নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
ঘুমাও পাখি চিন্তা ছাড়া
কাঁধের উপর মাথা রেখে
রেলগাড়িটা যাক-না চলে
বনের ভিতর এঁকেবেঁকে।
নিশ্চুপ তুমি ঘুমাও বেঘোর
তোমায় শুধু যাচ্ছি দেখে
আলতো করে ছুঁয়ে দিলে
আমার স্বপ্ন যেয়ো এঁকে।
যাত্রা তোমার হোক প্রশান্তির
আমি জেগে আছি পাশে
এলোমেলো চুলগুলো সব
ব্যস্ত খুব শিহরণ চাষে!
বুকের বামে ব্যথা পাখি
সন্ধান কি পাও বেঘোর ঘুমে
ছটফটিয়ে মরছি আমি
ইচ্ছে অধর যাইগো চুমে।
অস্থির আমি নিথর বসে
যদি তুমি যাওগো জেগে
নড়াচড়া করছি না তাই
জাগলে তুমি যাবে রেগে?
জেগে যদি দেখো কাঁধে
মাথা রেখে আছো শুয়ে
বলো পাখি চোখে চেয়ে
লজ্জা তোমার পড়বে চুয়ে!
না রেগে চোখ রাঙ্গিয়ে
বলবে কথা ত্যক্ত মুখে
উথালপাথাল ঊর্মিগুলো
ভাঙ্গবে দেখো আমার বুকে।
ইচ্ছে করে ছুঁইনি তোমায়
ঘুমে তুমি পড়ছো টলে
ঢুলুঢুলু চোখে তখন
মায়াবতী পড়ছ গলে।
মায়াবতীর প্রেমে আমি
যাচ্ছি হাওয়ায় দুদ্যোল দোলে
তোমায় পেয়ে যেনো আমি
যাচ্ছি আমায় নিজকে ভুলে।
জেগে উঠে দিয়ো কণ্যা
ভূবনডাঙ্গার একটা হাসি
সেই হাসিতেই ভাসব আমি
বলব তোমায় ভালবাসি।
(অট-ছেলে সেজে লিখেছি হাহাহ
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সাধু ভাইয়া ভাল থাকুন
২| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:০৫
বিজন রয় বলেছেন: হা হা হা হা কবিতা পড়বো কি, ছবি দেখেই তো হুমড়ি খেলাম।
কবিতায় অনেক প্রেম।
আপনাকে অনেক প্লাস।
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ বিজন দা । ভাল থাকুন
৩| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:১৯
রাফা বলেছেন: সচল ছবিতে আরো বেশি প্রাণ পেয়েছে কবিতা।
ভালো হইছে কবিতা।
ধন্যবাদ,কাজী ফাতেমা।
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন সর্বদা
৪| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৭
রোষানল বলেছেন: টেরেন ভরমন
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস ....।
৫| ২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
হামিদ আহসান বলেছেন: অনেক ভাল লাগল
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে হামিদ ভাইয়া কই থাইক্কা আইলেন
থ্যাংকু থ্যাংকু
৬| ২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার।
ভালো লেগেছে।
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ পথিক ভাইয়া ভাল থাকুন
৭| ২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
জেন রসি বলেছেন: ভালো লেগেছে আপু।
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক থ্যাংকস রসি ভাইয়া
৮| ২২ শে মে, ২০১৬ রাত ৮:২৪
নয়ন বিন বাহার বলেছেন: জেগে উঠে দিয়ো কণ্যা
ভূবনডাঙ্গার একটা হাসি
সেই হাসিতেই ভাসব আমি
বলব তোমায় ভালবাসি।
--ভাল লাগার সবগুলো দরজা ছুঁয়ে দিলেন ভাই।
সাথে মনটা ও হু হু করে উঠল।
ধন্যবাদ।
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে... ভালবাসা জিনিসটাই এমন হাহাকারই থাকে শুধু
থ্যাংকস এ লট সুন্দর মন্তব্যের জন্য
৯| ২২ শে মে, ২০১৬ রাত ১০:০৪
মুসাফির নামা বলেছেন: কবিতাটা ভালো লেগেছে,কিন্তু ছবিটা খুবই বিরক্ত ঠেকছে।
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবার কাছে তো ভাল লাগছে ছবিটা ...। ছবিটার দিক থেকে চোখ ফিরিয়ে নেন ভাইয়া
থ্যাংকস এ লট
১০| ২২ শে মে, ২০১৬ রাত ১০:৩৬
ফরিদ আহমাদ বলেছেন: মেয়ে হয়ে অনুভূতি গ্রহণ করতে খারাপ লাগেনি।
ছন্দ-মিলে মুগ্ধ।
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহ হ্যা ঠিক তাই
অনেক ধন্যবাদ ভাল থাকুন
১১| ২২ শে মে, ২০১৬ রাত ১১:০২
কাশফুল মন (আহমদ) বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ তোমাকেও । সুন্দর সুন্দর পোষ্ট পাওয়ার আশা রাখছি কিন্তু
১২| ২৩ শে মে, ২০১৬ রাত ১২:১২
ঘটক কাজী সাহেব বলেছেন: বাহ সুন্দর তো ট্রেন জার্নি, আপনি কাজি, আর আমিও কাজী হে হে হে
কবিতা খানও লিখেছেন দারুন++++++++++
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ হ দুইজনেই কাজী
কারো বিয়ে শাদী হলে দেখা হবে ইনশাআল্লাহ
১৩| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:০৩
ডঃ এম এ আলী বলেছেন: খুবই ভাল লাগল ট্রেন ভ্রমন । ট্রনের দুলুনী খেতে খেতে ছোট কালের কথা মনে পরে গেল । গাছের ডালে বসে দুলে দুলে বলতাম
দুল দুল ময়মনসিং , ঢাকা যাইতে কতদিন । দুলে দুলে ঘুমে ঘুমে ট্রেন জার্ণী খুবই অারামদায়ক।
অনেক ধন্যবাদ সুখানুভুতি জাগানিয়া একটি কবিতা উপস্থাপনের জন্য । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আর আমরা বলি লক্কর ঝক্কর ময়মনসিংহ
ঢাকা যাইতে কতদিন
ধন্যনাদ সুন্দর মন্তব্যের জন্য
১৪| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:২৯
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর
২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: খুব ভালো । রেলভ্রমণ এর একটা আবেশ আছে!