নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» রক্ত পিপাসু মশাদের মতই.........

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

পাল্টে মানুষ, পাল্টে সময়, পাল্টে দুনিয়া
সময়ের সাথে পাল্টে গেল মশারাও আজ
স্বাস্থ্যবান মশারা আর কানের কাছে গান গেয়ে বেড়ায় না
রাতের বেলা বের হতো যে সুন্দরী মশারা
তারা দিনদুপুরেও উদোম নৃত্যে মেতে উঠে ঘর জুড়ে;
নৃত্যে কোন শোরগোল নেই; এরা মানুষের মত হাপিত্যেশ করে না..
তবে কিছু সুযোগ সন্ধানী মশা মানুষের মতই এরা এদের মুখ্যম কর্মটি সমাধা করে।

বিনা কষ্টে রক্তপানে এরা ডায়াবেটিস রোগীর মত স্বাস্থ্যবান হয়ে উঠে দ্রুত,
আরাম আয়েশে জীবন যাপনের ফলশ্রুতিতে
আলস্যতা ভর করে ওদের দৈনন্দিনতায়...
ওদের নিধনে যখন বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন করে রাখি ঘর...
ওরা পালায় না; আলসেমী করে বসে পড়ে আগুনের লেলীহান শিখার উপর;
ধুঁয়ামুক্ত ঘরে ওরা ফের উজ্জিবিত হয়ে উঠে নিমেষেই...
ওদের আটকাতে মানুষ কত ব্যবস্থাই না গ্রহণ করে থাকে,
কিছুতেই এদের দমানো যায় না...
কয়েকজন মিলে তুলে ধরে ওদের আটকানোর ফাঁদ..
একজন একজন করে রক্ত চুষে বেরিয়ে আসে বীরদর্পে।

চুপিসারে কখনো হাতের ডানায় উড়ে বসে স্বাস্থ্যবতি মশা-মশানিরা
অন্য হাতের ছোঁয়ায় পিষ্ট হয় তবু উড়ে চলে যায় না...
এই যে এত কাহিনী, এত প্রশংসা করছি ওদের...
কি লাভ হলো, ওদের হিংস্র থাবার রক্তাক্ত হলো বাহু আমার;
ওরা ধীরে ধীরে এতটাই দুর্বোধ্য হয়ে উঠছে যে,
সমাজের হিংস্র মানুষের মত কোন দিক থেকে
আক্রমিত হবো ঠাহর করতে পারি না।

মশাদের থেকেই বুঝি শিখেছে মানুষ কিভাবে অসহায়দের রক্ত চুষতে হয়।
মানুষ তোমরা সৃষ্টির সেরা না হয়ে রক্তচোষা মশা হও,
তাহলে তোমাদের দেখে মুখ ফিরিয়ে নিবে না কেউ,
বাস কর দল বেঁধে তোমাদের মত হিংস্রদের নিয়ে,
ড্রেনে, নর্দমায়, পঁচা ডুবায়।
রক্ত পিপাসু মানুষেরা শুন,
মনুষ্যত্ব নিয়ে যারা বেঁচে আছি তারা যেন নিজেকে মানুষ বলতে পারি।


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল ।




মশারা যদি জানে আপনার এই পোষ্টে সম্পর্কে তবে আপনার খবর আছে।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার লেখনী , ভাললাগা +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.