নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» মোবাইলগ্রাফী.... ৫ (গোলাপ)

১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:০৮

মোবাইল সব সময় হাতে থাকার ফলে...... সুন্দর কিছু দেখলেই ছবি উঠাই এটা আমার বদ অভ্যাস। বেশীর ভাগই ফুলের ছবি এবং কাছ থেকে। এবারো কিছু ফুলের ছবি উঠিয়েছি মোবাইল ক্যামেরায়। স্যামসাং এ সেভেন-এ
ছবিগুলো বাংলাদেশ ব্যাংক কলোনী স্কুল থেকে তোলা। প্রতিদিনই কিছু কিছু ফুল ফুটে থাকে স্কুলের বাগানে। সেখানে গেলেই মনটা ভাল হয়ে যায়। ফুলের স্পর্শে প্রকৃতিই ভাল লাগতে শুরু করে।
তো দেখা শুরু হয়ে যাক......১........২................৩

ফুল ফুটে ঝরে যায় কিন্তু স্মৃতিতে রয়ে যায় এমন করেই। আবার ফুটবে আবার ক্যামেরায় ধারণ করা হবে এবঙ আপনাদেরকে বিরক্তি সহকারে দেখতে হবে ইনশাআল্লাহ হাহাহাহা :)

১।
এমন পাঁপড়ি মেলে ফুটে থাকলে গোলাপ ....
চোখ বন্ধ করেই করতে পারি তোমার সাথে
শত হাজার প্রেমের প্রলাপ।


২।
কুঁড়ি তুমি কুড়িতেই থাকো
হাজার প্রেমিকের মনে স্বপ্ন আঁকো।


৩।
ক্যাকটাস তুমি কাঁটা দেখিয়ে ভয় দিতে চাও
তাই বুঝি কাঁটার মাঝেই এমন রঙ ফুল ফুটাতে চাও
তোমার রঙে সাজাতে ইচ্ছে ভূবন আমার
যতই কাঁটা থাকুক পায়ে দলে যাব তোমার খুঁজে।


৪। আহ কি সুন্দর রং গো তোমার
খানিকটা রং আমায় দেবে
রাঙিয়ে দিবে আমার মন
নতুবা তোমার রঙছটা ছড়িয়ে দাও আমার সাদা জামায়।


৫। দাওনা তোমার রঙের ছোঁয়া
তার তরে যাক আমার মন খোয়া....


৬। টকটকে রঙ তোমার ভুবন ডাঙা হাসি দিয়ে
ফুটে থাকো পরের তরে মুগ্ধতা যে নাও ছিনিয়ে।


৭। এমন করে হাসতে থাকলে রঙ ছড়িয়ে
ইচ্ছে করে তোর সাথেই থাকি যাকনা দিন গড়িয়ে..
একটু স্পর্শ দিবি আমায় মুগ্ধ হতে
রোজই তোকে দেখতে আসব এই পথে।


৮। কাঁটা দেখিয়ে দেখিয়ো না ভয়, তোমার তরেই মন লুটায় তবু, কাঁটা আঙ্গুলে ফুটিয়ে তবে তোমাকে রক্তের রঙে সাজাবো ফের।


৯। সবুজের বুকেই থাকবি শুয়ে ও রঙ বাহারী গোলাপরাণী
খবরদার ঝরবি না এভাবেই ছুয়ে থাক সবুজের গায়ে ঘেঁষে।


১০। ক্যাকটাস তুই তবুও সুন্দর বিলিয়ে যাস অকাতরে। থোকা থোকা ফুলে ভরে রাখিস তোর বুক। ধন্যিরে তুই ধন্যি।


১১। সবুজের বুকে লেপ্টে থাকিস আজীবন


১২্। হাজার ফুলের রানী তুই
অহংকারী মনটা কি তোর?
তাকিয়ে দেখ তোর আশেপাশে
লেগে আছে কত স্বপঘোর।


১৩। হলুদের সাথে পাতবি নাকি সই
গোলাপরাণী শুয়ে আছিস গেলি তবে কই?


