নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিগুলো জেগে উঠে আচম্বিতে....

০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০৫


©কাজী ফাতেমা ছবি
-------------------------
মুগ্ধ সুন্দর দিনগুলি হায়!
কেমন করে যায় চলে যায়
স্মৃতিগুলো ধূসর মলিন
দৃষ্টি থেকে হলো বিলীন।

রোজ প্রভাতে শিউলী তলায়
মালা গেঁথে দিতাম গলায়
ঝুড়ি ভরতে ফুলে ফুলে
দুনিয়ার সব যেতাম ভুলে।

একটা দুইটা শিউলীর মালা
সাজাতাম হায়! মনের ঢালা
ফুলের গয়না হাতে কানে
পরে খুব সুখ লাগত প্রাণে!

শিশির ভেজা দূর্বাঘাসে
নগ্ন পায়ে শান্তি চাষে
হেঁটে হেঁটে প্রভাত বেলায়
রোদ্দুর হয়ে লাগতাম খেলায়।

কত শত দুষ্টুমিতে
ভেসে যেতাম সুখঊর্মিতে
প্রভাত দুপুর বিকেল সন্ধ্যা
সুখের স্পর্শে শান্তির তন্দ্রা....

দড়ির দোলনা গাছের ডালে
দুদোল দুলতাম তালে তালে
মুগ্ধ প্রহর আমার ছেড়ে
বিদায় নিলো হাতটি নেড়ে!

রাতআঁধারে জোনাক পোকা
বাঁশের ঝাঁড়ে থোকা থোকা
জ্বলত নিভত ঝুঁপআঁড়ালে
পালাতো সে হাত বাঁড়ালে।

চাঁদের আলো উঠোন জুড়ে
দৃষ্টি যেতো বহুদূরে
মিষ্টি আলোর প্রহরগুলো
স্মৃতির উপর পড়ল ধূলো!

ঝিঁঝি পোকার ডাকের চোটে
যেতো হঠাৎ নিদ্রা টুটে
হুক্কা হুয়া শিয়াল ডাকে
আঁখের ক্ষেতে ঝাঁকে ঝাঁকে।

কোথায় গেলো সে দিনগুলি
ক্ষ্ট মনে খেলছে হুলি
এত এত সুখের স্মৃতি
হয়ে রইল দু:খ-গীতি।

লিখতে গেলে সকল কথা
সময় নষ্ট হয় অযথা
আর যাবোনা স্মৃতির বাড়ি
স্মৃতির পাতায় টানলাম দাঁড়ি।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:২২

এ কে এম রেজাউল করিম বলেছেন: দড়ির দোলনা গাছের ডালে
দুদোল দুলতাম তালে তালে
মুগ্ধ প্রহর আমার ছেড়ে
বিদায় নিলো হাতটি নেড়ে!


আহা! সেই দিনগুলো কি আর আসবে ফিরে?

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর আসে না ফিরে

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

২| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:২৪

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: অতীত আর বর্তমানের মিল খোঁজতে গিয়ে নস্টালজিক হয়ে পড়ি । খুব ভাল লাগল ।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ভাল থাকু সব সময়

৩| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১:১২

সুমন কর বলেছেন: লিখতে গেলে সকল কথা
সময় নষ্ট হয় অযথা
আর যাবোনা স্মৃতির বাড়ি
স্মৃতির পাতায় টানলাম দাঁড়ি।
-- ছন্দময় সুন্দর হয়েছে।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
কৃতজ্ঞ আপনি আমার প্রতিটি পোষ্টে আসেন :)

৪| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:১৬

শামছুল ইসলাম বলেছেন: শিউলি ফুলের স্মৃতিরা আপনার কবিতা পড়ে মনে পড়ে গেলঃ

//রোজ প্রভাতে শিউলী তলায়
মালা গেঁথে দিতাম গলায়
ঝুড়ি ভরতে ফুলে ফুলে
দুনিয়ার সব যেতাম ভুলে।//[/sb

ভাল থাকুন। সবসময়।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ...। ভাল লাগল স্মৃতিতে ফিরিয়ে নিতে পেরে । ভাল থাকুন

৫| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

মাসুদ মাহামুদ বলেছেন: দারুন ।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন

৬| ০৬ ই মে, ২০১৬ ভোর ৫:২১

ডঃ এম এ আলী বলেছেন: লিখতে গেলে সকল কথা
সময় নষ্ট হয় অযথা
আর যাবোনা স্মৃতির বাড়ি
স্মৃতির পাতায় টানলাম দাঁড়ি।
দাঁড়ি টানার কথা বললেই হল
সেই যে আপনার অন্য একটা
কবিতায় দেখলাম ঐ মেয়েটার মত
কেন জানি মন খারাপ কইরা
গালে হাত দিয়ে রেললাইনে
বসে আছেন সেটা কোথায় গেল
তাই স্মৃতির পাতায় এখনই
দাঁড়িটানা চলবেনা কোনমতেই
বলা যখন শুরু হইছে তখন
সব কথা বলতেই হবে । হা হা হা

কবিতাটা খুব সুন্দর হয়েছে । পড়ে ভাল লাগল

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা দাড়ি টানলাম না

ইনশাআল্লাহ স্মৃতি নিয়ে আরো লিখব
ভাল থাকুন

৭| ০৬ ই মে, ২০১৬ রাত ৮:১৩

শরতের ছবি বলেছেন: খুব নস্টালজিকটা পেলাম ।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ শরত । ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.