নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বইমেলার-২০১৫ (বাহিরের ছB)-১

০২ রা মার্চ, ২০১৫ সকাল ১১:০৭

২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় গিয়েছিলাম বইমেলায়..... নক্ষত্র ব্লগের পুরষ্কার আনতে । রাতের বইমেলা এবং বাহিরের হাবিজাবি মেলা বেশ ভাল লাগছিল। বেশীক্ষণ থাকতে পারিনি । রাত হওয়ার কারণে । মেলায় কয়েকটা বই কিনে বের হই। বাহিরের মানুষের আনন্দ মেলা দেখে মনটাই ভাল হয়ে যায়। সাজসজ্জায় অপরূপ সুন্দর লাগছিল পুরো বইমেলার ভিতর আর বাহির........ বইমেলা আসলেই আনন্দের একটা স্থান। উপছে ভীড়ই তা বলে দেয়।

বই কিনতে যেমন আনন্দ লাগে তেমনি সাজানো হাজার হাজার বইয়ের সমাহার দেখতেও বেশ লাগে। হাজার মন খারাপ হলেও বই মেলা গেলে নিশ্চিত যে কারো মন ভাল হয়ে যাবে।

এবারেও অনেক বই কেনা হয়েছে তবে বাচ্চাদের জন্যই বেশী কিনা হয়েছে। বইয়ের ছবি আগামী পর্বে থাকবে।
এই পর্বে মেলার বাইরের ছবি..................... আশাকরি ভাল লাগবে সবার ।

টুকটাক কিনাও হয়েছে আবার ফাঁকে ফাঁকে ক্লিকও দেয়া হয়েছে
১।


২।


৩।


৪।


৫।


৬।


৭।


৮।


৯।


১০।


১১।


১২।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শিরোনামটি নিশ্চয় মজা করে দিয়েছেন! :)

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে ব ইমেলার বাহিরের ছবি বললা্মই তো ............ সত্যি কথা তো

থ্যাংকু :)

২| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: বই মেলার ছবি ব্লড়ে চুড়ির ছবি বেশী কেন?


০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: বইমেলার বাহিরের ছবি তো আগামীতে বইয়ের ছবি থাকবে

৩| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৪

শোভন মোস্তাফিজ বলেছেন: আপু খালি সাজুগুজু করে :)

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খালি সাজুগুজুর ছবি দিছি নি

সাথে যে মন্ডা মিঠাই দিলাম তার কি হুম

৪| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৩২

সোহানী বলেছেন: বই মেলা বাট বইয়ের ছবি কই !!!! চুড়ির ছবিতে +++++++

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু আপি তুমি ছাড়া কেউ বুঝলো না

৫| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: শোভন মোস্তাফিজ বলেছেন: আপু খালি সাজুগুজু করে

তীব্রভাবে একমত। খালি সাজুগুজু।

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ খালি আমি সাজুগুজু করি
দেখা যাবে ভবিষ্যতে আপনাগো বউরা কি করে

থ্যাংকু । তবে সত্য আমি সাজুগুজু ভালবাসি

৬| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩২

সুমন কর বলেছেন: বই মেলার - বইয়ের ছবি কই !!!


সুন্দর পোস্ট।

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: বইমেলার বাহিরের ছবি তো তাইৱ

ভিতরের ছবি কম তোলা হইছে

আগামী পর্বে পাবেন
থ্যাংকু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.