোমরা পুরুষ, তাই!!
চোখ সমুদ্রের নোনা জলে ডুবিয়ে রেখেছি নিজেকে;
ঢোক গিলতেই তেতো স্বাদে গলা অবধি ছেঁয়ে যায়…
অতৃপ্ত মন নিয়ে নতজানু হতেই থাকি,
যদি স্বাভাবিকে নিয়ে আসতে পারি জীবন…
তাইতো দিয়েই গেছি হরপল;
নতজানুর শেষ প্রান্তে এসে গেছি এবার।
নেয়ার পালা আমার..
নিতে না পারি,
দেয়ার আক্রমণটা মুখ অস্ত্রই যথেষ্ট।
প্রস্তুত থাক পুরুষ…:)


মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: পুরুষ শাষিত সমাজে নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতনও কিন্তু কম নয়।




লেখায় +++

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: তা নিতান্তই কম ভাইয়া

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনার কবিতার প্রথম চার লাইনের মতই একজন শক্ত সমর্থ পুরুষ ভাবতাম। কিন্তু সংসার হবার পরে বুঝতে পারছি - ভালবাসা আর আবেগের প্রচন্ড শক্তির সামনে আমার এই শক্তি দুই দণ্ডও টেকেনা। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, এই সর্ববিনাশী শক্তির উৎস কি?

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহহাহ বলার কিছুই নাই

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

মাহবু১৫৪ বলেছেন: +++

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

নুরএমডিচৌধূরী বলেছেন: পুরুষ শাষিত সমাজে নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতনও কিন্তু কম নয়


ইমতিয়াজ ১৩

একমত
তবে
তোলনায়
নারী
বেশি

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

নিলু বলেছেন: নারীর বেহেশত যে স্বামীর পায়ের তলায় তার কি করবেন ? তবে যতো অভিনয়ই করুন নারী কম দোষী নয় । তাই বলি মুখে আপনার যতো জোরই থাকুক শেষ প্রজন্ত কেঁদে ফেলা ছাড়া আর কি ?

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুল কথা ভুল তথ্য ভাইয়া

মায়ের পায়ের তলায় বেহেশত

আর স্বামীর পায়ের তলায় স্বর্গসুখ নট বেহেশত

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

প্রামানিক বলেছেন: নারী পুরুষের মধ্যে যদি মিল থাকে তাহলে কেউ নির্যতীত হয় না। মানসিকতার উপর সব নির্ভর করে। নারী পুরুষ উভয়েই উভয়কে নির্যাতন কম করে না। একটার হিসাব হলে আরেকটার হিসাব হয় না। তখন এই নির্যাতনের পার্থক্য দেখা দেয়।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম তাও ঠিক ব লেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.