নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধার সাথে স্মরণ করি প্রিয় কবি কাজী নজরুল......

২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:১৭



©কাজী ফাতেমা ছবি

শ্রদ্ধার সাথে স্মরণ করি
কবি তোমার জন্মদিনে
মনে হরদম বাজনা বাজে
তোমার সুরের মধুর বীণে।

আসানসোলের চুরুলিয়ায়
গরীব পরিবারে জন্ম
দৈন্যদশাও পারেনিকো
আটকাতে সাহিত্যের কম্ম।

তুমি মোদের মহান কবি
গল্প কবিতায় তোমায় পাই
গানের বুলবুলি ও নজরুল
মনানন্দে তোমার গান গাই

ধুমকেতুর মতই তোমার
আবির্ভাব বাংলা সাহিত্যে
তোমার লেখা গান কবিতা
সুখের ছন্দ আনে চিত্তে।

বিদ্রোহী কবিতা শুনলে
শিরায় শিরায় উঠে ধ্বণি
ঝাঁকড়া চুলের নজরুল তোমার
জয়ধ্বনি আজো শুনি।

প্রবন্ধ নিবন্ধ গানে গল্পে
পা ফেলতে করোনিকো ভুল
তোমার আমার সবার প্রিয়
তিনি কবি কাজী নজরুল।

দু:খে ভরা জীবন ছিল
বুকে ভরা শত ছন্দ
সত্যের বাণী লিখতে কভু
মনে ছিলো নাকো দ্বন্দ্ব।

সাম্যের কথা বলতে গিয়ে
কারাভোগে নোয়-নি মাথা
উঁচু করে রেখে গেছো
বাংলা সাহিত্যের-ই পাতা।

সুরে সুরে মধুর স্বরে
শুনি তোমার কণ্ঠের ধ্বনি
শুন শুন ইয়া ইলাহি গান
বুকে তুলে বজ্রধ্বনি।

হাজার সুরের হাজার গানে
মনের মাঝে বাজনা বাজে
মরেও তুমি রইলে কবি
অমর হয়ে মোদের মাঝে।

ইসলামী সঙ্গীতের সুরে
গেয়েছিলে স্রষ্টার কালাম
হে মহান কবি জন্মদিনে
জানাই তোমায় শত সালাম।

অমর তুমি মোদের কাছে
শ্রদ্ধা জানাই তোমার তরে
সুখশান্তিতে থাকো তুমি
চিরআঁধার গোরের ঘরে।

(প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লিখা অনেক কঠিন। তবুও এটা চেষ্টা মাত্র এবং তাকে ভালবাসার নির্দশন জানি ছন্দ ধাক্কা খাবে তবু প্রকাশ করলাম প্রিয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে)

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:০৭

বিজন রয় বলেছেন: শ্রদ্ধাঞ্জলি।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংক্স

২| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অমর তুমি মোদের কাছে
শ্রদ্ধা জানাই তোমার তরে
সুখশান্তিতে থাকো তুমি
চিরআঁধার গোরের ঘরে।

দারুন বলেছেন, কবির প্রতি অনেক ভালবাসা ও শ্রদ্ধাঞ্জলি।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই

৩| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

নীলপরি বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই ।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ :)

৪| ২৫ শে মে, ২০১৬ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: খুব সুন্দর হয়েছে কবির উপর লেখা কবিতা। ধন্যবাদ

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক দা

৫| ২৫ শে মে, ২০১৬ রাত ৯:২২

জে.এস. সাব্বির বলেছেন: কাজী নজরুলের স্মরণে রচিত ছন্দমালা ভাল লাগার আরেক নাম ।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সাব্বির ভাইয়া অনেক ধন্যবাদ

৬| ২৬ শে মে, ২০১৬ রাত ২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: কুহেলিকা, বাঁধনহারা, মৃত্যুক্ষুধার লেখককে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: #ভ্রমরের ডানা ধন্যবাদ

৭| ২৬ শে মে, ২০১৬ ভোর ৬:২৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ রইল আমাদেরকেও প্রিয় কবির প্রত
শ্রদ্ধা জানাবার ক্ষেত্র তৈরী করে দেয়ার জন্য ।

