নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» জীবন যেখানে যেমন.... (হাবিজাবি ফটোস)

১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৭

চলার পথে ক্যামেরা হাতে থাকলে অনেক ক্লিকই পড়ে যায় মনের অজান্তেই। ছবি ভাল মন্দের দিকে তখন আর খেয়াল থাকেনা। চোখ যা সুন্দর দেখে ক্যামেরাও যেনো তাই দেখে আমার চোখ দিয়ে। ক্যামেরা চালানো এখনো ভালভাবে রপ্ত করিনি। অনেক ইনস্ট্রাকশন পেয়েও পারিনা কারণ ক্যামেরা শিখতে হলে আমার মনে হয় হাতে কলমে শিখতে হবে। নেট ঘেটে লেখা পড়ে আমি কিছুই পারিনা আর যখন লেখা পড়ি তখন ক্যামেরা হাতে থাকে না। আর যখন ক্যামেরা হাতে থাকে তখন লেখা ফলো করার সিচুয়েশন থাকেনা। এই হল আমার অবস্থা। তবু আমার দেশ আমার গর্ব...... ফটোগ্রাফারতো আর হতে চাইনা বা হতে পারব না তবুও দেশের ছবি ফুলের ছবি প্রকৃতির ছবি তুলতে আমার ভালই লাগে। আমাকে ফটোগ্রাফার বলে লজ্জা দেবারও কোন কারণ নাই হাহাহা।.......

এবার দেখে নেই জীবন যেখানে যেমন এর ছবিগুলো। কিছু ট্রেণ থেকে উঠানো আর কিছু গ্রামের বাড়ির।

১। এই ছবি আমাদের চুনারুঘাট, রাণীগাওয়ের গ্রীণল্যাণ্ড পার্ক থেকে তোলা


২। ট্রেনের জানালা দিয়ে...... কতো ময়লা আমাদের পেটে যায় আপনারাই দেখুন আর উনার হাত ... তবুও এটার উপরই উনাদের জীবিকা নির্বাহ। আল্লাহ তাআলা উনাদের সৎভাবে জীবন সংস্থানের জন্য মনে দেহে শক্তি দিন-আমীন


৩। যে বয়সে পড়াশুনার করার কথা সেই বয়সেই জীবনে ক্ষুদার চাহিদা মেটানোর জন্য পথে নামা...... সৎকর্ম করে খাচ্ছে সেটাই কম কিসে।


৪। জরাজীর্ণ মলিন মুখে তবুও জীবনের হাল ধরে আছেন এই বয়োবৃদ্ধ চাচাজি........ আল্লাহ উনাকে হেফাজত করুন সৎভাবে জীবিকা নির্বাহের ক্ষমতা দিন।


৫। বৃদ্ধ কমলা চাচ্চু


৬। ট্রেন যাচ্ছে......... উপরে উচ্ছল তরুনরা । জীবনের ঝুঁকি নিয়েও আনন্দে বাঁচে


৭। তৃষ্ণা....... আর আলোচনা চলছে


৮। উপর থেকে নিচের মানুষগুলোরে দেখা নেয়া..... অথচ কত নিশ্চিন্ত পথযাত্রা তাদের


৯। কে আগে বলে কিক করবে....... প্রতীক্ষা


১০। আমাদের বাড়ির পুকুরপাড়ের তালগাছ....... আকাশ ছুঁয়ে আছে.......


১১। গোধূলীবেলা


১২। ট্রেনের ছাদে যাত্রী


১৩। অপেক্ষা নীড়ে বা গন্তব্যে ফিরার


১৪। শশা রেডি............ লাগবে?


১৫। চুনারুঘাট, রানীগাঁও গ্রীনল্যাণ্ড পার্কের ঝিল


১৬। ত্রস্ত্র সময়......... যায় যাক না কেটে এমন করেই


বিরক্ত করার জন্য সরি big_smile

মন্তব্য ৩৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ। আপনার ছবি তোলার আগ্রহটা সত্যি দারুন।

১৬ ই মে, ২০১৬ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
সরি লেইট আনসার
ব্যস্ততার মাঝে মন্তব্যের উত্তর দিতে দেরী হয়ে যায়

২| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনার সব ছবিই অনেক সুন্দর হয় আপু।বিরক্ত হওয়ার কোন প্রশ্নই উঠে না

১৬ ই মে, ২০১৬ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে

৩| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৬

নিরব জ্ঞানী বলেছেন: আপনার ছবি তোলার হাত দারুন।

আমার একটা প্রশ্ন- আপনার ছবিগুলো এত বড় হয় কিভাবে? আমি আপলোড করলে তো এত বড় হয় না। :|

১১ ই মে, ২০১৬ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি প্রথমে ইমগোর এ ছবিগুলো আপাইছি..। সাইজ ৮০০/৬০০..। তারপর এখানে সেট করেছি। এই সাইজটাই দেখলাম সামুতে সুন্দর আসে।

ধন্যবাদ আপনাকে । আপনার কাছ থেকেও ফটোগ্রাফী শিখতে হবে ... শিখাবেন

১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া একটা পোস্ট দিছি কিভাবে আপলোড করতে হবে..। ছবি সামুতে
দেখে নিবেন দয়া করে

৪| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:০২

সাহসী সন্তান বলেছেন: চমৎকার ছবি ব্লগ! অনেক ভাল লাগলো! ক্যাপশন লেখাও খুব চমৎকার হয়েছে!

