নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» আজ বড্ড ভালবাসতে ইচ্ছে করছে.........

২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৩

একজন একগাঁদা বই নিয়ে এসে বলেছিল একদিন
জন্মদিন শুভ হউক; বইগুলো তোর জন্য
অবসরে পড়িস, সময়গুলো ভাল কাটবে।

অথৈ সোৎসাহে বইগুলো আলগোছে টেবিলে
রেখে গালে হাত দিয়ে চিন্তন রেখা ফুটে উঠে ভালে...
জন্মদিনে মানুষ বই দেয় আশ্চর্য্য, চকলেট নতুবা
আইসক্রিম কি দিতে পারতি না দুস্ত! বই দিলি কেন?
আচ্ছা! খুলেই দেখি বইয়ের পাতায় আছে কি!
বইয়ের পাতা খুললেই বুকের ভিতরে ধড়াম করে
বজ্রপাতের মত একটা তরঙ্গ খেলে যাচ্ছিল...
প্রথম পাতায় গুটি গুটি অক্ষর তোমাকে দিলাম
তোমাকে দিলাম, মানে কি!
নিজ হাতে বন্ধু তুই দিলি বই আর লিখলি তোমাকে দিলাম
আমাকে তো দিয়েই দিলি, এমন কথা কেন লিখলি বুঝিনি,
আর আমাকে তুমি করে করলি সম্বোধন, কি বিতিক্চ্ছিরি অবস্থা।

ফেলে আসা দিনগুলোতে এত গভীর ভাবনা কখনো
বুকের ভিতরে আঁকুপাকু উঁকি দিতো না........
আমাদের যুগে ভালবাসা জীবনে বুঝি দেরিতেই আসতো
হই হুল্লোড়ে পথ চলা, উল্লাসে দিন পার, উচ্ছ্বাসে সময় কাটানো,
ক্ষ্যাপা ক্ষনগুলো বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধতায় আবদ্ধ আমরা ক'জন।

আঁড়ালে আবদালে কতজনকেই বলতে শুনেছি
কানাকানিতে বাতাসে ভেসেও আসছিল, ভালবাসি তোমায় ভালবাসি,
ভালবাসার ফাঁদে তখন পা দেয়া হয়নি।

ভালবাসা, প্রেম কখন যে এসে চলে গেলো নিরবে নিভৃতে ঠেরই পাইনি
আজ বার বার গাইতে ইচ্ছে করে সেই গানটি.......

"প্রেম একবারই এসেছিল নিরবে
আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায় মৃদু পায় এসেছিল
পারি নি তো জানতে।।
সে যে এসেছিল বাতাস তো বলে নি
হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি।
তারে সে আধারে চিনিতে যে পারি নি
আমি পারি নি ফিরায়ে তারে আনতে।।"

কখন যে সময় আর স্রোত ভাসিয়ে নিয়ে আসলো
কঠিন পাথরের মাঝে বুঝতে দেরী হয়ে গেছে বুঝি অনেক।
আজ বড্ড ভালবাসতে ইচ্ছে করছে!!!!

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১১

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা নষ্টপলজিক কবিতায়।



বড্ড ভালবাসতে ইচ্ছে করলে ভালবেসে ফেলাই ভাল।




ভাল থাকুন নিরন্তন।

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪

ভূতের কেচ্ছা বলেছেন: নষ্টপলজিক

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস ভাল থাকুন

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৯

এম এ কাশেম বলেছেন: তারে সে আধারে চিনিতে যে পারি নি
আমি পারি নি ফিরায়ে তারে আনতে।।"

এবার এনো গো ফিরায়ে তারে

শুভ কামনা।

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম হুম

ধন্যবাদ ভাল থাকুন

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪

আলোরিকা বলেছেন: Time and tide wait for none..... :D :(

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্য কথা ধন্যবাদ

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালবাসাকে কি সময়ের ফ্রেমে বাঁধা যায়?
যায় না বোধ হয়।

"কভু ভালবাসা গুঞ্জরিত হয় তোমারও মনেতে
প্রকাশিও তারে তুমি প্রকাশিও তারে।"

কবিতায় ভাল লাগা।
+++

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

আরজু পনি বলেছেন:

অফলাইনে পড়ে এখন আবার পড়লাম ।

কী দারুন !

নস্টালজিক কবিতায় ভালোলাগা রইল ।।

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.