আমাদের জাতীয় কবি নজরুল কি বলিব তার কথা
তার কথা দিয়েই তাকে বলে যাবেনা যে শেষ করা ।
পরাধীনতা, সামুদ্রিক জলোচ্ছ্বাস, সাইক্লোন, ঘূর্ণিঝড়,
কালবোশেখি, মহাবন্যা, খরা, অসহায়ের কান্না
দুর্ভিক্ষ ও মহামারীর সাথেই তার নিবির পরিচয় ।

কালবোশেখি পারেনি ভেঙ্গে ফেলেতে তার সংসারের বাতাবরণ,
হৃদয়ের ধন বুলবলের অকাল মৃত্যু যদিও করেছে তাকে ব্যাথাতুর
দারিদতা আর অভাবের মুখেও যায়নি সে উড়ে
বিষধর সাপেরমত বটিশ বেনিয়ারা করেছে তাকে কারারুদ্ধ
বেঁচে থাকার আকুতি তবু তাকে করেনি অসহায়
বরং কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেলার
জন্য করেছে রচনা সে অমর কাব্য ।

তার আমিত্বের ও বিদ্রোহের আগ্নেয়গিরির বিস্ফোরণ
ছেয়ে ফেলেছিল চার দিক; ঊদ্গীরিত লাভা ভীরুপ্রাণের
আর তার শিখা ছুঁয়ে ফেলেছিল সাত আকাশের সর্বশেষ সীমা।
সেখান থেকে চোখ মেলে সে দেখতে পায় ও বলে
‘শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির।’

সে চ্যালেঞ্জ করে বলে এতদিন যাবৎ ভ্রান্ত
উপাসনায় উপাসিত ভুয়া শক্তিকে, ভীত পূজোয়
পূজিত অলীক সব দেবতাকে, সে ঘোষণা দিয়ে বসল :
‘সে নিজেই দেবতা, নিজেই সাইক্লোন, নিজেই ঘূর্ণি,
নিজেই টর্পেডো, নিজেই ভীম-ভাসমান মাইন
সে নিজেই প্রলয়ের নটরাজ, নিজেই মহামারী।
সে-ই বেদুঈন, সে-ই চেঙ্গিস এবং আপনাকে
ছাড়া আর কাউকেই করেনা সে কুর্নিশ ।
সে খেয়ালী বিধির বক্ষ চিরে দিতেও দুঃসাহসী ।

বিশ্বকবি নজরুল রয়েছে তার মহামানবীয় গুণ
সর্বমানবীয় সর্বজনীন অঙ্গীকার দিয়ে বলেছে সে
‘আমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব-বিজয়-কেতন’

সে জলের বান হয়ে খরাকবলিত মাটিকে করে
তুলতে পারে সজল উর্বরা; সে অর্ফিয়ূসের বাঁশি
হয়ে সুরে সুরে নিভিয়ে দিতে পারে নরকের অগ্নিযন্ত্রণা;
সে তার হাতের ছোঁয়ায় মরুভূমিকে করে তুলতে পারে
পুষ্প-উদ্যান; সে অসহায়ের বুকের জ্বালা দূর করে
সৃষ্টি করতে পারে পরম সুখের উদ্যান।

আমাদের দুখু মিয়া নজরুল বিচারবুদ্ধিপ্রাপ্ত
শ্রেষ্ঠতম মানবগোষ্ঠীর আলোক-উদ্ভাসিত
এক প্রতিনিধি সে আমাদের জাতীয় কবি
আজকের এ দিনে তার বিদেহী আত্মার প্রতি
জানাই ছালাম হাজার বার, আল্লাহ উনাকে
বেহেস্তবাসী করুন এ কামনা করি বার বার ।

এ পোস্টের লেখিকার প্রতিও থাকল এক রাশ শুভ কামনা ।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর লিখেছেন আলি ভাই

৮| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। দারুন প্রকাশ।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংক্স এ লট

৯| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৪৩

এইচ তালুকদার বলেছেন: চীরতরে দূরে চলে গ্যাছেন,তবে তাঁকে ভুলতে দেননি।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: তিনি অমর।
তিনি নিজেই বলেছেন
আমারে আমি নাহি দেব ভুলিতে

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.