শুভ কামনা জানবেন!

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ । ভাল থাকুন
দেরীতে উত্তর দেয়ার জন্য অনেক সরি

৫| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:১২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ছবিগুলো সত্যিই চমৎকার, সাথে ধারা বর্ণনাও দারুন। খুব ভাল লাগল।

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন

৬| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:২২

সুমন কর বলেছেন: সুন্দর ছবি।

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা ভাল থাকুন

৭| ১১ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৫

নিরব জ্ঞানী বলেছেন: বাহ। আপনার কাছ থেকে ভাল একটা জিনিস শিখলাম।

বাহ। আপনার কাছ থেকে ভাল একটা জিনিস শিখলাম। এই ছবিটা আপনাকে গিফট দিলাম।

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ অনেক পছন্দ হইছে
ধন্যবাদ জানাই সাথে কৃতজ্ঞতা ভাল থাকুন

৮| ১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

হাসান রাজু বলেছেন: সুন্দর সুন্দর কথা বলা ছবি ।

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজু ভাই ভাল থাকুন

৯| ১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

চিক্কুর বলেছেন: অসাধারণ ছবি।

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ চিৎকার ভাইয়া

১০| ১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: ডুবন্ত নৌকাটির হাল অবস্থা :

মা গ মা ঝি ল ঝি করলাম কি রঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে
বাপে পুতে জানেপ্রাণে গলুই ধরে টাইন্যা
পানি হেইচচা ভাসাই দিলাম আইন্যা ।

খুব ভাল লাগল ছবি গুলি দেখে (ছবি গুলি মোটেও হাবিজাবি মনে হয়নি, মনে হল এগুলি আসলে হবে ‘ হবি সবি’) । অনেক ধন্যবাদ আর চুনারুঘাটের ডুবন্ত নৌকাটিকে ভাসিয়ে দিলাম । নৌকায় চড়ে মনের আনন্দে যত পারেন শাপলা ফুল কড়ান ।

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্ত্যব অনেক ধন্যবাদ ভাল থাকুন

১১| ১১ ই মে, ২০১৬ রাত ১০:২৯

শামছুল ইসলাম বলেছেন: কবিতার ক্ষেত্রে কাব্যিক শব্দটা ব্যবহার করা হয়,
আপনার কিছু ছবির ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য !!!!

ভাল থাকুন। সবসময়।

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১২| ১১ ই মে, ২০১৬ রাত ১০:৪৭

উল্টা দূরবীন বলেছেন: ছবি তোলার হাত দূর্দান্ত আপনার। কয়েকটা ছবি খুবই ভালো হয়েছে। বর্ণনা আর ছবিতে অসাধারণ। খুব ভালো লেগেছে।

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: নেক অনেক ধন্যবাদ ভাল থাকুন সাথেই থাকুন

১৩| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:১৯

গেম চেঞ্জার বলেছেন: এইভাবে ছবি তোলার অভ্যাস আমারও আছে। :)

আপনি সব মন্তব্যের উত্তর দিচ্ছেন না কেন???? X((

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি সরি সরি
অনেক অনেক সরি ভাইয়া

অনেক দেরী হয়ে গেলো
ব্যস্ত জীবনের সাথে পাল্লা দিতে গিয়ে মন্তব্যর উত্তর দিতে দেরী হয়ে যায়। আপনার ব্লগ দেখব ইনশাআল্লাহ

১৪| ১২ ই মে, ২০১৬ সকাল ১০:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার সব ছবি। :)

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১৫| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:০৫

রোষানল বলেছেন: একই রকম ছবি বেশি বেশি আপলোড করে পোষ্টটি অহেতুক লম্বা করে ফেলেছেন।

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি
পরের বার কম করে ছবি দিব অকে
ভাল থাকুন

১৬| ১২ ই মে, ২০১৬ রাত ১০:৪৩

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ,




নন-ফটোগ্রাফার এর হাতে দারুন ফটোজেনিক ছবি ।
লজ্জা দেয়া নয়, প্রশংসা ।

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ) কৃতজ্ঞ

ধন্যবাদ অনেক অনেক ভাল থাকুন বেশী বেশী

১৭| ১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ফাটিফাটা হইছে, শুভেচ্ছা জানিয়ে গেলাম

১৬ ই মে, ২০১৬ দুপুর ২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু কামাল ভাইয়া

১৮| ১৬ ই মে, ২০১৬ দুপুর ১:১৫

সাদা মনের মানুষ বলেছেন:

১৭ ই মে, ২০১৬ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক মজার ছিল :) থ্যাংকু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.