নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
এবার বইমেলায় মোট তিনদিন গিয়েছি......বইমেলা মানেই অন্য রকম একটা আনন্দ উৎসব
যারা বইমেলায় যান তারাই বুঝবেন কতটা আনন্দের জায়গা হয়ে উঠে সেই বইমেলা।
বই কেনার পাশাপাশি বইয়ের ছবি উঠাই প্রতিবারই............ থরে থরে সাজানো বই দেখে মনই অন্য রকমন হয়ে যায়
অনেক সময় বিরক্তিও লাগে যখন বেশী ভীড় থাকে। তখন বইয়ের দোকানের সামনেই যেতে পারি না ভীড় ঠেলে।
এজন্য আমি মেলাতে যাই তিনটার দিকে আর অফিসিয়াল ডেতে......... মেলা অপেনের সাথে সাথে তেমন একটা ভীড় থাকেনা ইচ্ছেমতো ঘুরে ঘুরে বইমেলার বইয়ের ভান্ডার দেখার সুযোগ মেলে। তবে প্রচন্ড রোদ থাকে তখন হালকা পাতলা ক্লান্তিও লাগে।
বইমেলার ছবিগুলো দেখেন ভাল লাগতেও পারে নতুন বইয়ের ছবি দেখে smile
১।
২।
৩।
৪।
৫।
৬। সবচেয়ে মজার ছবি এটা/......................
অই তোরা বাচ্চা পোলাপান আন্ডা বাচ্চা বইমেলায় কি করছ
বেরো কইলাম..................আউট আউট............... হাহাহাহাহ এমনই লাগে ছবিটা দেখলে
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫
আবু জাকারিয়া বলেছেন: পড়া ও ছবিগুলো দেখার পর মনে হল, এইমাত্র বইমেলা থেকে ঘুরে আসলাম। ভালই লাগল।
৩| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১১
ইমতিয়াজ ১৩ বলেছেন: যাক, অন্তত ৩য় পর্বে এসে বই এর ছবি দেখতে পারলাম। আগের দুই পর্বে ত শুধুই চুড়ির ছবি ছিল।
বই এর ছবি ব্লগে ৩য় ভাল লাগা।
৪| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫১
সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি।
৫| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: চুড়ি কোথায় আপু।
চুড়িরে মিসাই তো।
আন্ডা পোলাপান তাড়ানোর কথা গুলান ভালো লাগল।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩০
সোহানী বলেছেন: সবচেয়ে সুন্দর স্টলের ছবি দিলেন না যে আপুমনি যেখানে বইয়ের ডিজাইনে স্টলটা ছিল। তারপর ও +++++++