নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি নামাও আল্লাহ তুমি......

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪



ব্যাঙের বাড়ি ডোবায় ছিল
ডোবা ছিল জলে ভরা
গ্রীষ্মের তাপে জল শুকিয়ে
ডোবায় নামল অথৈ খরা।

পিপাসাতে কেঁদে কেঁটে
গান গেয়ে যায় ব্যাঙেরা সব
ঘ্যাঙর ঘ্যাঙর সুরে সুরে
বৃষ্টির আশায় সুর কলরব।

আসে নারে বৃষ্টি তবু
ডোবা পুকুরের জল শুকায়
পশুপাখি, মানুষ, ব্যাঙের
তৃষ্ণায় প্রাণটা ধুকপুকায়।

আকাশ ফেটে আগুন বেরোয়
পুড়িয়ে যায় বৃক্ষতরু
জলের লাগি হাম্বা হাম্বা
কান্দে মাঠের সকল গরু।

গরুর উপর বুলবুলিটা
হা করে তাকিয়ে আছে
আকাশপানে দৃষ্টি দিয়ে
প্রার্থনাতে বৃষ্টি যাচে।

কা কা করে কাউয়া চিল্লায়
মাঠঘাট সব শুকিয়ে গেলো
জলের জন্য ওড়ে ঘুরে
আকাশ নীলে এলোমেলো।

ভ্যা ভ্যা করে রামছাগলটা
দড়ি বাঁধা মাঠের মাঝে
ছুটোছুটি করছে রোদে
মরছে বুঝি রোদের ঝাঁঝে।

সবুজ পাতা পুড়ে চুপষে
ডালের সাথে পড়ছে নুয়ে
জলের ছোঁয়া পেলেই বুঝি
সবুজের সুখ পড়বে চুয়ে।

দমকা হাওয়ায় মেঘগুলো সব
উড়িয়ে নেয় হিমালয়ে
বৃষ্টি বুঝি তাই নামেনা
দু:খ বড় মন আলয়ে।

আয় নেমে আয় বৃষ্টির ফোঁটা
দে-না মাটি শীতল করে
অপেক্ষায় আছি সবাই
কখন বৃষ্টি যাবি ঝরে।

চলো সবাই বলি মনে
বৃষ্টি নামাও আল্লাহ তুমি
ভিজিয়ে দাও শুকনা মাটি
জলে ভরো খরার জমি।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১

আহলান বলেছেন: বৃষ্টির জন্য এমন আকুতি ...আল্লাহ তুমি কবুল করো ...

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ঠান্ডা করলেন তার রহমতের বৃষ্টি দিয়ে
ধন্যবাদ আপনাকে

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০

মহা সমন্বয় বলেছেন: আপনার কবিতাটি স্বার্থক হয়ছে।
আবশেষে বৃষ্টি নামল:D

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা ভাল থাকুন

৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

মুসাফির নামা বলেছেন: এত কম ধৈর্য, বৃষ্টির জন্য কবিতা লিখে ফেললেন। ভালোই হলো গরমে শুধু কবিতা বের হচেছ।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
গরমে ধৈর্য্য কমই থাকে

৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: বৃষ্টিতো কেবলই ঝড়ছে
ছাতার উপর পরছে
ভিজেনা তার মাথা
যায়না তাই সাথে ।
কেবলই থাকে তার
আকুলি আর বিকুলি
ধন্যবাদ টুকু রইল
তুলা কবের পরে ।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবা ভাল থাকুন

৬| ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৫০

ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও থাকল ধন্যবাদ ।

০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.