নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
লেখালেখি এত বলে
চিল্লায় খোকা নাকি সুরে
আঁকা আঁকিটা বিরামহীন
হোম ওয়ার্কে মাথা ঘোরে।
যখন দরজার সামনে এসে
কলিং বেলে টিপ দেয় টিচার
শব্দ শুনেই মাথা গরম
বাবার কাছে চায় সে বিচার।
বলে, বাবা ছোট আমি!
ক্যামনে পড়ি এত পড়া
চোখে ব্যথা হাতে ব্যথা
সাথে আছে মাথা ধরা।
খেলব কখন তুমিই বলো
পড়তে যদি সময় গেলো
এটা কেমন কথা হলো
খোকার মাথা এলোমেলো।
সব পারি, জানো না যেনো
বোর লাগে বুঝো না কেনো!
এক লেখা হাজার বার লিখি
নতুন কিছু দাও না শিখি!
ভাল লাগে না আর পড়তে
লিখে লিখে খাতা ভরতে..
আচ্ছা, মা সব পড়াই পড়ব,
হাতের লেখাটাও লিখব।
আগে তো একটু বল খেলি
ড্রয়িংটাও সেরে ফেলি
-ওরে... দুষ্টু বলিস কিরে
পড়ার টাইম কি আসে ফিরে!
জিজ্ঞাসা-টাইম শব্দ কি এক মাত্রার?
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: ২য় ভাল লাগা সুন্দর কবিতায়।