নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

নির্লিপ্ত প্রহর...

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৫

দুরুত্বের কথা! সে শুরু থেকেই বুঝিনি ভাবছ?
আজ আচম্বিতে কেনো দুরত্ব নিয়ে কথা তুলছ?
কাছে ছিলে তাই থাক, কাছে থেকেও না হয় দূরে থাক
জীবন যাচ্ছে যাকনা, তোমার আমার সীমা সেই এক
মিশে যাব ক্ষয়ে যাব, ঘুরঘুট্টি আঁধারে মিলিয়ে যাব
চোখ মেলে তাকালেই আঁধার ছাড়া আর কি-বা দেখবে!!
নিরস অলস ক্ষণ সে কবে থেকেই চলছে ঝিমিয়ে
এখানে নেই উচ্ছ্বাস, আছে শুধু নির্লিপ্ততা অস্থিরতা
ঘূনে ধরা মন ঘুমে থেকে থেকে বিষন্নতায় ডুবেছে
নি:শ্বাসে ঘন কুয়াশা, ঝিমঝিম কষ্ট বুকের কোণে,
কিভাবে বলছ শুনি দুরত্ব নিয়ে কথা? কে বাড়িয়েছে?
মনের কাছে টানোনি কভু ঠেলে দিয়ে ভাল থেকেছ কি?
আজ তোমার সময় হয়েছে, আমি সেতো ভেসে গিয়েছি
ছিটকে পড়া হৃদয় আয়ত্বে আনার দিন ফুরিয়েছে।
থাকিনা এমন করে, শুনো আছিতো পাশেই আছি থাকি
কিছু লাগলে ডাকলে ছুটে আসব কথা দিলাম আমি
প্রয়োজন এখন যা, অকপটে বলে দিয়ো পেয়ে যাবে।
দিতে জানি নিতে নয়, কিছু চাইনে আমার, লাগবেনা,
ভালবাসার প্রহর ভেসেই গেছে নির্লিপ্ততার ঝড়ে
ভেঙ্গে গেছে মনঘর, অগুছালো থেকে থেকেই অভ্যস্ত
এভাবেই ভাল আছি, তুমি আমি কাছাকাছি খুব দূরে
অযথাই কেনো আজ ভাবছ, নুয়ে পড়ো বিষন্নতায়
মন ছুঁয়ে মন নেই তাতে কি, থাক পাশে অনন্তকাল।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮

মুসাফির নামা বলেছেন: পদ্য আকারে গদ্য।অনুভূতির কবিতায় অনুভূতি নেই।

০২ রা মে, ২০১৬ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনুভূতির দুয়ার বন্ধ করে রাখছেন যে
ধন্যবাদ ভাল থাকুন

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩

রুদ্র জাহেদ বলেছেন: অভিমান তৈরি হয়ে যায় নির্মল ভালবাসায়।ভালো লেগেছে লেখা

০২ রা মে, ২০১৬ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া । আমিতো ভয়ই পেয়েছিলাম । লেখাটা বুঝি ভাল হয়নি
এখন ভাল লাগছে

৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: ঘুরে ফিরছি পৃথিবীর এ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত
পাইনি খোজে এমন মধুর ছন্দময় কবিতার দেখা।

'দুরুত্বের কথা! সে শুরু থেকেই বুঝিনি ভাবছ?
আজ আচম্বিতে কেনো দুরত্ব নিয়ে কথা তুলছ?'
বললেই হল দুরত্বখানি মাপ কোন কম্পাস নিয়ে
মনের দুরত্ব যে মাপতে হয় হৃদয়ের মাপকাঠি দিয়ে'

'কাছে ছিলে তাই থাক, কাছে থেকেও না হয় দূরে থাক
জীবন যাচ্ছে যাকনা, তোমার আমার সীমা সেই এক
মিশে যাব ক্ষয়ে যাব, ঘুরঘুট্টি আঁধারে যাব মিলিয়ে
চোখ মেলে তাকালে আঁধার ছাড়া আর কিবা দেখবে!!'

কবিতায় আছে ছন্দ মিত্রাক্ষর ও অমিত্রাক্ষর কে তা না জানে
অমিত্রাক্ষরে ছন্দ মিলাতে হয় শব্দের রিদমটিকে কাছে টেনে
নিয়ে তাই, খুটে খুটে দেখা হল শব্দগুলু কেমন করে জুটছে
কিভাবে ছড়াচ্ছে জ্যোতি কবিতার পরতে পরতে প্রতি নিশ্বাসে ।

শেষ লাইনটির সাথে লাগালে শুধু একটি অক্ষর দেখ কেমন হয়
'মন ছুঁয়ে মন নেই তাতে কি, থাক পাশে অনন্তকাল' অন্তরালে
এমনটি হলে কাছে কিংবা দুরে থাকার অন্তর জ্বালা যাবে নিবে
ছিটকে পড়া হৃদয় আয়ত্বে আনার দিনগুলিও যাবেনা ফুরিয়ে ।

এত সুন্দর আবেগঘন ছন্দময় কবিতাটির জন্য অনেক ধন্যবাদ
মন্তব্যের ঘর পাঠকের বিধায় আপনার কবিতা কেটেকুটে
আপনাতেই দিলাম। ভাল থাকুন এ শুভকামনা রইল ।

০৩ রা মে, ২০১৬ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন মন্তব্য দেখলে ... ইচ্ছে হয় সারাজীবন ধরেই লিখে যাই। লেখার অনুপ্রেরণার জন্য এমন মন্তব্য যথেষ্ট সহায়ক একজন লেখকের জন্য । খুব সুন্দর মন্তব্য মন ভরে গেছে
আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নাই। ভাল থাকুন স্বপরিবারে :)

৪| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:৪৫

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: মনে হয়, আপনার ব্লগে প্রথম এসেছি। আপনার লেখাগুলো অনেক ভাল। প্রিয় পোস্টে তুলা রইল। সামনের দিনগুলোর জন্য শুভ কামনা রইল।

০৩ রা মে, ২০১৬ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া আর পাশেই থাকুন
আপনাদের মন্তব্য পেলে লেখায় প্রেরণা জোগায়

৫| ০১ লা মে, ২০১৬ সকাল ১১:০৮

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: দারুণ।

০৩ রা মে, ২০১৬ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ তাহসিন ভাইয়া ভাল থাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.