নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

যত আগুন বুকে আমার নিভিয়ে দিয়ো এক ফুঁতে.....

০৯ ই মে, ২০১৬ রাত ১২:০৫



নেইনা খবর মাগো তোমার
ক্ষমা করো যদি পারো
ব্যস্ত আমি শত কাজে
সুখে জীবন পোয়াবারো।

আদর স্নেহ ভুলে সকল
লুটাই গো প্রাণ নিজের তরে
নিজের মাঝে নিজেই থাকি
সুখে দু:খে নিজের ঘরে।

সংসার বাচ্চা কর্মক্ষেত্র
সব মিলিয়ে ব্যতিব্যস্ত
যন্ত্র মানুষ হলাম মাগো
শত দায়ভার মাথায় ন্যস্ত।

দূরে তুমি বসে বসে
দোয়া করছ সুখে থাকি
তোমার কথা ভুলে যে মা
নিজের জন্যই স্বপ্ন আঁকি।

কেমন করে কাটছে জীবন
জানিনা মা শরীর কেমন
খবর নিবো তোমার আমি
পাচ্ছি নাক সময় তেমন।

কাজে কর্মে বেলা গেলো
ভুলে থাকি মায়ের আদর
রাতের বেলা আপন হয়ে
বিছায় না কেউ স্নেহের চাদর।

না খেয়েও যদি শুয়ে পড়ি
জিগায় না কেউ আদর মুখে
পেটের খিদায় চোখের কোণে
অশ্রু গড়ায় কষ্ট বুকে।

তৃষ্ণা জাগে যখন তখন
জড়িয়ে ধরি তোমায় মা
গুটিসুটি বুকে ঘুমাই
যেমন ঘুমায় ঐ পাখির ছা।

ইচ্ছে করলেই হয়না পাওয়া
তোমার স্পর্শ ভালবাসা
দূরে বসে প্রহর গোনি
মিটবে কবে মনের আশা।

শীঘ্রই আমি আসছি মাগো
তোমার দুটি চরণ ছুঁতে
যত আগুন বুকে আমার
নিভিয়ে দিয়ো এক ফুঁতে।



মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ রাত ১২:০৯

অমিত অমি বলেছেন: দিলাম ফুঁ।

১২ ই মে, ২০১৬ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি দিলে হবে নাকো
কেনো এমন স্বপ্ন আঁকো
মায়ের ফুঁ-টাই চাইছি আমি
মায়ের ফুঁ-টাই খুব যে দামী

ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন

২| ০৯ ই মে, ২০১৬ রাত ১২:১৭

রাফা বলেছেন: অসাধারণ ....বর্তমানকে ধারন করে মা'কে নিয়ে লেখা কবিতায় অনেক ভালোবাসা।

ধন্যবাদ,কাজী ফাতেমা।

ছবিটাও চমৎকার।

১২ ই মে, ২০১৬ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাফা আপনাকে
ভাল থাকুন সব সময়

৩| ০৯ ই মে, ২০১৬ রাত ১২:১৯

মো:দেলোয়ার হোসেন বলেছেন: "মা"

১২ ই মে, ২০১৬ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস মা । ধন্যবাদ দেলোয়ার

৪| ০৯ ই মে, ২০১৬ রাত ১২:৩০

মধ্য রাতের আগন্তক বলেছেন: মনোমুগ্ধকর

১২ ই মে, ২০১৬ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ
ভাল থাকুন অনেক অনেক

৫| ০৯ ই মে, ২০১৬ রাত ১২:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: ইচ্ছে করলেই হয়না পাওয়া
তোমার স্পর্শ ভালবাসা
দূরে বসে প্রহর গোনি
মিটবে কবে মনের আশা

অনেক অনেক ভাল লাগর কবিতার লাইন কটি । ধন্যবাদ রইল কবির প্রতি ।

১২ ই মে, ২০১৬ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন সর্বদা

৬| ০৯ ই মে, ২০১৬ রাত ১২:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: ইচ্ছে করলেই হয়না পাওয়া
তোমার স্পর্শ ভালবাসা
দূরে বসে প্রহর গোনি
মিটবে কবে মনের আশা

অনেক অনেক ভাল লাগর কবিতার লাইন কটি । ধন্যবাদ রইল কবির প্রতি ।

১২ ই মে, ২০১৬ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ধন্যবাদ

৭| ০৯ ই মে, ২০১৬ রাত ১:২১

আহমেদ রাতুল বলেছেন: শ্রদ্বা ও ভালবাসা রইল সকল মায়েদের প্রতি।

১২ ই মে, ২০১৬ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাতুল ভাইয়া
ভাল থাকুন সর্বদা

৮| ০৯ ই মে, ২০১৬ সকাল ৭:২৯

রিপি বলেছেন: বাহ চমৎকার লিখেছেন। কবিতা পড়ে বোঝাই যাচ্ছে মা কে অনেক মিস করছেন।

শীঘ্রই আমি আসছি মাগো
তোমার দুটি চরণ ছুঁতে
যত আগুন বুকে আমার
নিভিয়ে দিয়ো এক ফুঁতে।


দোয়া করি আপনার আশা তাড়াতাড়ি পুর্ন্য হোক।

১২ ই মে, ২০১৬ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাবছিলাম বাচ্চাদের সামার ভ্যাকেশনে যাব
কিন্তু খোলার পরই পরীক্ষা

:(

ধন্যবাদ আপনাকে

৯| ০৯ ই মে, ২০১৬ সকাল ৯:৩৭

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: মাকে নিয়ে কবিতা তাও আবার সম্পূর্ণ বাস্তবতার নিরীখে।
স্যালুট ইউ কবি .....

১২ ই মে, ২০১৬ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট
ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.