নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
অলস বেলা পার করা কঠিন
অথচ রাত পোহালেই শুরু কর্মব্যস্ত জীবন,
রুটিন মাফিক সময় পার
যন্ত্রণায় কুঁকড়ে উঠা সময় কাটতে চায় না!
চারদিকে এত নিরবতা কেনো;
ইচ্ছাস, উচ্ছাস হারালো কেনো অবেলায়?
জীবন তো ছোট তোমরা বলো!
আমিও বলি জীবন ছোট, তবে ছোট নয়
যন্ত্রণাময় পল কাটিয়েছ কি কভু নিরবে নিভৃতে?
তখন কি মনে হয়নি, জীবন ছোট নয়,
জীবনে কষ্টের এক ঘন্টার হিসাব কষে দেখোতো,
জীবন কত বড়.....
অলস সময়, অপেক্ষার সময়গুলো এত দীর্ঘ কেনো?
০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: েআন্তরিক ধন্যবাদ ভাইয়া । ছুটির দিন কেমন কাটলো
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: শুকরিয়া্ ছুটির দিন গুলো ভালই কেটেছে, তবে গত রাত থেকে ছোট ছেলেটার ডায়েরীয়া শুরু হয়েছে। দোয়া করবেন।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৪
সায়েদা সোহেলী বলেছেন: .লেখা যদিও ভালো হয়েছে , তবে তোমার থেকে দুঃখ দুঃখ লেখা ভালো লাগে না । ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩২
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা। বাস্তব জীবনটাকে তুলে নিয়ে এসেছেন কলমের আঁচড়ে।
ভাল থাকুন নিরন্তন........