নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
পাপের মাঝে ডুবে আছি
মনের বাড়ি আঁধার কালো
শান্তি নাইতো ভিতর বাহির
লাগেনা আর কিছুতে ভালো।
ফযর গেলো ঘুমের ঘোরে
স্বপ্ন দেখি শত হাজার
ভোরের বেলা ঠাণ্ডা হাওয়ায়
স্বপ্ন বসায় সুখের বাজার।
চক্ষু মেলে দেখি যখন
পুবাকাশে সূর্য হাসে
ফযর আমার হলো কাযা
আফসোস শুধু মনে আসে।
মাঝ আকাশে সূর্য এলে
সময় হলো এবার যোহর
সংসার সাজাই বাচ্চা পালি
মনে ঝরে সুখের নহর।
একটু একটু যায় রে বেলা
কর্ম শেষে ক্লান্ত দেহ
খেয়ে ধেয়ে শু'তে ইচ্ছে
বিছ্না বুলায় আদর স্নেহ।
নামাজ না হয় পড়ব পরে
আগে একটু আরাম পোহাই
যোহর বুঝি কাযা হলো
কষ্ট মনে আল্লা'র দোহাই!!
দুপুর গেলো কাজে কর্মে
আরাম শেষে উঠে দাঁড়াই
বেড়াই ঘুরাই পার্কে পার্কে
সূর্যাস্ত তক্ সুখে হারাই।
পশ্চিম দিকে সূর্য হেলে
আসর গেলো মাগরিব এলো
ঘরে এসে বিশ্রাম শেষে
দেখি মাগরিব চলে গেলো!
রাতের আঁধার রঙীন আলো
ঝিকমিকিয়ে আলো ছড়ায়
এসির নিচে সোফায় বসে
টিভি দেখে সময় গড়ায়।
নাটক ফাটক খবর টক শো
মনে ধরায় প্রবল নেশা
দেখতে দেখতে রাত বারোটা
এবার কাযা হলো এশা।
নামাজ ছাড়া দিনটি গেলো
কাযার বোঝা মাথায় আমার
দিনমাস বছর, যায় গড়িয়ে
মনে গড়ি পাপের খামার।
আঁধার গোরে একা আমি
পঁচে গলে পড়ব ক্ষয়ে
নামাজ ছাড়া আর কে আছে
সঙ্গে যাবে বন্ধু হয়ে।
সকল কাজের ফাঁকে ফাঁকে
নামাজ পড়ব ওয়াদা হোক
নামাজের আলো মন মাঝে
সুখে দু:খে ছড়িয়ে রো'ক।
মিছেই আমরা দৌঁড়াই কেবল
দু'দিনের এই ধরার পিছু
চলো সবাই নামাজ পড়ে
পাপের বোঝা কমাই কিছু।
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাল থাকুন
২| ০৬ ই মে, ২০১৬ রাত ৮:১৪
সুমন কর বলেছেন: বিষয়টা ভালো, এবার কিন্তু মোটামুটি লাগল।
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা ভাল থাকুন
৩| ০৬ ই মে, ২০১৬ রাত ৯:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি খুব ভাল লাগল
কবিতাটি পাঠে বিখ্যাত
একটি ব গজল মনেপড়ল
কেন রে ঐ বেনামাজী
নামাজ কেনে পড়না
নামাজ বিনে হাসর দিনে
শান্তি তোদের হবেনা ।
ভাল থাকুন এ কামনা থ্কল
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই গজলটা অনেক সুন্দর
শুনলেই মন ভরে যায়।
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ভাল থাকুন সর্বদা
৪| ০৬ ই মে, ২০১৬ রাত ১১:১৪
শামছুল ইসলাম বলেছেন:
//আঁধার গোরে একা আমি
পঁচে গলে পড়ব ক্ষয়ে
নামাজ ছাড়া আর কে আছে
সঙ্গে যাবে বন্ধু হয়ে।// -- হে আল্লাহ্, নামাজকে আমার বন্ধু বানাও।
//সকল কাজের ফাঁকে ফাঁকে
নামাজ পড়ব ওয়াদা হোক
নামাজের আলো মন মাঝে
সুখে দু:খে ছড়িয়ে রো'ক।// --- আমীন।
নামাজ নিয়ে সুন্দর ছড়া উপহার দেওয়ার জন্য কবিকে ধন্যবাদ।
ভাল থাকুন। সবসময়।
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: শামছুল ইসলাম বলেছেন:
//আঁধার গোরে একা আমি
পঁচে গলে পড়ব ক্ষয়ে
নামাজ ছাড়া আর কে আছে
সঙ্গে যাবে বন্ধু হয়ে।// -- হে আল্লাহ্, নামাজকে আমার বন্ধু বানাও।
আমীন
অনেক ধন্যবাদ আপনাকে । সাথেই থাকুন
৫| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৫৬
বিবেক ও সত্য বলেছেন: না, নামায পড়লেও মুক্তির নিশ্চয়তা নেই-’নামাযে অমনোযোগি এমন সকল নামাযীদের জন্য ধ্বংশ’(সুরা মাউন)। আল্লাহ নিজেই কিছু নামাযীদের এভাবে অভিশাপ দিয়েছেন। যদি আপনার নামায ঠিকমত না হয় তা হলে আপনার পরিণতি নামায যারা পড়ে না তাদের চেয়েও বেশি ভয়ংকর। নামায না পড়লে গুনাহ হবে ঠিকই, তবে আল্লাহ কুরআনে কোথাও অভিশাপ যে বেনামাযীদের জন্য ধ্বংশ।
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রহণ করার মালিক আল্লাহ
তাই নামায পড়ি নামাজের আহবান জানাই
ধন্যবাদ
৬| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৩:০৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ছন্দে ছন্দে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিলেন আপু, জাজাকাল্লাহ খায়র...
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সাথেই থাকুন
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৬ রাত ৮:১১
শরতের ছবি বলেছেন: লেখার বিষয়টা ভালো লেগেছে ,ধন্যবাদ সেজন্য ।