১৪। সবুজের বুকে লাল সেতো থাকবেই চিরকাল


১৫। কতটা স্নিগ্ধ তুই ....... তোকে না দেখলে বুঝতামই না । তোর কাছেই শিখি কিভাবে মুগ্ধ হতে হয় স্নিগ্ধতার প্রহর আনতে হয় মনে। ভাল থাকিস ফুটে থাকিস নন্দিনি।


১৬। দেয়াল ঠেকে গেছে পিঠ। কি করবি তোরা এখন বল........ ঝুলে থাক এভাবেই । তোদের দেখেই শিখি প্রেম না হয় । ভালবাসি খুব ভালবাসি তোদের

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:১৯

নিরব জ্ঞানী বলেছেন: বাহ। আপনার কাছ থেকেই দেখছি মোবাইলগ্রাফী শিখতে হবে। :-B

১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ কি যে বলেন না ... কই আপনি শিখাবেন আমাকে ফটোগ্রাফী আর আপনি শিখতে চাচ্ছে মোবাইলগ্রাফী ...
তাহলে কাটাকাটি হোক ....। দুইজন দুইজনরেই শিখাই তবে :)

২| ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

হাবীব কাইউম বলেছেন:

আমার মোবাইলে তোলা ছবি। অ্যাপেনসেল, সুইজারল্যান্ড।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর লাগর

ধন্যবাদ এমন ছবি আরো পোস্ট করবেন

৩| ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

হাবীব কাইউম বলেছেন: স্যরি, একটা ছবি দু বার এসেছে। আর যেটা বেশি সুন্দর, সেটাই দিতে পারছি না। বিগ সাইজ।

দেশে আসবো খুব শিগগিরই ইনশাআল্লাহ। যত ছবিই দেখি না কেন, দেশের ছবিই শেষ পর্যন্ত চোখে লেগে থাকে।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: যাক অবশেষে দেখতে পারলাম ধন্যবাদ

৪| ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

হাবীব কাইউম বলেছেন:

এবার হয়েছে। কমপ্রেস করলাম।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর

৫| ১৮ ই মে, ২০১৬ রাত ৮:০২

ডঃ এম এ আলী বলেছেন: হরেক হরেক রকম গোলাপের উপর ছবি দেখে খুব ভাল লাগছে । অনেক ধন্যবাদ
এ প্রসংগে মনে পড়ছে দেশের প্রখ্যাত গোলাপ প্রেমিক ও ২০১৪ এর একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত প্রয়াত কথা সাহিত্যক আবদুশ শাকুরের কথা । তাঁর সাথে গোলাপ নিয়ে কথা হতো ঘন্টার পর ঘন্টা । প্রতিদিন তিনি ফিতা দিয়ে মাফতেন গোলাপের বেড়ে যাওয়া ও আকার । অকালে গোলাপ ঝড়ে গেলে তিনি চোখের জলে ভাসতেন। কেঁদে কাটাতেন সারা বেলা । তার কাছে জানা যায় দুনিয়াতে নাকি আড়াই হাজারের মত গোলাপ প্রজাতি রয়েছে । গোলাপের উপরে রয়েছে তার অতি সমৃদ্ধ প্রবন্ধ । নামটি মনে করতে পারছিনা । তবে উইকিপিডিয়া ঘাটলে কিংবা অন্য কোন উপায়ে তার প্রবন্ধটি সংগ্রহ করে পাঠে জানা যাবে গোলাপ জগতের বিচিত্র সব কথা । গোলাপের প্রতি আপনার অসীম প্রিতি দেখে নীচে লিংকটি দেয়া হল ।
Abdus Shakur (25 February 1941 – 15 January 2013) was a Bangladeshi litterateur and musicologist. He was awarded Ekushey Padak by the Government of Bangladesh in 2014 for his contribution to language and literature.
https://en.wikipedia.org/wiki/Abdus_Shakur_(writer)

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন।

আশা করছি উনার গোলাপপ্রীতি নিয়ে লেখা পড়ব। আপনিও তো পারেন ছবি পোস্ট করতে । আপনাদের দেশ কত সুন্দর :)

৬| ১৮ ই মে, ২০১৬ রাত ৯:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ্ কি সুন্দর মোবাইল গ্রাফী মন জুড়ায়ে গেল।ভাল থাকবেন।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনিও ভাল থাকবেন ।

৭| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:২৩

চিক্কুর বলেছেন: নীল গোলাপ তো ফেলাম না।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: নীল গোলাপ তো আমিও পেলাম না হায় হায়

৮| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: মন ভাল করা পোস্টে +

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন

৯| ১৯ শে মে, ২০১৬ সকাল ১১:২৩

শামছুল ইসলাম বলেছেন: ফুলের ছবিব্লগ সাথে কবিতা-ভাললেগেছে।

ভাল থাকুন। সবসময়।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
সাথেই থাকুন

১০| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৫

উল্টা দূরবীন বলেছেন: দারুণ সব ছবি। একেবারে ঝকঝকা। কৃতিত্ব পুরোটাই আপনার।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকুন খুব খুব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.