নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
শুভ সকাল
©কাজী ফাতেমা ছবি
তোদের মুখে হাসি দেখলে
যাই ভেসে যাই সুখের ভেলায়
তোদের নিয়ে মেতে থাকি
সুখে দু:খে তৃপ্তির খেলায়।
নীড়ে যখন ফিরি আমি
ঝাপটে ধরিস মা মা বলে
অবুঝ পাগল মনটি তখন
সুখে পড়ে গলে গলে।
চোখে মুখে খুশির ছোঁয়া
জোয়ার হয়ে উছলে পড়ে
ইচ্ছে আমার সঁপে দিতে
সব আনন্দ তোদের তরে।
ঝাপাঝাপি ঘরটি জুড়ে
রাতদুপুর কি সন্ধ্যা সাঁঝে
হাসি-খুশির সুরে সুরে
মনে সুখের বাজনা বাজে।
পিছন থেকে জড়িয়ে থাকিস
মায়ের গলায় ঝুলে থাকিস
মনে কতো স্বপ্ন আঁকিস
মায়ের কথা মনে রাখিস!
অসুখ হলে বুকে শুয়ে
বলিস তোরা আরাম লাগে
রাজা আম্মা বলে বলে
জড়াস রাগে অনুরাগে!
নারী আমি পূর্ণ হলাম
মা-যে হলাম তোদের আমি
তোদের কতো ভালবাসি
জানেন শুধু অন্তর্যামী!
তোরাই আমার সুখ পৃথিবী
দু:খে কষ্টে আরাম ছোঁয়া
তোরা ছাড়া ভাবতে গেলে
চোখে লাগে গরম ধোঁয়া।
থাকিস তোরা সারাজীবন
মায়ের বুকের মানিক হয়ে
মায়ের দোয়ায় নামিস পথে
উত্তম কাজে বিশ্বজয়ে।
ভাল থাকিস খোকা তোরা
সুন্দর করে জীবন গড়িস
সত্যসুন্দর জীবন গড়ে
পাগলী মায়ের মনটা ভরিস।
দোয়া রইল তোদের প্রতি
ভালো মানুষ হবি তোরা
দেশের দশের সেবা করে
যশখ্যাতি হোক ভূবন জোড়া।
০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন সবসময়
মা দিবসে পৃথিবীর সকল মাকে শ্রদ্ধা সালাম আর ভালবাসা
২| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৩০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা। ভাল থাকুন
৩| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১:১৩
মাহমুদা আক্তার সুমা বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা আপনাকে।
১০ ই মে, ২০১৬ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনে ক ধন্যবাদ সুমাপি ভাল থাকুন
৪| ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
ডঃ এম এ আলী বলেছেন: মায়ের দোয়ার সাথে সুর মিলালাম
"দোয়া রইল তোদের প্রতি
ভালো মানুষ হবি তোরা
দেশের দশের সেবা করে
যশখ্যাতি হোক ভূবন জোড়া"
অনেক সুন্দর কবিতা কবিকে শুভেচ্ছা ।
১০ ই মে, ২০১৬ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:২৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ লাগল লেখাটা, মা দিবসের শুভেচ্ছা আপনাকে ...