নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ক) দুরের পাখি তুই কাছে আয় খ) রাতের ভিতরও রাত থাকে....

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

১। দুরের পাখি কাছে আয়
--------------------------
দুরের পাখি তুই কাছে আয়
বোস না এসে পাশে
বনে থাকিস একা একা
ভয় কি পাস না ত্রাসে?

সোনার খাঁচায় তোরে পুষব
রাখব যতন করে
সন্ধ্যে হলে বসব দুজন
আড্ডাটা প্রাণ ভরে।

গান গাইবি রে গভীর রাতে
বসবি তুই মোর সিথান
ঘুম দিব যে স্বপ্নের ‘য়দেশে
চাঁদটা হবে বিতান।

কিরে পাখি আসবি নাকি
হবি নাকি ইয়ার?
বন্দি নয়কো করবো তোকে
করবো অনেক পিয়ার।



২। রাতের ভিতরও রাত থাকে.
----------------------------------
রাতের ভিতরও রাত থাকে
জানা নেই হয়তো কারো
বদলে যায় চেনা মুখগুলো
রাতটা হয় যখন বারো।

মানুষ হায়েনা রাত জাগে
তৃষ্ণা মিটাবার তরে
রক্তের নেশায় অলি গলি
বেড়ায়রে ঘুরে ফিরে।

ভুলে গিয়ে সবকিছু সে
লোভের পথে পা বাড়ায়
লোভের মোহে অন্ধ হয়ে
হিংস্রতার সীমা ছাড়ায়।

রক্ত যদি খেলি অন্যের
তোর রক্তও খাবে চুষে
একূল ওকূল হারিয়ে রে
আগুনে জ্বলবি শেষে।

দিনকে আল্লাহ করেছেন যে
রোজীর কর্ম করার তরে
বিশ্রামের জন্য রাতের সৃষ্টি
আরামে ঘুম যাও ঘরে।
Friday, 2 May 2014 at 23:36

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: দুটি কবিতা ই ভাল লাগলো।



লিখা চালিয়ে যান নিরন্তন .....

২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম ভাল লাগা। :)
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.