নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
হাসি গানে ভরা ছিল
ফেলে আসা মেয়েবেলা
সকাল বিকেল সন্ধ্যা সাঁঝে
ভাসত মোদের সুখের ভেলা।
লুকোচুরি জোনাক মেলায়
রাতের আঁধার চুয়ে চুয়ে
চাঁদের আলো ঝলমলানি
রইতো যেনো মনটা ছুঁয়ে।
শীতলপাটির বিছানাটা
মাঝ উঠোনটায় পেতে দিয়ে
ঝানু পেতে আলোর নিচে
বসতাম সকল ভাই বোন মিলে।
আলো পড়ত গলে গলে
এলোমেলো চুলে ঝরে
এমন আলোর প্রহর এলে
মন কি কারো টিকত ঘরে।
আলোর নিচে বসে সবাই
বসাতাম হায় গানের আসর
হেরে গলা ছেড়ে দিয়ে
গান গাওয়া রাত চান্নি পসর।
সুরে সুরে ভরে উঠত
উঠোনটা সে আলোয় ভরা
স্মৃতিগুলো ভাবলে বসে
মনের মাঝে অথৈ খরা।
মুড়ি মোয়া চালডাল ভাজা
মুঠোয় মুঠোয় সময় যেতো
মধ্যরাতের স্নিগ্ধ হাওয়ায়
গান আসর এক মাত্রা পেতো।
ঝিঁঝিঁ ডাকা প্রহর আমায়
ডাকছে যেনো হাত বাড়িয়ে
যন্ত্র জীবন টেনে ধরছে
স্মৃতির মাঝেই ঠাঁয় দাঁড়িয়ে।
কেউ জানেনা কেমন করে
যায় চলে যায় সুখের প্রহর
সব ব্যস্ততা ঠেঁসে ধরে
জ্যাম লাগিয়ে মনের শহর।
পরিচ্ছন্ন সে সুখের ক্ষণ
আসবে নাকো ফিরে আবার
স্মৃতিগুলো আঁকড়ে ধরে
সময় হবে অন্তে যাবার।
১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন
২| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:০৩
ডঃ এম এ আলী বলেছেন: কেউ জানেনা কেমন করে
যায় চলে যায় সুখের প্রহর
সব ব্যস্ততা ঠেঁসে ধরে
জ্যাম লাগিয়ে মনের শহর
সবুজ বাতি জ্বলে গেছে
মনের শহরের জাম চলে যাবে
ঘরে গিয়ে কাটুক সুখের প্রহর।
খুব সুন্দর হয়েছে কবিতাটি ।
১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:০৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ কবি হে।
১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য
৪| ১৭ ই মে, ২০১৬ রাত ১:৪৮
রিপি বলেছেন: চমৎকার। কবিতা পড়ে ছোটবেলায় ভাই বোনদের নিয়ে আড্ডার কথা মনে পড়ে গেল।
পরিচ্ছন্ন সে সুখের ক্ষণ
আসবে নাকো ফিরে আবার
স্মৃতিগুলো আঁকড়ে ধরে
সময় হবে অন্তে যাবার।
আসলেই তাই। অদ্ভুত এই জীবন।
১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা আপি আসলেই তাই
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৫| ১৭ ই মে, ২০১৬ দুপুর ২:০৮
জেন রসি বলেছেন: আনন্দ দিয়ে শুরু। বিষাদ দিয়ে শেষ। ভালো লেগেছে।
১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ জেন ভাইয়া
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৬ রাত ১১:৫৮
সুমন কর বলেছেন: ভালো লাগল।