নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধতায় কেউ নেই পাশে......

১০ ই মে, ২০১৬ রাত ১১:১৪


©কাজী ফাতেমা ছB...

জীবনে কত কিছুই অদেখা রয়ে যায়/যাবে
কত কিছু থেকে যাবে অধরা
অস্পৃশ্য ভালবাসার প্রহরগুলো এভাবেই আসে
চুপিচুপি এসে চলে যায়।
নির্বাত মনের ঘর হাঁসফাঁস ক্ষণ
দ্বিধাদ্বন্দ্বে কেটে যায় দীর্ঘ প্রহর।
বারান্দার এক কোণে ঝুলে আছে হতাশার অর্কিড
পাতাবাহার হাসছে রোদের স্পর্শে
সেদিকে তাকালে দেখি আমার কপালে নীলের স্পর্শ।

দুনিয়ার সব মোহ রোশনাই
পেয়ে কারো হুশ নাই হুশ নাই
শুদ্ধতায় কে-বা চোখে তাকাবে,
খুঁজবে ভালবাসার নীড়,
অধর মরে তৃষ্ণায় শুদ্ধ এক ফোঁটা নীর, কে দিবে নি:স্বার্থ!!
বিনিময় চাই দেহ,
ভালবাসার স্পর্শ সেতো যৌনতায় ঠেকে গিয়ে..
ভালবাসার সমুদ্র শুকিয়ে, চোখে গড়ায় না প্রেম আর
শামুকের খোলশেই অবশেষে গুটিয়ে নিতে হয় নিজেকে।

শুদ্ধতার বন্ধনের বগল দাবায় শিখেছি শুধু রাত কাটাতে
চাহিদা শেষে একাকি প্রহর,
ভালবাসার ছায়া মাড়ায় না সে পথে আর।
বেঘোর ঘুমে কাটিয়ে কেউ তৃপ্তির ঢেঁকুর তুলে
কামনার সে সাগরে ঢেউ তুলে ফের!!
ভালবাসার চাহিদা মিটে গেছে প্রেমের প্রহরে সে কবেই।

এখন তো আর কেউ চাঁদ পেড়ে দিবে না,
দিবে না সাগর সেঁচে মুক্তো এনে
ঐ স্বচ্ছ ঝিলের জল হতে কেউ দিবে না এনে
একশত দুই পদ্ম।

কিচ্ছু চাইনে আমার,
কেউ দিবে এক টুকরো জোনাকির আলো
কিংবা কচুরিপানার ডোবা হতে একটি কচুরি পানার ফুল
নিস্তব্দ প্রহরে দিতে পারো ঝিঁঝিঁ পোকার গান
অথবা মধ্য রাতের রূপালী আলোর উঠোনে
পাশ ঘেঁষে বসবে একটু।

ধ্যত্তেরি ছাই কেনো যে আগাছার নীল অর্কিডগুলোই
ঝুলে আছে গলা ধরে জড়িয়ে, সেই যুগ যুগ ধরে
এর কি কোনো পচন নেই!!
আবেগের বাগে শুধু ফুটে থাকে ব্যর্থতার ফুল।
আমি বুঝে গেছি সত্যি ভালবাসা মানেই কামনার সাগরে হাবুডুবু খাওয়া।
ঘেন্না ধরে গেছে মনে,
শুদ্ধতায় কেউ নেই পাশে!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: চাইলেও কাউকে সব সময় পাশে পাওয়া যায় না !!

ভালো লাগল।

২| ১১ ই মে, ২০১৬ রাত ১২:০৩

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ

৩| ১১ ই মে, ২০১৬ রাত ১২:২৬

মুসাফির নামা বলেছেন: কবিতাটা অনবদ্য বটে কিন্তু থাক ,এত চমৎকার লিখছেন আর না বলি।

৪| ১১ ই মে, ২০১৬ রাত ১২:৪০

ডঃ এম এ আলী বলেছেন: অসম্ভব ভাল লাগার মত একটি কবিতা । কবিকা অনেক অনেক ধন্যবাদ অসাধারণ একটি কবিতা উপহার দেয়ার জন্য ।

৫| ১১ ই মে, ২০১৬ রাত ৯:২৩

খন্দকার আমিন বলেছেন: বাহ ! অভিভূত ! অনেক চমৎকার একটি কবিতা ।

৬| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.