নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

সামুতে বড় ছবি পোস্টে সমস্যার সমাধান...(আমি যেভাবে ছবি পোষ্ট করি)

১৫ ই মে, ২০১৬ বিকাল ৩:১৬

আমি প্রথমেই ইমগোরে ছবি আপলোড করি । ইমগোরে সাইনআপ করে নতুন এলবাম ক্রিয়েট করতে হবে... এলবামের নাম দিয়ে অকে করুন .. নিচে ফটোতে দেখুন



এলবামের নাম দিলাম



তারপর ছবি আপলোডের আগে ছবির সাইজ ৮০০-৬০০.... নিচে দেখুন ফটোতে



তারপর.... পিসিতে থাকা ছবি এলবামে থেকে আপনার কাঙ্খিত ছবিগুলো আপলোড করতে সিলেক্ট করুন এবং অকে করুন । নিচের ফটোতে দেখুন



লক্ষ্য করুন পিসির ফটোর সাইজ (বড়)...। ফটো সিলেক্ট করে অকে করুন । নিচের ফটোতে দেখুন



আপলোড হয়ে গেলো । দেখুন ছবিতে.... ছবিটির লিংকের জন্য ছবির উপরে ক্লিক করুন । ছবি অপেন হলে সামুর জন্য ডাইরেক্ট লিংক কপি করুন। নিচে ছবিতে দেখুন



দেখুন ছবিতে । ছবিটি অপেনের পর ডানদিকে কতগুলো লিংক আছে সেখান থেকে ডাইরেক্ট লিংক কপি করে নেবেন



তারপর সামুতে এসে নতুন ব্লগ লিখুন এবং শিরোনাম দিয়ে প্রথমেই সামুতে থাকা আপলোড অপশন দিয়ে প্রথমে আপনার পিসি থেকে নতুন একটু ছবি আপলোড করুন...। আপলোড করার পর যে লিংকটি অটো পেস্ট হবে সেখান থেকে প্রথমে [img | এবং পরে ] এই চিহ্নটি রেখে বাকি লিংক মুছে ইমগোর লিংক পেস্ট করে দিবে ব্যস হয়ে গেলো বড় ছবি পোস্ট করার সিস্টেম। ছবিতে দেখে নিন নিচে


তবে [img | এই চিহ্ন ইমগোরে আপলোড করার লিংকে কপি করে পেস্ট করবেন এবং ]...শেষে এই চিহ্ন পিসি থেকে দিতে ভুলবেন না।

কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না
হ্যাপী ব্লগিং....।

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ মুল্যবান পরামর্শের জন্য, এর পর থেকে চেষ্টা করবো।

১৮ ই মে, ২০১৬ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

সরি লেইট আনসার

২| ১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: কাজের পোস্ট। +।

১৮ ই মে, ২০১৬ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা ভাল থাকুন

সরি লেইট আনসার

৩| ১৫ ই মে, ২০১৬ রাত ১১:৪৩

পুলহ বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট আপু। প্রিয়তে রেখে দিলাম, যখনই প্রয়োজন হবে- এখান থেকে সহযোগীতা নেয়া যাবে।
আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবে

দেরীতে উত্তর দিলা সরি
কারণ সময়ে কুলিয়ে উঠতেই পারি না :(

৪| ১৬ ই মে, ২০১৬ রাত ১২:২৬

গেম চেঞ্জার বলেছেন: এই টাইপের একটা পোস্ট ড্রাফটে পড়ে আছে। :|

১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম..... দিতে পারতেন আগেই
ধন্যবাদ অনেক অনেক

৫| ১৬ ই মে, ২০১৬ ভোর ৬:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: ভালই তবে এপদ্ধতিতে ছবিঅ আপলোড করতে হলে বেশ সাবধানী হতে হবে। ধন্যবাদ তথ্যবহুল পোস্ট এর জন্য ।

১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়
ভাল থাকুন

৬| ১৬ ই মে, ২০১৬ সকাল ৭:০০

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ আপু। :)

কিছুদিন আগেই আপনার কাছ থেকে শিখেছিলাম।

** যাদের flickr account আছে তারা এখানে ছবিটির লিংক দিয়ে দিলেই হবে।**

১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আরেকটু শিখলাম

৭| ১৬ ই মে, ২০১৬ সকাল ৭:০৩

নিরব জ্ঞানী বলেছেন: ধন্যবাদ আপু। :)

কিছুদিন আগেই আপনার কাছ থেকে শিখেছিলাম।

** যাদের flickr account আছে তারা [ i m g | flickr ling ]

এখানে ছবিটির লিংক দিয়ে দিলেই হবে।**

১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপনাকে ভাল থাকুন

৮| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৪১

সার্কাসের উট বলেছেন: খুঊঊঊব ভাল বুদ্দি। আপনি অনেএএএক ভাল। :)

১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট
ভাল থাকুন

৯| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৩১

শামছুল ইসলাম বলেছেন: কাজের পোস্ট !!!

প্রিয়তে নিলাম।

ভাল থাকুন। সবসময়।

১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া

১০| ১৭ ই মে, ২০১৬ ভোর ৪:১১

এখওয়ানআখী বলেছেন: মূল্যবান পোস্টের জন্য ধন্যবাদ। প্রিয়তে নিলাম।

১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভাল থাকুন সাথেই থাকুন

১১| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম কাজে লাগবে আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে।

২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন হ্যাপী ব্লগিং

১২| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: কাজের পোস্ট!!


প্লাস

প্রিয়তে!:)

০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এতদিন পর দেখলেন । অনেক ধন্যবাদভাইয়া

১৩| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: আপনাকে ধন্যবাদ, এ পোস্টের জন্য। প্লাস + দিলাম, "প্রিয়"তে রাখলাম।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক আগের পোস্ট তাও খুঁজে বের করেছেন । জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। আপনাকে ফেবুতে পেয়েছি । এড দিবো নাকি? এক্সেপ্ট করবেন?

১৪| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: অন্য একটা পোস্টে পাওয়া লিঙ্ক ধরে এখানে এসেছিলাম। পড়ে দেখি, এটা একতা উপকারী পোস্ট, ভবিষ্যতে কাজে লাগতে পারে।
ফেবুতে যারা এ্যাড রিকোয়েস্ট পাঠানোর আগে অনুমতি চায়, আমি তাদের অনুরোধ অন্য কোন কারণ না থাকলে উপেক্ষা করিনা।

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকুন সবাইকে নিয়ে

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

মা.হাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। imgur, flickr, বা photobucket থেকে লিংক দিলে এটা সামুর সার্ভারে জমা থাকার কথা না, কাজেই সামুর সার্ভারে লোড কম পড়বে, এই দিক থেকে এটাতো আরো ভালো। এত সুন্দর আর স্পষ্ট করে সব লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।

০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা ঠিক। ছবি থাকবে কিন্তু লোড হবে না।
কাজে লেগেছে জেনেই ভালো লেগেছে
ভালো থাকুন অনেক অনেক

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

জুন বলেছেন: ছবি আপু কাজের এই লেখাটি ডিলিট করবেন না প্লিজ ।
ইমগুর :)

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ করবো না আপি। অনেক ধন্যবাদ পোস্টে আসার জন্য
ভালো থাকুন

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ, এখন দেখে গেলাম। পরে কাজে লাগাবো। শুভেচ্ছা। ভাল পোষ্ট।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.