নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আচম্বিতে বৃষ্টি এসে ভিজিয়ে দিলো মনশহর.......

১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৩৭

বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা সবাইকে
©কাজী ফাতেমা ছবি

রিমঝিমিয়ে বৃষ্টি পড়ছে
বৃক্ষ লতা চুয়ে চুয়ে
বৃষ্টির হাওয়া ঠান্ডা ঠান্ডা
দেহ আছে ছুঁয়ে ছুঁয়ে।

আকাশ সাজে মেঘে মেঘে
তার মাঝে দেয় সূর্য উঁকি
মেঘের শাড়ি পড়ে সাজে
রোদ্দুর রাণী ঐ টুকটুকি।

ভেজা মাটি ভেজা পাতা
রঙবেরঙের হাজার ছাতা
ব্যস্ত পথে চলছে টাক্কু
বৃষ্টি বাঁচিয়ে টাক মাথা।

অফিসপাড়া মাতল সুখে
আড্ডা চলবে আজ কফি চা'য়
উষ্ণ কাপে ঠোঁটের ছোঁয়া
তৃপ্তির শিহরণ ভেজা গায়।

চায়ের টঙে ভীড় জমেছে
টুংটাং মৃদু... সুরে সুরে
টঙের চালে বৃষ্টি পড়ছে
ঝমঝমিয়ে অলীক ঘোরে।

রোদ্দুর রাণী কই লুকিয়ে
অগ্নি চোখে আজ তাকায় না
তপ্ত ধোঁয়া ধরায় ছেড়ে
আজকে দেখি চোখ পাকায় না!

বৃষ্টি ঝরছে আকাশ জুড়ে
ছনের চালে গাছের শাখে
বৃষ্টি পড়ছে ঝরঝরিয়ে
ধূলোওড়া ঐ পথের বাঁকে।

ধূলোবালি বেঘোর ঘুমে
রইল পড়ে পথের মধ্যে
কবির মনে ছন্দ হয়ে
খাতায় ঝরছে ছড়া পদ্যে।

দূর্বাঘাসের ডগায় ডগায়
বৃষ্টির ফোঁটা আছে বসে
মুক্তোর দানা টলমলিয়ে
ছোঁয়া লাগলেই পড়ছে ধ্বসে।

ভালো লাগে বৃষ্টি আমার
ঝরঝরিয়ে যাক-না ঝরে
দাওয়ায় বসে বৃষ্টি ছুঁবো
হাত বাড়িয়ে মনটি ভরে।

কাজকর্ম সকল চুলোয় যাক
আজকে আমার বৃষ্টির প্রহর
আচম্বিতে বৃষ্টি এসে
ভিজিয়ে দিলো মনশহর।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৫৯

জেন রসি বলেছেন: অপেক্ষার পর বৃষ্টির মজাই আলাদা । বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা। :)

১৯ শে মে, ২০১৬ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আসলেই । ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা

২| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:১৩

মনিরা সুলতানা বলেছেন: ছন্দময় বৃষ্টির শুভেচ্ছা :)

১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আপি ভাল থাকুন সব সময়

৩| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:০৬

সুমন আকরাম বলেছেন: What was a Enjoyable Moment!!

২৪ শে মে, ২০১৬ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই বৃষ্টি আসলে এত্তগুলা ভাল লাগে যদিও ভিজতে পারিনা শহর বলে :(
ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.