নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

তোমরা আমায় অশালীন ভেবোনা....

২১ শে মে, ২০১৬ বিকাল ৩:১১

চকচকে মেঝে হেঁটে হেঁটে এখান ওখানে পায়চারী
টিমটিম মৃদু আলো শীতাতপ কক্ষে নি:শ্বাসটা ভারী
ঊনত্রিশ পোয়াতি মা বেডে বেডে শুয়ে হাঁসফাঁস ক্ষণ
সময় কি আর হয় পার ফিরে যাওয়ার তরে পাগল
একেকটি মন।

যন্ত্রনায় কুঁকড়ায় এক ভবিষ্য মা ছলছল চোখে
নার্সের পানে অবাক তাকিয়ে থাকা মলিন মুখে
রক্তের চাপ বাড়ছে কমছে অসহায় সটান শুয়ে
বেডে এপাশ ওপাশ হাতে স্যালাইন টপটপ ঝরে
ধীরে নল চুয়ে।

পর্বত পেটে মেশিন ছুঁয়ে আছে প্রজন্মের হার্টবিট
শ্বাস উঠানামা দেখি যন্ত্রে ধড়াস ধড়াস পিটপিট
হার্টের শব্দ শুনতে পাই পৃথিবীতে আসার পূর্বেই
তলপেটে ভুমিকম্প তুলে প্রজন্ম খেলছে ফুটবল
মা-সে লড়বেই।

একশত চল্লিশ কি পঞ্চাশ হার্টবিট নার্সের হাসি
বাচ্চার সবই ভাল, চিন্তা নেই, নার্স যেনো স্বপ্নচাষী
ভবিষ্যত মা নিশ্চিন্ত, আবেগে পেটে হাত, ভালবাসি
সব খুশি সঙ্গে নিয়ে আয় বাঁচা, আমি মা-যে অপেক্ষায়
বসে সুখ নাশি।

দেহের ওজন নিয়ে হাঁটা দায়, মা সাবধানে পা ফেলে
ঘুম নেই চোখে তবু স্বপ্ন তার মনে হরদম খেলে
ক্যানোলা গাঁথা শিরায় হাত পেটে রেখে বাচ্চার স্পন্দন
ঠাহর পেতে আপ্রাণ চেষ্টা মন ডুবিয়ে শুনে, সন্তান
আহ্ সেকি বন্ধন।

অপেক্ষার পালা হবে শেষ, প্রসব ব্যথায় কাতরাবে
দাঁতে দাঁত পিষে আর কত সহ্যের সাগরে সাঁতরাবে!!
ধৈর্য্যের বাঁধটা ভাঙ্গতে ভাঙ্গতে সহসা পৃথিবী কাঁপিয়ে
কান্নার ভেঙ্গে আসবে খুশির বারতা নিয়ে সেই শিশু
আর মা হাঁপিয়ে।

মা নিথর বেডে শুয়ে বিতৃষ্ণার ব্যথা সর্বাঙ্গে বিমর্ষ
একোলে ওকোলে বাবু কাঁদে হাসে মুগ্ধ পরিবেশে হর্ষ
নিভৃতে ফেলে চোখের জল কষ্টের সাগরে ভেসে মা-যে,
রক্তে ভেসে যায় প্যাড শক্তি নেই দেহে, তবু মা'র মনে
কি সুখ যে বাজে!!

আচ্ছা তোমরাই বলো মা হওয়াটা কি চাট্টিখানি কথা
বাবারা, মায়ের পাশে থেকে অনুভব করো সেই ব্যথা!
রক্তগঙ্গায় ভাসছে মা সন্তান আগলে ধরেছে বুকে
কষ্টের তো সবে শুরু, বুঝতে পারছো, প্রস্রাবে শুয়েও মা
আহা কি সুখে!

চিরন্তন সত্য বলে যাই, ভুলেও ভেবোনা আমি মিছে
অশালীন কথা নয়, অনুভূতি জাগাও যুক্তির পিছে
একটা মা অবিচল, পার করে শত কষ্টের প্রহর
নিজের শ্রী হারিয়ে সে লজ্জায় মাথা নিচু, সর্বাঙ্গে চলে
কষ্টের নহর!!

আল্লাহ মহান তিনি দিয়েছেন মায়ার পায়ের তলে
সন্তানের বেহেশত, সন্তানরা যেয়োনা পায়ে দলে
সে সুখ, অনুভবের দোর খুলে ভেবে চিন্তে দেখো দেখি
মিষ্টি মধুর মা ডাক শুনতে কষ্ট সহন সেতো হতে
পারে নাক মেকি!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

মুসাফির নামা বলেছেন: অনেক সুন্দর কবিতা।

২২ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । সামুর অবস্থা দেখি খারাপ :(

২| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

শরিফ শরিফ বলেছেন: আমাদের অনেক সময় ভুল বসত বা অন্য কারনে পিসির দরকারি ডাটা যেমন , ভিডিও , সফটওয়্যার ইত্যাদি ফাইল ডিলিট হয়ে যাই তখুন আমাদের কপালে হাত দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না. তখন ডাটা রিকভারি এর প্রয়োজন পরে . বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন….
Data recovery

২২ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক কাজে লাগবে । ভাল থাকুন

৩| ২১ শে মে, ২০১৬ রাত ১০:০১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি। সামুর এই অবস্থায় তাও আপনার মন্তব্য পেয়ে ধন্য হলাম

৪| ২১ শে মে, ২০১৬ রাত ১০:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর কবিতা ভাল লেগেছে । সুন্দর কাব্যিক ও ছন্দময় বিবরণ । অনেক ধন্যবাদ ভাল খাকার শুভকামনা থাকল ।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন

৫| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:৪১

উল্টা দূরবীন বলেছেন: কাব্যিক আর ছন্দময়। অনেক ভালো লাগলো।

২৪ শে মে, ২০১৬ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সাথেই থাকুন

৬| ২৮ শে মে, ২০১৬ সকাল ১০:৪৫

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: মা নিথর বেডে শুয়ে বিতৃষ্ণার ব্যথা সর্বাঙ্গে বিমর্ষ
একোলে ওকোলে বাবু কাঁদে হাসে মুগ্ধ পরিবেশে হর্ষ
নিভৃতে ফেলে চোখের জল কষ্টের সাগরে ভেসে মা-যে,
রক্তে ভেসে যায় প্যাড শক্তি নেই দেহে, তবু মা'র মনে
কি সুখ যে বাজে!!




এত সুন্দর বিশ্লেষণ ধর্মী কবিতা, বর্ণনা অসাধারণ , চোখে জল এসেগেছে। ভীষণ ভাল লেগেছে।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্য কথন

এত সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
ভাল থাকুন ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.