নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

জীবনে মুগ্ধতা আনো.......

১৫ ই মে, ২০১৬ দুপুর ১২:২৩



স্বেচ্ছায় কষ্ট বরণ করা মানুষগুলো একটু শুন,
এক সমুদ্দুর কষ্ট নিয়ে কেনো কষ্টের প্রহর গোন !
জীবনতো একটাই! বেঁচে থাকা হউক নিজের জন্য
সুন্দর জীবন নিয়ে সুখি থেকে জীবনটা কর ধন্য।
সময় থেমে থাকেনা,না দু:খের না কারো সুখের জন্য;
তোমার ভাল থাকাই হউক-না তবে খুব অগ্রগণ্য।
তীব্র কষ্টের অনলে পুড়া মানুষ'রা কষ্ট বুকে নিয়ে
ব্যথার নীল সাগরে কেন-বা যাবে অসময়ে হারিয়ে!
কষ্টের মাঝে জীবন প্রদীপ আচম্বিতে নিভাতে চাও?
কষ্ট নিয়েই জীবন ধারণ করে কেমন তৃপ্তি পাও!
কষ্টকে বুঝি বরণ করো স্বেচ্ছাতেই মাথা নিচু করে
কষ্টের পাহাড় একা তুমি অন্তর অথৈ-এ রাখো ধরে।
যার জন্য কষ্ট পাচ্ছ ভেবেছো! সে আছে কি ভীষন কষ্টে?
কেমন আছে সে জানো? ভেবে দেখেছো কখনো আপাতদৃষ্টে ।
যে যায় চলে সে যায় শুধু নিজে ভাল থাকার নিমিত্তে
তারে কেনইবা তুমি আষ্টেপৃষ্টে ধরে রাখো অথৈ চিত্তে।
শুন, ভাবো দেখি তুমি নতুন করে জীবন আরেকবার
থেকো নাক হতাশায় সুখি জীবন করোনা জেরবার।
অন্যের জন্য অনলে পুড়ে নিজেকে দিয়োনা বিসর্জন
স্রষ্টার সৃষ্টির সব ভালবেসে মুগ্ধতা করো অর্জন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৫২

জেন রসি বলেছেন: বেঁচে থাকার সংগ্রাম থেকেই জীবনের অর্থ খুঁজে নিতে হবে। থিমটা ভালো লেগেছে।

১৫ ই মে, ২০১৬ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক

২| ১৫ ই মে, ২০১৬ রাত ৮:৪৩

চিক্কুর বলেছেন: সুন্দর!

১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩| ১৬ ই মে, ২০১৬ সকাল ৭:০১

ডঃ এম এ আলী বলেছেন: যে যায় চলে সে যায় শুধু নিজে ভাল থাকার নিমিত্তে
তারে কেনইবা তুমি আষ্টেপৃষ্টে ধরে রাখো অথৈ চিত্তে।
শুন, ভাবো দেখি তুমি নতুন করে জীবন আরেকবার
থেকো নাক হতাশায় সুখি জীবন করোনা জেরবার

কবিতাটা ভাল লাগল , উপরের লাইন কটা বেশী ।
ধন্যবাদ উপলব্দিমুলক কবিতাটির জন্য ।

১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.